জিন আম্ডাল
অবয়ব
জিন আম্ডাল | |
---|---|
জন্ম | ১৬ নভেম্বর ১৯২২ |
জাতীয়তা | নরওয়েজীয়- মার্কিন |
মাতৃশিক্ষায়তন | South Dakota State University University of Wisconsin-Madison |
পরিচিতির কারণ | আম্ডাল নীতি |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
ডক্টরাল উপদেষ্টা | Harold A. Peterson[১] |
জিন মাইরন আম্ডাল (ইংরেজি: Gene Amdahl জীন্ অ্যাম্ডল্) (জন্ম নভেম্বর ১৬, ১৯২২) হলেন একজন নরওয়েজীয়- মার্কিন কম্পিউটার আর্কিটেক্ট এবং হাইটেক উদ্যোক্তা। প্রথমে আইবিএম'এ এবং পরে নিজস্ব কোম্পানিতে(বিশেষতঃ আম্ডাল কর্পোরেশান) তিনি মেইনফ্রেম কম্পিউটার'র উপর যে কাজ করেন মূলতঃ তার জন্যেই তিনি পরিচিতি পেয়েছেন। তিনি সর্বাধিক পরিচিতি পেয়েছেন আম্ডাল নীতি নামক সমান্তরাল কম্পিউটিং এর একটি মৌলিক নীতি দেয়ার জন্য।
তথ্যসূত্র
[সম্পাদনা]এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |