বিষয়বস্তুতে চলুন

জুস্পোর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টিনসেল ও হুইপল্যাশ ফ্ল্যাজেলাসহ হেটারোকন্ট জুস্পোর

জুস্পোর (ইংরেজি: Zoospore) হল চলনে সক্ষম এক ধরনের অযৌন রেণু, যাতে গমনের জন্য ফ্ল্যাজেলা থাকে। এটি কিছু ব্যাকটেরিয়া, ছত্রাকপ্রোটিস্টারা তৈরী করে থাকে।

প্রকারভেদ

[সম্পাদনা]

ফ্ল্যাজেলার প্রকারভেদ

[সম্পাদনা]

জুস্পোরে দুই প্রকারের ফ্ল্যাজেলা দেখা যায়:

  • টিনসেল ফ্ল্যাজেলা:- এতে ম্যাস্টিগোনিমস নামে কিছু ফিলামেন্ট দেখা যায়, যা কেন্দ্রীয় অক্ষের সাথে লম্বভাবে থাকে ও ক্ষেত্রমান বৃদ্ধি করে।
  • হুইপল্যাশ ফ্ল্যাজেলা:- এটি সোজা ও মসৃণ। ঘূর্ণনের মাধ্যমে গমনে সাহায্য করে।

উভয়েই সাইন তরঙ্গ-এর ন্যায় কম্পিত হয়, কিন্তু উভয়ে একসাথে উপস্থিত হলে উভয়ের গতির অভিমুখ বিপরীত হয়।

সংস্থানগত প্রকারভেদ

[সম্পাদনা]
জুস্পোরের প্রকারভেদ, তিরচিহ্নটি গমনের দিক নির্দেশ করে।

ইউক্যারিওটদের দেহে প্রধানত চার প্রকার জুস্পোর দেখা যায়:[]

জুস্পোরাঞ্জিয়াম

[সম্পাদনা]

জুস্পোরাঞ্জিয়াম হল এমন একধরনের গঠন যাতে জুস্পোর বৃদ্ধি লাভ করে। এটি একটি অযৌন গঠন ও মূলত স্পোরাঞ্জিয়াম নামে পরিচিত। বহু উদ্ভিদ, ছত্রাক ও প্রোটিস্টদের দেহে দেখা যায়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Webster, John; Weber, Roland (২০০৭)। Introduction to Fungi (3rd সংস্করণ)। Cambridge: Cambridge University Press। পৃষ্ঠা 23–24। আইএসবিএন 9780521014830 
  • Alexopoulos, C. J.; Mims, Charles W.; Blackwell, M.; ও অন্যান্য (২০০৪)। Introductory Mycology (4th সংস্করণ)। Hoboken, New Jersey: John Wiley and Sons। আইএসবিএন 0-471-52229-5 

বহিঃসংযোগ

[সম্পাদনা]
  • উইকিমিডিয়া কমন্সে জুস্পোর সম্পর্কিত মিডিয়া দেখুন।