জীবন রহমান
জীবন রহমান | |
---|---|
জন্ম | ১৯৬৪ |
মৃত্যু | ১৬ জানুয়ারি ২০২০ (বয়স ৫৬) |
জাতীয়তা | বাংলাদেশি |
পেশা | চলচ্চিত্র পরিচালক |
জীবন রহমান (১৯৬৪ – ১৬ জানুয়ারি ২০২০) বাংলাদেশের একজন চলচ্চিত্র পরিচালক ছিলেন। তিনি ১৫টি চলচ্চিত্র পরিচালনা করেছিলেন।[১][২]
জীবনী
[সম্পাদনা]জীবন রহমান ১৯৬৪ সালে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মঠখোলা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন।[৩][৪][৫] নব্বই দশকের শুরুর দিকে তার পরিচালিত প্রথম চলচ্চিত্র গহর বাদশা বানেছা পরী মুক্তি পায়।[৬]
জীবন রহমান পরিচালিত প্রেম যুদ্ধ ১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল। চলচ্চিত্রটিতে সালমান শাহ তার জীবনে প্রথমবারের মত কোনো চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছিলেন।[৭] তিনি চলচ্চিত্রটির জন্য "তুমি আমার জীবনের এক স্বপ্ন যেন" শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছিলেন।[৮] চলচ্চিত্রটি বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষণের জন্য নির্বাচিত হয়েছে।[৯]
জীবন রহমান আজকের সন্ত্রাসী ও আশার প্রদীপ এর মত চলচ্চিত্রও পরিচালনা করেছিলেন। এই চলচ্চিত্রগুলোও বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষণের জন্য নির্বাচিত হয়েছে।[১০][১১]
জীবন রহমান ২০২০ সালের ১৬ জানুয়ারি কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মঠখোলা গ্রামে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।[৫][১২][১৩]
নির্বাচিত চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]- গহর বাদশা বানেছা পরী[৩]
- হুলিয়া[১৪]
- আজকের সন্ত্রাসী[৪]
- প্রেম যুদ্ধ[১৫]
- আশার প্রদীপ[১]
- আলী কেন গোলাম[৪]
- মহা সংগ্রাম[৬]
- উত্তর দক্ষিণ[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "উন্নত চিকিৎসা পাচ্ছেন না 'প্রেম যুদ্ধ' ছবির পরিচালক"। চ্যানেল আই। ৫ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২০।
- ↑ "ভালো নেই জীবন রহমান"। বাংলাদেশ প্রতিদিন। ১৩ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২০।
- ↑ ক খ গ "উন্নত চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহযোগিতা চান চলচ্চিত্র নির্মাতা জীবন রহমান"। জনকণ্ঠ। ১৩ নভেম্বর ২০১৯। ২ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২০।
- ↑ ক খ গ "প্রধানমন্ত্রীর সাহায্য চান চলচ্চিত্র নির্মাতা জীবন রহমান"। জাগোনিউজ২৪.কম। ১৩ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২০।
- ↑ ক খ "না ফেরার দেশে চিত্রপরিচালক জীবন রহমান"। রাইজিংবিডি.কম। ১৭ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০।
- ↑ ক খ "'মহাসংগ্রাম'-এর পরিচালক জীবন সংগ্রামে পরাজিত"। এনটিভি। ১৩ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২০।
- ↑ "চলচ্চিত্রে শখের কণ্ঠশিল্পী"। বাংলাদেশ প্রতিদিন। ২৬ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২০।
- ↑ "নায়ক যখন গায়ক"। কালের কণ্ঠ। ১৯ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২০।
- ↑ "প্রেম যুদ্ধ"। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। ২ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২০।
- ↑ "আজকের সন্ত্রাসী"। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। ২ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২০।
- ↑ "আশার প্রদীপ"। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। ২ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২০।
- ↑ "'প্রেম যুদ্ধে'র পরিচালক জীবন রহমান আর নেই"। এনটিভি। ১৭ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০।
- ↑ "চলে গেলেন চলচ্চিত্র পরিচালক জীবন রহমান"। যুগান্তর। ১৭ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২০।
- ↑ "ঢাকাই ছবিতে ছাত্র আন্দোলন"। যুগান্তর। ৯ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২০।
- ↑ "সালমানের নায়িকারা"। যুগান্তর। ৫ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২০।