টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি
নীতিবাক্য | গ্রাম পর্যায়ে বিদ্যুৎ পৌঁছানো এবং উন্নয়ন |
---|---|
গঠিত | ১৮ জানুয়ারী ১৯৮০ |
ধরন | সরকারি |
পেশাগত উপাধি | পল্লী বিদ্যুৎ সমিতি |
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
অবস্থান |
|
যে অঞ্চলে | টাঙ্গাইল জেলা |
পরিষেবা | বিদ্যুৎ |
দাপ্তরিক ভাষা | বাংলা, ইংরেজি |
ওয়েবসাইট | টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি |
টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্র্ডের পরিচালিত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি মধ্যে একটি। টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার কয়েকটি জোনাল অফিসের মাধ্যমে ৮টি উপজেলায় বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। উপজেলাগুলো হচ্ছে মির্জাপুর, দেলদুয়ার, বাসাইল, কালিহাতি, নাগপুর, সখিপুর, চৌহালি ও সদর। এ পল্লী বিদ্যুৎ সমিতিটি প্রতিষ্ঠিত হয় ১৮ জানুয়ারি ১৯৮০ সালে।[১][২]
ইতিহাস
[সম্পাদনা]এ সমিতিটি ১৮ জানুয়ারি ১৯৮০ সালে রেজিস্ট্রেশন প্রাপ্ত হয় তবে ১০ অক্টোবর ১৯৮১ সালে এ যাত্রা শুরু হয়। এ সমিতির অধীন ৮৩টি উইনয়ন ও ১৫৮৪টি গ্রাম রয়েছে। এ সব এলাকায় শতভাগ বিদ্যুৎ প্রদান করা হয়। আশেকপুর অফিসটি প্রধান অফিস হিসাবে ব্যবহার হয়।[১]
ভিশন ও মিশন
[সম্পাদনা]এস ডি জি এর লক্ষ্যমাত্রা -০৭ মোতাবেক টাঙ্গাইল পবিস এর আওতাধীন সকল জনগণকে নিরবিচ্ছিন্ন এবং মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিচ্চিত করা।[১]
জোনাল অফিস সমূহ
[সম্পাদনা]এ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা জোনাল অফিস গুলো হচ্ছে:
- মির্জাপুর জোনাল অফিস
- দেলদুয়ার জোনাল অফিস
- বাসাইল জোনাল অফিস
- নাগরপুর জোনাল অফিস
- গোড়াই জোনাল অফিস
- এলেঙ্গা জোনাল অফিস [১]
সাব জোনাল অফিস গুলো হচ্ছে
[সম্পাদনা]- তারাকান্দা [১]
গ্রাহক সংখ্যা
[সম্পাদনা]এ পল্লী বিদ্যুৎ সমিতিতে ৫১৮৪৮৮ জন গ্রাহক রয়েছে।[১]
অন্যান্য তথ্য
[সম্পাদনা]- মোট আয়তন= ১৮৯৮ বর্গকিলোমিটার
- অভিযোগ কেন্দ্র=৩৮টি
- সাব-ষ্টেশন (সংখ্যা ও ক্ষমতা)= ২২ টি,
- সিস্টেমলস=৯.২৫
- এলাকা=৭টি
- বিদ্যুতায়িত লাইনের পরমিান =১০৩২৯ কি.মি.[১]
জনবল
[সম্পাদনা]- কর্মকর্তা ও কর্মচারী= ৭৩০ জন[১]
সমিতি বোর্ড
[সম্পাদনা]মোট ৯জন সদস্য নিয়ে এ পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড গঠিত হয়। এ তে ৩জন মহিলা পরিচালক আছেন।[১]