জাহানারা আরজু
জাহানারা আরজু | |
---|---|
জন্ম | মানিকগঞ্জ, ঢাকা, বাংলাদেশ | ১৭ নভেম্বর ১৯৩২
পেশা | লেখক, কবি, সম্পাদক |
ভাষা | বাংলা |
জাতীয়তা | বাঙালি |
নাগরিকত্ব | বাংলাদেশী |
শিক্ষা | বাংলা |
শিক্ষা প্রতিষ্ঠান | ইডেন মহিলা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় |
ধরন | কাব্য, গল্প, শিশুসাহিত্য, আত্মজীবনী |
উল্লেখযোগ্য রচনাবলি |
|
উল্লেখযোগ্য পুরস্কার | একুশে পদক |
দাম্পত্যসঙ্গী | এ কে এম নূরুল ইসলাম |
সন্তান | আশফাকুল ইসলাম সহ ৩ |
জাহানারা আরজু (জন্ম: ১৭ নভেম্বর ১৯৩২) একজন বাংলাদেশী কবি এবং সাহিত্য সম্পাদক। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম মহিলা সাপ্তাহিক সুলতানা পত্রিকার প্রতিষ্ঠাকালীন সম্পাদক। বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৮৭ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত ২য় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকসহ ২৬টি সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন।[১]
প্রাথমিক জীবন ও শিক্ষা
[সম্পাদনা]জাহানারা আরজু ১৯৩২ সালের ১৭ নভেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের ঢাকার মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বাবা আফিল উদ্দিন আহম্মদ চৌধুরী ও মা খোদেজা খাতুন। তিনি পড়াশুনা করেন মানিকগঞ্জে। পরে তিনি ঢাকার ইডেন মহিলা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেন।[২]
পারিবারিক জীবন
[সম্পাদনা]জাহানারা আরজু সাবেক উপ-রাষ্ট্রপতি ও বিচারপতি এ কে এম নূরুল ইসলামকে বিয়ে করেন। তাদের দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে মো. আশফাকুল ইসলাম হাই কোর্ট বিভাগের বর্তমান বিচারপতি। ছোট ছেলে মোহাম্মদ জাহিনুল ইসলাম একজন প্রকৌশলী। একমাত্র মেয়ে মিনারা জামান একজন অধ্যাপিকা।[৩]
কর্মজীবন
[সম্পাদনা]জাহানারা আরজু তৎকালীন পূর্বপাকিস্তানের প্রথম মহিলা সাপ্তাহিক সুলতানা পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন। ১৯৪৯ সাল থেকে কবি সুফিয়া কামাল এবং তিনি একসাথে এই পত্রিকা সম্পাদনা করতেন।[৪] পরে তিনি ১৯৬৫ সালে রাইটার্স গিল্ডের পত্রিকা পরিক্রম-এ যুগ্ম সম্পাদক হিসেবে যোগদান করেন। এছাড়া টিবি অ্যাসোসিয়েশনের পাক্ষিক হেলথ বুলেটিন পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন। তিনি সেতুবন্ধন নামে একটি সাহিত্য পত্রিকাও সম্পাদনা করতেন।[১]
সাহিত্যকর্ম
[সম্পাদনা]জাহানারা আরজুর প্রথম কবিতা ১৯৪৫ সালে অভিভক্ত বাংলায় আজাদ পত্রিকায় মুকুলের মাহফিলে প্রকাশিত হয়। এর পর থেকে তার লেখা মাসিক সওগাত, মোহাম্মদী, বেগম, মিল্লাত, ইত্তেহাদ পত্রিকায় প্রকাশিত হতে থাকে। তার রচনার মূল বিষয় ছিল প্রেম ও প্রকৃতি। প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি মাটি, মানুষ, সমাজ ও পৃথিবীর নানা বিষয়কে তুলে ধরেছেন তার সাহিত্যকর্মে। তিনি সহজ সরল ভাষায় বর্ণনা করেছেন সবকিছু। পাশাপাশি রয়েছে আন্তরিকতা ও আবেগ।[২]
গ্রন্থতালিকা
[সম্পাদনা]- নীলস্বপ্ন (১৯৬২)
- রৌদ্র ঝরা গান (১৯৬৪)
- শোণিতাক্ত আখর (স্বনির্বাচিত একুশে ফেব্রুয়ারির কবিতা, প্রথম প্রকাশ ১৯৭১)
- সবুজ সবুজ অবুঝ মন (১৯৮০)
- আমার শব্দে আজন্ম আমি (১৯৮৩)
- ক্রন্দসী আত্মজা (১৯৮৪)
- স্বনির্বাচিত শত কবিতা (১৯৮৬)
- বাদল মেঘে মাদল বাজে (১৯৮৭)
- ছড়ার নূপুর (১৯৮৮)
- নির্বাচিত প্রেমের কবিতা (১৯৮৮)
- বিমুক্ত পঙ্ক্তিমালা (১৯৮৮)
- তৃষ্ণার্ত মাটির চুম্বন (১৯৯০)
- আকাশের মাঠটায় মায়াবী ছায়া (১৯৯৭)
- পায়ের তলায় কম্পিত কর্দমাক্ত মাটি (১৯৯৭)
- অন্তহীন সংলাপ (২০০৪)
- মেঘমেদুর বরষায় (২০০৪)
- সায়াহ্ন সৈকতে (২০০৪)
- সনেট এবং সনেট (২০০৪)
- মুক্তিযুদ্ধের আবর্তে কয়েকটি অবিস্মরণীয় কাহিনী (২০১১)
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "জাহানারা আরজু : তার দিনকাল"। ওয়ার্ল্ড বাংলা ডট কম। আগস্ট ২৪, ২০১৪। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ ক খ মুহম্মদ মতিউর রহমান (৪ ডিসেম্বর ২০১৫)। "কবি জাহানারা আরজু"। দৈনিক সংগ্রাম। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সাবেক উপ-রাষ্ট্রপতি নুরুল ইসলাম আর নেই"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ঢাকা, বাংলাদেশ। ১৫ নভেম্বর ২০১৫। ১৮ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ আহমেদ কবির (৪ ডিসেম্বর ২০১৫)। "Literary contribution of Sufia Kamal"। দ্য নিউ ন্যাশন (ইংরেজি ভাষায়)। ঢাকা, বাংলাদেশ। ৭ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ "৫০ ছুঁই ছুঁই করছে বাংলাদেশ লেখিকা সংঘ"। দৈনিক প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। জুন ৬, ২০১৫। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৬।