ঝুলন পূর্ণিমা
ঝুলন পূর্ণিমা ঝুলন যাত্রা | |
---|---|
আনুষ্ঠানিক নাম | ঝুলন পূর্ণিমা (Jhulan Purnima) |
অন্য নাম | রাখী পূর্ণিমা, ঝুলন যাত্রা, হিন্দোল |
পালনকারী | হিন্দু |
ধরন | হিন্দুদের উৎসব |
উদযাপন | পরিবার এবং অন্যান্য সামাজিক সমাবেশ, কেনাকাটা এবং উপহারদান,মণ্ডপে ঠাকুর দেখা, আলো সজ্জা, সাংস্কৃতিক নৃত্য, মূর্তি নিমজ্জন ইত্যাদি। |
তারিখ | শ্রাবণ পূর্ণিমা |
সংঘটন | বার্ষিক |
সম্পর্কিত | জন্মাষ্টমী |
ঝুলন যাত্রা বা ঝুলন পূর্ণিমা হল হিন্দুদের গুরুত্বপূর্ণ উৎসবের মধ্যে একটি। অমাবস্যায় পরের একাদশী থেকে আরম্ভ করে শ্রাবনী পূর্ণিমা পর্যন্ত চলে উৎসবের সমারোহ। এটি দোল পূর্ণিমার পরবর্তী বৈষ্ণবদের বড়ো উৎসব।
দোলনা সাজানো, ভক্তিমূলক গান, নাচ, সব মিলিয়ে রাধাকৃষ্ণের প্রেমলীলার এটি একটি বিশেষ উৎসব। ভারতের এই উৎসবে দেশ-বিদেশ থেকে বহু দর্শনার্থীদের আগমন ঘটে। নবদ্বীপে ঝুলন উৎসব একটি বিশেষ আকর্ষণ। বৃন্দাবন, মথুরা আর ইসকন মন্দিরে মহা সমারোহে পালিত হয় এই ঝুলন। এই উৎসব সাধারণত শ্রাবণ মাসেই হয়ে থাকে।[১] শৈশবে গাছের শাখায় দোলনা বেঁধে ঝুলন দোলায় দোলার স্মৃতি অনেকেরই আছে। এখনও শিশুদের দেখা যায় এমন দোলখেতে। রাধা-কৃষ্ণের শৈশব-লীলার এমনি এক স্মৃতি 'ঝুলন'।
ইতিহাস
[সম্পাদনা]ঝুলনযাত্রা বা লীলা বর্ষার লীলা। ঝুলন পূর্ণিমাকে শ্রাবণী পূর্ণিমাও বলা হয়। বৃন্দাবনে রাধা-কৃষ্ণর শৈশব-স্মৃতি, বিশেষতঃ সখা-সখীদের সাথে দোলনায় দোলার প্রেমলীলাকে কেন্দ্র করে দ্বাপরযুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। এর পর থেকে এখনো গৌড়ীয় বৈষ্ণবদের এটা প্রিয় অনুষ্ঠান।[২]
বর্তমানে ভারতের সমস্ত স্থানের মধ্যে মথুরা , বৃন্দাবন এবং মায়াপুর ঝুলন যাত্রা উদযাপনের জন্য সবচেয়ে বিখ্যাত।
বহিঃসংযোগ
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ http://www.hindu-blog.com/2009/07/jhulan-yatra-2009-swing-festival-of.html
- ↑ "Jhulan Yatra, the Joyful Monsoon Swing Festival"। Learn Religions (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১১।