জাফরপুর
জাফরপুর | |
---|---|
স্থানাঙ্ক: ২২°৪৬′৫৫″ উত্তর ৮৮°২৩′১০″ পূর্ব / ২২.৭৮২° উত্তর ৮৮.৩৮৬° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | উত্তর চব্বিশ পরগণা জেলা |
আয়তন | |
• মোট | ১.৯৮ বর্গকিমি (০.৭৬ বর্গমাইল) |
উচ্চতা | ২ মিটার (৭ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৯,০৬২ |
• জনঘনত্ব | ৯,৬০০/বর্গকিমি (২৫,০০০/বর্গমাইল) |
ভাষা | |
• দাপ্তরিক | বাংলা, ইংরেজি |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি ৫:৩০) |
ডাক সূচক সংখ্যা | ৭০০১২২ |
টেলিফোন কোড | ৯১ ৩৩ |
আইএসও ৩১৬৬ কোড | IN-WB |
যানবাহন নিবন্ধন | WB |
লোকসভা কেন্দ্র | ব্যারাকপুর |
বিধানসভা কেন্দ্র | নোয়াপাড়া |
ওয়েবসাইট | north24parganas |
জাফরপুর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগণা জেলার ব্যারাকপুর মহকুমার ব্যারাকপুর II সিডি ব্লকের একটি শুমারি শহর। এটি কলকাতার কাছাকাছি এবং কলকাতা আরবান অ্যাগ্লোমারেশন এর একটি অংশ।
ভূগোল
[সম্পাদনা]কারিগরি সমস্যার কারণে গ্রাফ এই মূহুর্তে অস্থায়ীভাবে অনুপলব্ধ রয়েছে। |
অবস্থান
[সম্পাদনা]জাফরপুর ২২°১৯′ উত্তর ৮৮°১৪′ পূর্ব / ২২.৩২° উত্তর ৮৮.২৩° পূর্ব এ অবস্থিত। এটির গড় উচ্চতা ২ মিটার (৭ ফুট)।
বাবনপুর, জাফরপুর, মোহনপুর এবং তেলেনিপাড়া ব্যারাকপুর এর আশেপাশে সেন্সাস টাউনগুলির একটি ক্লাস্টার গঠন করে।[১]
ব্যারাকপুর মহকুমার জনসংখ্যার ৯৬% (আংশিকভাবে মানচিত্রে উপস্থাপিত) শহরাঞ্চলে বাস করে। ২০১১ সালে, এর জনসংখ্যার ঘনত্ব ছিল ১০,৯৬৭ প্রতি কিমি২। মহকুমায় ১৬টি পৌরসভা এবং ২৪টি সেন্সাস টাউন রয়েছে।[২]
জনসংখ্যার ঘনত্ব সম্পর্কিত বেশিরভাগ শহর/শহরের তথ্য তথ্যবক্সে উপলব্ধ। প্রতিবেশীদের জন্য জনসংখ্যার তথ্য পাওয়া যায় না। এটি সমগ্র পৌর এলাকার জন্য এবং তারপরে ওয়ার্ড অনুযায়ী উপলব্ধ।
মানচিত্রে চিহ্নিত সমস্ত স্থান পূর্ণ-স্ক্রীন মানচিত্রে লিঙ্ক করা হয়েছে৷
থানা
[সম্পাদনা]খড়দহ এবং টিটাগড় থানার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর অধীনে খড়দহ পৌর এলাকা এবং ব্যারাকপুর II সিডি ব্লকের এখতিয়ার রয়েছে।[৩][৪]
ডাক ঘর
[সম্পাদনা]কলকাতা অঞ্চলের উত্তর ২৪ পরগণা জেলার উত্তর প্রেসিডেন্সি বিভাগে পিন ৭০০১২২ সহ জাফরপুরে একটি নন-ডেলিভারি সাব পোস্ট অফিস রয়েছে। একই পিন সহ অন্যান্য পোস্ট অফিসগুলি হল ননচন্দনপুকুর এবং আনন্দপুরী।[৫]
জনসংখ্যা উপাত্ত
[সম্পাদনা]জনসংখ্যা
[সম্পাদনা]ভারতের ২০১১ সালের আদমশুমারি অনুসারে জাফরপুরের মোট জনসংখ্যা ছিল ১৯,০৬২ জন, যার মধ্যে ৯,৭২৪ (৫১%) পুরুষ এবং ৯,৩৩৮ (৪৯%) মহিলা ছিলেন। ৬ বছরের নিচে জনসংখ্যা ছিল ১,৩৬১ জন। জাফরপুরে মোট সাক্ষর সংখ্যা ছিল ১৬,৫৯৮ (৬ বছরের বেশি জনসংখ্যার ৯৩.৭৭%)।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "District Census Handbook North Twenty Four Parganas, Census of India 2011, Series 20, Part XII A" (পিডিএফ)। Map of Barrackpore II CD Block on Page 379। Directorate of Census Operations, West Bengal। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৮।
- ↑ "District Statistical Handbook"। North 24 Parganas 2013, Tables 2.1, 2.2, 2.4b। Department of Statistics and Programme Implementation, Government of West Bengal। ২১ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মে ২০১৮।
- ↑ "District Statistical Handbook"। North 24 Parganas 2013, Table 2.1। Department of Statistics and Programme Implementation, Government of West Bengal। ২১ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৮।
- ↑ "Barrackpore Police Commissionerate"। List of Police Stations with telephone numbers। West Bengal Police। ১২ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৮।
- ↑ "Jaffarpur PIN Code"। pincodezip.in। ১১ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৮।
- ↑ "C.D. Block Wise Primary Census Abstract Data(PCA)"। 2011 census: West Bengal – District-wise CD Blocks। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]পশ্চিমবঙ্গের অবস্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |