বিষয়বস্তুতে চলুন

জি বাংলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জি বাংলা
জি বাংলা
জি বাংলার লোগো
উদ্বোধনসেপ্টেম্বর, ১৯৯৯
নেটওয়ার্ককেবল টেলিভিশন নেটওয়ার্ক
মালিকানাজি নেটওয়ার্ক
চিত্রের বিন্যাস৪:৩ ১০৮০পি এসডিটিভি
স্লোগানজীবন মানে জি বাংলা (পূর্বতন-2011)
নতুন ছন্দে লিখব জীবন (2018-বর্তমান)
দেশ ভারত
ভাষাবাংলা
প্রচারের স্থানভারত, বাংলাদেশ
প্রধান কার্যালয়কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
পূর্বতন নামআলফা বাংলা
প্রতিস্থাপনকারীজি বাংলা
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
জি টিভি
জি বাংলা সিনেমা
জি সিনেমা
অ্যান্ডটিভি
জি মারাঠি
ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট ইউটিউব চ্যানেল
প্রাপ্তিস্থান
কৃত্রিম উপগ্রহ
টাটা স্কাই ভারতচ্যানেল ৮৫৪
ডিশ টিভি ভারতচ্যানেল 1408
সান ডাইরেক্ট টিভি ভারতচ্যানেল ৬২১
এয়ারটেল ডিজিটাল টিভি ভারতচ্যানেল ৫৪০
বিগ টিভি ভারতচ্যানেল ৯২২
ভিডিওকন ডিটুএইচ ভারতচ্যানেল ৭০১
পরশ স্যাটেলাইটচ্যানেল ৯৬৫
ক্যাবল
ইউসিএস বাংলাদেশচ্যানেল ১৩
এসআইটিআই ডিজিটাল ভারতচ্যানেল ২

জি বাংলা হল ভারতের একটি বাংলা টিভি চ্যানেলএসেল গ্রুপের অধীনে জি নেটওয়ার্কসের অন্তর্গত এই চ্যানেল।[]

১৯৯৬ সালে প্রথম এই চ্যানেলটি যাত্রা শুরু করে, কিন্তু দুই মাসের মধ্যে বন্ধ হয়ে যায়। আবারও আলফা বাংলা নামে এই চ্যানেলটি ১৯৯৯ সালে যাত্রা শুরু করে। ২০০৫ সালে এটি আরো আধুনিক হয়ে ওঠে। ২৭শে মার্চ, ২০০৫ সালে এটি নতুন লোগো উন্মোচন করে জি সিনে অ্যাওয়ার্ডে এবং তার নাম পরিবর্তন করে জি বাংলা করা হয়।

এর সর্বকালের কিছু জনপ্রিয় সিরিয়াল যেমন: এক আকাশের নিচে, অগ্নিপরীক্ষা, রাশি, সাত পাঁকে বাধা, বয়েই গেলো, রাগে অনুরাগে, গোয়েন্দা গিন্নি, এসো মা লক্ষ্মী, সাত ভাই চম্পা, কৃষ্ণকলি, করুণাময়ী রানী রাসমণি, মিঠাই ইত্যাদি।

জি বাংলা সিনেমা প্যাভিলিয়ন, কলকাতা ২০১৬ এ ৪০ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায়।

বর্তমানে প্রচারিত অনুষ্ঠান

[সম্পাদনা]

ধারাবাহিকসমূহ - সম্প্রচারের তারিখ - প্রযোজনা - প্রধান চরিত্র

[সম্পাদনা]
  • অমর সঙ্গী - ১২ আগস্ট ২০২৪ - এনআইডিয়াজ ক্রিয়েশন - নীল ভট্টাচার্য এবং শ্যামৌপ্তী মুদলি
  • পুবের ময়না - ২৪ জুন ২০২৪ - অর্গানিক স্টুডিওস- গৌরব রায় চৌধুরী এবং ঐশানী দে
  • নিম ফুলের মধু - ১৪ নভেম্বর ২০২২ - জী বাংলা প্রোডাকশন - রুবেল দাস এবং পল্লবী শর্মা
  • আনন্দী - ২৩ সেপ্টেম্বর ২০২৪ - নিনি চিনিজ মাম্মাস প্রোডাকশন - ঋত্ত্বিক মুখার্জী এবং অন্বেষা হাজরা
  • জগদ্ধাত্রী (টেলিভিশন ধারাবাহিক) - ২৯ আগস্ট ২০২২ - ব্লুজ প্রোডাকশন - সৌম্যদ্বীপ মুখার্জী এবং অঙ্কিতা মল্লিক
  • ফুলকি - ১২ জুন ২০২৩ - জী বাংলা প্রোডাকশন - অভিষেক বোস এবং দিব্যানী মন্ডল
  • পরিণীতা - ১১ নভেম্বর ২০২৪ - জী বাংলা প্রোডাকশন - উদয় প্রতাপ সিং এবং ঈশানী চ্যাটার্জী
  • কোন গোপনে মন ভেসেছে - ১৮ ডিসেম্বর ২০২৩ - জী বাংলা প্রোডাকশন - রনজয় বিষ্ণু এবং শ্বেতা ভট্টাচার্য
  • ডায়মন্ড দিদি জিন্দাবাদ - ২৪ জুন ২০২৪ - তানিরিকা টকিজ - আয়ান ঘোষ এবং ডোনা ভৌমিক
  • মিঠিঝোরা - ২৭ নভেম্বর ২০২৩ - অর্গানিক স্টুডিওস - সুমন দে এবং আরাত্রিকা মাইতি
  • মালা বদল - ৮ জুলাই ২০২৪ - ক্রেজি আইডিয়াস মিডিয়া - বিশ্বজিত ঘোষ এবং ঋতু পাইন

অর্জিত ধারাবাহিক

[সম্পাদনা]
ধারাবাহিক সম্প্রচার শুরু এবং শেষের তারিখ
সন্তোষী মায়ের ব্রতকথা ১০ জুন ২০২৪
ভালোবাসার লুকোচুরি ২২ জুলাই ২০২৪
বিধিলিপি ২২ জুলাই ২০২৪

রিয়ালিটি শো

[সম্পাদনা]
অনুষ্ঠানের নাম সম্প্রচারের তারিখ
রান্নাঘর ৩০ সেপ্টেম্বর ২০২৪
দিদি নাম্বার ১ মৌসুম ৯ ১৪ ফেব্রুয়ারি ২০২২
সা রে গা মা পা মৌসুম ২১ ২ জুন ২০২৪

আসন্ন অনুষ্ঠান

[সম্পাদনা]
অনুষ্ঠানের নাম সম্প্রচারের তারিখ
মিত্তির বাড়ি ২৫ নভেম্বর ২০২৪

পূর্বে সম্প্রচারিত অনুষ্ঠান

[সম্পাদনা]
  • ছদ্মবেশী - টেন্ট সিনেমা - রাজা গোস্বামী এবং নবনীতা দাস
  • বিকেলে ভোরের ফুল - ব্লুজ প্রোডাকশন - অমিতাব ভট্টাচার্য এবং সুদীপ্তা চক্রবর্তী
  • তবু মনে রেখো - এসভিএফ প্রোডাকশন - ফারহান ইমরোজ এবং প্রত্যুষা পাল
  • জামাই রাজা (টিভি ধারাবাহিক) - সুরিন্দর ফিল্মস - অর্জুন চক্রবর্তী এবং শ্রীমা ভট্টাচার্য
  • অন্দরমহল - ম্যাজিক মোমেন্টস - কৌশিক চক্রবর্তী এবং কনীনিকা ব্যানার্জী
  • করুণাময়ী রাণী রাসমণি - সুব্রত রায় প্রোডাকশন - দিতিপ্রিয়া রায়
  • বাক্স বদল - ব্লুজ প্রোডাকশন - বিনায়ক ত্রিভেদি এবং সৈরিতি ব্যানার্জী
  • অদ্ভুতুড়ে - ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স
  • জয়ী - টেন্ট সিনেমা - দিব্যজ্যাতি দত্ত এবং দেবাদৃতা বসু
  • সীমারেখা - সুরিন্দর ফিল্মস - বাদশা মৈত্র এবং ইন্দ্রাণী হালদার
  • সাত ভাই চম্পা (টেলিভিশন ধারাবাহিক) - সুরিন্দর ফিল্মস - রুদ্রজিত মুখার্জী এবং প্রমিতা চক্রবর্তী
  • বকুল কথা - এক্রোপোলিজ - হানি বাফনা এবং ঊষসী রায়
  • রাঙিয়ে দিয়ে যাও - বালাজি টেলিফিল্মস - জিতু কমল এবং টুম্পা ঘোষ
  • ভানুমতীর খেল - সুব্রত রায় প্রোডাকশন - রুবেল দাস এবং শ্রেয়স্রী রায়
  • আমলকী - এসভিএফ প্রোডাকশন
  • জয় বাবা লোকনাথ - এসভিএফ প্রোডাকশন
  • কৃষ্ণকলি (টেলিভিশন ধারাবাহিক) - টেন্ট সিনেমা - নীল ভট্টাচার্য এবং তিয়াসা লেপচা
  • হৃদয়হরণ B.A. পাশ - ব্লুজ প্রোডাকশন - জয়ী দেবরায় এবং রশ্মিতন্নী ভট্টাচার্য
  • নকশি কাঁথা - ম্যাজিক মোমেন্টস - সুমন দে এবং মানালি দে
  • রানু পেল লটারি - এসভিএফ প্রোডাকশন - ক্রুশাল আহুজা এবং বিজয়লক্ষ্মী চ্যাটার্জী
  • নেতাজি (টেলিভিশন ধারাবাহিক) - সুরিন্দর ফিল্মস - অভিষেক বোস
  • ত্রিনয়নী (টেলিভিশন ধারাবাহিক) - এসভিএফ প্রোডাকশন - গৌরব রায়চৌধুরী এবং শ্রুতি দাস
  • সৌদামিনীর সংসার - জ্যাতি প্রোডাকশন - অধিরাজ গাঙ্গুলী এবং সুষ্মিলি আচার্য
  • আলো ছায়া - টেন্ট সিনেমা - অর্নব ব্যানার্জী এবং দেবাদৃতা বসু
  • কি করে বলবো‌‌‌ তোমায় - শশী সুমিত প্রোডাকশন - ক্রুশাল আহুজা এবং স্বস্তিকা দত্ত
  • বাঘ বন্দি খেলা - এসভিএফ প্রোডাকশন - রুবেল দাস & ইশানী দাস
  • ফিরকি - এক্রোপোলিজ - সায়ন মুখার্জী & দিয়া বসু
  • কাদম্বিনী - জী বাংলা প্রোডাকশন - উষসী রায়
  • যমুনা ঢাকি (টেলিভিশন ধারাবাহিক) - ব্লুজ প্রোডাকশন - রুবেল দাস & শ্বেতা ভট্টাচার্য
  • ক্ষীরের পুতুল - জ্যাতি প্রোডাকশন - সুমন দে & সুদীপ্তা রায়
  • পান্ডব গোয়েন্দা (টেলিভিশন ধারাবাহিক) - মহাবহু মোশন পিকচার্স
  • জীবন সাথী - ব্লুজ প্রোডাকশন - সায়ন কর্মকার & দিয়া বসু
  • অপরাজিতা অপু - টেন্ট সিনেমা - রোহান ভট্টাচার্য & সুষ্মিতা দে
  • মিঠাই (টেলিভিশন ধারাবাহিক) - জী বাংলা প্রোডাকশন - আদৃত রায় & সৌমিতৃষা কুন্ডু
  • রিমলি - এক্রোপোলিজ - জন ভট্টাচার্য & ইধিকা পাল
  • কড়ি খেলা - শশী সুমিত প্রোডাকশন - আনন্দ ঘোষ & শ্রীপর্না রায়
  • এই পথ যদি না শেষ হয় - ক্রেজি আইডিয়াস মিডিয়া - ঋত্বিক মুখার্জী & অন্বেষা হাজরা
  • সর্বজয়া - ব্লুজ প্রোডাকশন - দেবশ্রী রায়
  • উমা - টেন্ট সিনেমা - নীল ভট্টাচার্য & সিঞ্জীনি চক্রবর্তী
  • পিলু - জী বাংলা প্রোডাকশন - গৌরব রায়চৌধুরী & মেঘা দ্বা
  • লক্ষ্মী কাকিমা সুপারস্টার - টেন্ট সিনেমা - অপরাজিতা আঢ্য
  • গৌরী এলো - ক্রেজি আইডিয়াস মিডিয়া - বিশ্বরূপ ব্যানার্জী & মোহনা মাইতি
  • উড়ন তুবড়ি - ফ্রেন্ডস কমিউনিকেশন - স্বস্তিক ঘোষ & সোহিনী ব্যানার্জী
  • লালকুঠি - সুরিন্দর ফিল্মস - রাহুল ব্যানার্জী & রুকমা রায়
  • খেলনা বাড়ি - জী বাংলা প্রোডাকশন - বিশ্বজিত ঘোষ & আরাত্রিকা মাইতি
  • বোধিসত্ত্বর বোধবুদ্ধি - সুরিন্দর ফিল্মস
  • সোহাগ জল - বাংলা টকিজ - হানি বাফনা & শ্বেতা ভট্টাচার্য
  • তোমার খোলা হাওয়া - শশী সুমিত প্রোডাকশন - সুভঙ্কর সাহা & স্বস্তিকা দত্ত
  • রাঙা বউ - ক্রেজি আইডিয়াস মিডিয়া - গৌরব রায়চৌধুরী & শ্রুতি দাস
  • মন দিতে চাই - বাংলা টকিজ - ঋত্বিক মুখার্জী & অরুনিমা হালদার
  • ইচ্ছে পুতুল - অর্গানিক স্টুডিও - মৈনাক ব্যানার্জী & তিতিক্ষা দাস
  • মুকুট - ব্লুজ প্রোডাকশন - অর্ঘ্য মিত্র & শ্রাবনী ভুঞঁয়া
  • কার কাছে কই মনের কথা - অর্গানিক স্টুডিও - দ্রোন মুখার্জী & মানালি দে
  • মিলি - স্ক্রিন প্লেয়ার্স প্রোডাকশন - অনুভব কাঞ্জিলাল & খেয়ালী মন্ডল
  • আলোর কোলে - এনআইডিয়াজ ক্রিয়েশন - কৌশিক রায় & সমু সরকার
  • যোগমায়া - ব্লুজ প্রোডাকশন - সৈয়দ আরেফিন & নেহা আমনদীপ
  • অষ্টমী - অর্গানিক স্টুডিও - সপ্তর্ষি মৌলিক & ঋতব্রতা দে
  • কে প্রথম কাছে এসেছি - বাংলা টকিজ - সায়ন বোস & মোহনা মাইতি
  • কাজল নদীর জলে - অর্গানিক স্টুডিও - মৈনাক ব্যানার্জী & অরুনিমা হালদার

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Das, Sibabrata (২০০৬-০৭-০৬), "Zee Tele's stock soars on ratings upswing, future prospects", IndianTelevision.com, সংগ্রহের তারিখ ২০০৮-০৩-২১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]