বিষয়বস্তুতে চলুন

ত্রিপুরা শান্তি চুক্তি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ত্রিপুরা শান্তি চুক্তি হল বিদ্রোহের অবসান ঘটাতে ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা (NLFT) দ্বারা ১০ আগস্ট ২০১৯-এ স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তি।

ত্রিপক্ষীয় সমঝোতা স্মারকটি স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব (উত্তরপূর্ব) সত্যেন্দ্র গর্গ, ত্রিপুরার অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র), কুমার অলোক এবং এনএলএফটি-এর সাবির কুমার দেববর্মা এবং কাজল দেববর্মা স্বাক্ষর করেছেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Peace pact signed with Tripura insurgent group"। Times of India। ২০১৯-০৮-১০। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১০