জাফর ইবনে আবি তালিব
অবয়ব
(জা'ফর ইবনে আবি তালিব থেকে পুনর্নির্দেশিত)
জন্ম | আনু. ৫৯০–৫৯৫ CE[১] |
---|---|
মৃত্যু | ৬২৯ (বয়স ৩৪–৩৯) |
মৃত্যুর কারণ | মুতার যুদ্ধে শহীদ |
সমাধি | আল মাজার, মুতা, জর্ডান |
অন্যান্য নাম | জাফর আল তায়ের |
পরিচিতির কারণ | সাহাবি |
উপাধি | আল-তায়ের আরবি: الطيار |
দাম্পত্য সঙ্গী | আসমা বিনতে উমাইস |
সন্তান | Abdullah Muhammad Awn |
পিতা-মাতা | আবু তালিব ফাতিমা বিনতে আসাদ |
আত্মীয় | মুহাম্মদ (স:)(চাচাতো ভাই) ত্বালিব(ভাই] আকিল (ভাই) আলী (ভাই) |
জাফর ইবনে আবি তালিব (আরবি: جَعْفَرُ ٱبْنُ أَبِي طَالِبٍ) ছিলেন আলি ইবনে আবি তালিবের ভাই এবং প্রাথমিক পর্যায়ের ইসলাম গ্রহণকারী সাহাবা। আবিসিনিয়ায় হিজরতকারী সাহাবাদের মধ্যে তিনি একজন ছিলেন এবং নাজাশির ইসলাম সম্পর্কিত প্রশ্নের উত্তর তিনি বাকি সাহাবাদের পক্ষ থেকে প্রদান করেন। মুতাহ'র যুদ্ধে তিনি শহীদ হন।