২০১৫ সালের ৩০ এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনেরমেয়র ও কাউন্সিলর পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। মেয়র নির্বাচনে মোট ১৬ জন প্রার্থী অংশ নেন। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আনিসুল হক জয়লাভ করেন, যিনি ১ লাখ ৩৫ হাজার ৩৭ ভোটের ব্যবধানে জয় লাভ করেন।[১] তবে প্রধান বিরোধী প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরতাবিথ আউয়াল ফলাফল প্রত্যাখ্যান করেন।