জীবতলী ইউনিয়ন
জীবতলী | |
---|---|
ইউনিয়ন | |
১নং জীবতলী ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে জীবতলী ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৩২′৪৮″ উত্তর ৯২°১৬′৭″ পূর্ব / ২২.৫৪৬৬৭° উত্তর ৯২.২৬৮৬১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | রাঙ্গামাটি জেলা |
উপজেলা | রাঙ্গামাটি সদর উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | সুদত্ত কার্বারী |
আয়তন | |
• মোট | ৫৪.৩৯ বর্গকিমি (২১.০০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৭,৩১৮ |
• জনঘনত্ব | ১৩০/বর্গকিমি (৩৫০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৮.১৩% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি ৬) |
পোস্ট কোড | ৪৫০০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
জীবতলী বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্তর্গত রাঙ্গামাটি সদর উপজেলার একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]জীবতলী ইউনিয়নের আয়তন ১৩,৪৪০ একর (৫৪.৩৯ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা জন। এর মধ্যে ২,৮০৫জন বৌদ্ধ, ১,৫২৪জন মুসলিম, ১২২জন হিন্দু, ১জন খ্রিস্টান।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]রাঙ্গামাটি সদর উপজেলার সর্ব-দক্ষিণে জীবতলী ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে ও উত্তরে মগবান ইউনিয়ন; পূর্বে বালুখালী ইউনিয়ন, কাপ্তাই হ্রদ ও বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি ইউনিয়ন এবং দক্ষিণে কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]জীবতলী ইউনিয়ন রাঙ্গামাটি সদর উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রাঙ্গামাটি কোতোয়ালী থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৯নং নির্বাচনী এলাকা পার্বত্য রাঙ্গামাটি এর অংশ। এটি ১০৫নং জীবতলী, ১১৭নং কৌশল্যাঘোনা এবং ১১৮নং ধনপাতা এ ৩টি মৌজা নিয়ে গঠিত।[২]
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | জীবতলী হেডম্যান পাড়া, পাহাড়িকা, শুকনাছড়া, করাতকল এলাকা (কাটাখাল), এম ই এস, এস এস সি, বানৌজা শহীদ মোয়াজ্জেম, নেভি অফিসার কলোনী, ধোপা কলোনী, নাপিত কলোনী, সুইপার কলোনী |
২নং ওয়ার্ড | জীবতলী চেয়ারম্যান পাড়া, বনিকটিলা |
৩নং ওয়ার্ড | জীবতলী চেয়ারম্যান পাড়া, লাট পাড়া |
৪নং ওয়ার্ড | ধনপাতা, ডানে পানছড়ি, লেন্দ্রাছড়ি |
৫নং ওয়ার্ড | বামে পানছড়ি, গুইকাটাছড়া, মুরালী পাড়া |
৬নং ওয়ার্ড | নোয়াদাম, ডলুছড়ি, দেবানছড়া, অগেইয়াছড়ি |
৭নং ওয়ার্ড | বাকছড়ি, হাজাছড়ি মার্মা পাড়া |
৮নং ওয়ার্ড | কৌশঃ যতীন হেডম্যান পাড়া, হাজাছড়ি, এস ব্যন্ড |
৯নং ওয়ার্ড | ধুল্যাছড়ি, হরিণছড়া, রাইংখ্যং বাজার এলাকা, পানামাছড়া, চংড়াছড়ি |
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]জীবতলী ইউনিয়নের সাক্ষরতার হার ৪৮.১৩%।[১] এ ইউনিয়নে ৩টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- জীবতলী চেয়ারম্যানপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- জীবতলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- হাজার মানিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- জীবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জীবতলী হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ডলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পানছড়ি পাড়া দয়াময় সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাকছড়ি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]জীবতলী ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক রাঙ্গামাটি-কাপ্তাই সড়ক। যে কোন যানবাহনে যাওয়া যায়। তবে এ ইউনিয়নের অন্যতম প্রধান যোগাযোগ মাধ্যম নৌপথ। সেক্ষেত্রে রাঙ্গামাটি সদর উপজেলার বনরুপা, তবলছড়ি অথবা রিজার্ভ বাজার লঞ্চঘাট থেকে ইঞ্জিনবোট যোগে যেতে হবে।
খাল ও নদী
[সম্পাদনা]জীবতলী ইউনিয়নের মধ্যাংশ জুড়ে রয়েছে কাপ্তাই হ্রদ। এছাড়া কর্ণফুলী নদীর প্রবাহধারা এ ইউনিয়নের মধ্য দিয়ে বহমান। রাইংখ্যং নদীও এ ইউনিয়নে কাপ্তাই হ্রদে এসে পতিত হয়েছে।[৬]
হাট-বাজার
[সম্পাদনা]জীবতলী ইউনিয়নের প্রধান ২টি হাট-বাজার হল রাইংখ্যং বাজার এবং জীবতলী হাট।[৭]
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- জীবতলী ইউনিয়নের প্রবেশ মুখ
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]- সুরেন্দ্র লাল কার্বারী
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: সুদত্ত কার্বারী[১০]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "রাঙ্গামাটি সদর উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ "এক নজরে ইউনিয়ন : - ১ নং জীবতলি ইউনিয়ন-"। jibtaliup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;rangamati.gov.bd
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "নিম্ন মাধ্যমিক বিদ্যালয়"। jibtaliup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=414&thana=41401&union=15[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "খাল ও নদী - ১ নং জীবতলি ইউনিয়ন-"। jibtaliup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "হাট বাজার - ১ নং জীবতলি ইউনিয়ন-"। jibtaliup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "দর্শণীয় স্থান - ১ নং জীবতলি ইউনিয়ন-"। jibtaliup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "প্রখ্যাত ব্যক্তিত্ব"। jibtaliup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ইউপি চেয়ারম্যান প্রোফাইল"। jibtaliup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]