ত্রিপুরা শান্তি চুক্তি
অবয়ব
ত্রিপুরা শান্তি চুক্তি হল বিদ্রোহের অবসান ঘটাতে ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা (NLFT) দ্বারা ১০ আগস্ট ২০১৯-এ স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তি।
ত্রিপক্ষীয় সমঝোতা স্মারকটি স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব (উত্তরপূর্ব) সত্যেন্দ্র গর্গ, ত্রিপুরার অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র), কুমার অলোক এবং এনএলএফটি-এর সাবির কুমার দেববর্মা এবং কাজল দেববর্মা স্বাক্ষর করেছেন।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Peace pact signed with Tripura insurgent group"। Times of India। ২০১৯-০৮-১০। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১০।