দিয়োনিসিয়ুস থ্রাক্স
অবয়ব
দিয়োনিসিয়ুস থ্রাক্স (গ্রিক: Διονύσιος ὁ Θρᾷξ) (খ্রিস্টপূর্ব ১৭০‑খ্রিস্টপূর্ব ৯০) একজন হেলেনীয় ব্যাকরণবিদ যিনি আলেকজান্দ্রিয়া ও রোড্সে বাস করতেন বলে ধারণা করা হয়।
ধারণা করা হয় তিনি গ্রিক ভাষার প্রথম বৃহৎ ব্যাকরণ Tékhnē grammatiké (ইংরেজি "Art of Grammar") রচনা করেন। এতে মূলত প্রাচীন গ্রিক ভাষার রূপমূলতত্ত্ব আলোচিত হয়েছে এবং কোন বাক্যতত্ত্ব আলোচিত হয়নি।
থ্রাক্স ব্যাকরণকে লেখক ও কবিদের ব্যবহৃত ভাষার বাস্তব জ্ঞান হিসেবে অভিহিত করেন। ধারণা করা হয় সনাতনী গ্রিকে রচিত হোমারীয় কাব্য ও অন্যান্য রচনা সাধারণ গ্রিক লোকদের শেখানোর জন্যই এ ব্যাকরণ রচিত হয়েছিল।
উৎসপঞ্জি
[সম্পাদনা]- Dionysios Thrax, Art of Grammar
- Robins, R. H. A Short History of Linguistics (Indiana UP, 1967). (আইএসবিএন ০-২৫৩-৩৫২১০-X)
- V. Di Benedetto, "At the Origins of Greek Grammar," Glotta 68 (1990): 19-39.
- J. Lallot, La grammaire de Denys le Thrace (CNRS Editions, 1998).