জুমা জামে মসজিদ
জুমা জামে মসজিদ | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
ধর্মীয় অনুষ্ঠান | সুন্নি |
অবস্থা | সক্রিয় |
অবস্থান | |
দেশ | রাশিয়া |
এলাকা | ক্রিমিয়া |
স্থানাঙ্ক | ৪৫°১১′৪৫″ উত্তর ৩৩°২২′৩৮″ পূর্ব / ৪৫.১৯৫৮৩° উত্তর ৩৩.৩৭৭২২° পূর্ব |
স্থাপত্য | |
স্থপতি | মিমার সিনান |
ধরন | মসজিদ |
স্থাপত্য শৈলী | ওসমানীয় স্থাপত্য |
সম্পূর্ণ হয় | ১৫৬৪ |
বিনির্দেশ | |
সম্মুখভাগের দিক | উত্তর |
গম্বুজের উচ্চতা (বাহিরে) | ২০ মিটার |
গম্বুজের ব্যাস (বাহিরে) | ৬ মি (২০ ফু) |
মিনার | ২ |
মিনারের উচ্চতা | ৩৫ মিটার |
উপাদানসমূহ | চুনাপাথর |
জুমা জামে মসজিদ (ইউক্রেনীয়: Мечеть Джума-Джам; রুশ: Мечеть Джума-Джами; এছাড়াও শুক্রবার মসজিদ হিসেবে পরিচিত) হচ্ছে ক্রিমিয়ার ইয়েভটোরিয়াতে অবস্থিত। এই মসজিদটি ১৫৫২–১৫৬৪ সালের মধ্যে নির্মাণ করা হয়েছে এবং এর নকশাটি ওসমানীয় স্থপতি মিমার সিনান করেছেন।
ইতিহাস
[সম্পাদনা]জুমা-জামে ক্রিমিয়ার বৃহত্তম মসজিদগুলির একটি। এটি ১৫৫২ সালে খান ডেভলেট আই জিরা প্রতিষ্ঠা করেছিলেন। খান মসজিদটি নির্মাণের জন্য ইস্তাম্বুলের স্থপতি মিমার সিনানকে (১৪৮৯–১৫৮৮) কমিশন দিয়েছিলেন। সিনান ওসমানীয় সাম্রাজ্যের প্রধান স্থপতি ছিলেন। তিনি ইস্তাম্বুলের সিনান পাশা মসজিদ এবং ইহজাদ মসজিদটির নকশা করেছিলেন। জুমা-জামে মসজিদ নির্মাণ দীর্ঘ প্রক্রিয়া ছিল। এ সময়, মিমার সিনান ইস্তাম্বুলের সলেমানিয়ে মসজিদটি নির্মাণে ব্যস্ত ছিলেন, যা ইভান টেরিয়ার্সের সাথে যুদ্ধে অর্থ ব্যয়ের কারণে আর্থিক সমস্যায় জর্জরিত ছিল।
ফটো
[সম্পাদনা]-
জুমা-জামে মসজিদের প্রধান প্রবেশদ্বার
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- হান কামি, আর্নেট