বিষয়বস্তুতে চলুন

তাফাদজা কামুঙ্গোজি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তাফাদজা কামুঙ্গোজি
ব্যক্তিগত তথ্য
জন্ম (1987-06-08) ৮ জুন ১৯৮৭ (বয়স ৩৭)
হারারে, জিম্বাবুয়ে
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনলেগ ব্রেক
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক২৫ অক্টোবর ২০১৪ বনাম বাংলাদেশ
ওডিআই অভিষেক২০ সেপ্টেম্বর ২০০৬ বনাম দক্ষিণ আফ্রিকা
শেষ ওডিআই২৪ ফেব্রুয়ারি ২০১৫ বনাম ওয়েস্ট ইন্ডিজ
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ১৪ ৪৫ ৭৮
রানের সংখ্যা ২৭ ৭৫০ ৩০০
ব্যাটিং গড় ২.৫০ ৫.৪০ ১১.০২ ৭.৬৯
১০০/৫০ ০/০ ০/০ ০/১ ০/০
সর্বোচ্চ রান ১২* ৭১* ২৬
বল করেছে ১৫৬ ৬৩৬ ৮,০২৫ ৩,৭৫২
উইকেট ১২ ১০৮ ৭৯
বোলিং গড় ৫৮.০০ ৪৫.৬৬ ৩৭.৩৯ ৩৩.৭৭
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ১/৫১ ২/৩৬ ৮/১২৫ ৬/১৩
ক্যাচ/স্ট্যাম্পিং ০/– ৬/– ২০/– ২২/–
উৎস: ক্রিকইনফো, ২২ মে ২০১৫

তাফাদজা কামুঙ্গোজি (ইংরেজি: Tafadzwa Kamungozi; জন্ম: ৮ জুন, ১৯৮৭) হারারেতে জন্মগ্রহণকারী জিম্বাবুয়ের আন্তর্জাতিক ক্রিকেটার। জিম্বাবুয়ে ক্রিকেট দলের অন্যতম সদস্য হিসেবে তিনি মূলতঃ লেগ ব্রেক বোলিং করে থাকেন। ঘরোয়া ক্রিকেটে মাসভিঙ্গো দলের পক্ষে খেলেছেন।

খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

জিম্বাবুয়ে বোর্ড একাদশের পক্ষে অস্ট্রেলিয়ান একাডেমি দলের বিপক্ষে অংশ নিলেও তিন খেলার ঐ সিরিজে ৩-০ ব্যবধানে পরাজিত হয় তার দল। ২০০৫-০৬ মৌসুমে জিম্বাবুয়ের লিস্ট এ ক্রিকেটের খেলায় অংশ নেন। তিন খেলায় তিনি পাঁচ উইকেট পান। তন্মধ্যে ম্যাশোনাল্যান্ডের বিপক্ষে চার উইকেট নিয়ে দলটিকে ৭৬ রানে অল-আউট হতে সহায়তা করেন।

২০০৬-০৭ মৌসুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টুয়েন্টি২০ খেলায় অভিষিক্ত হন। ২০০৬ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিম্বাবুয়ে দলে ডাক পান। ২৫ অক্টোবর, ২০১৪ তারিখে বাংলাদেশ সফরে মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Zimbabwe tour of Bangladesh, 1st Test: Bangladesh v Zimbabwe at Dhaka, Oct 25-29, 2014"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]