জর্জি হেনলি
জর্জি হেনলি | |
---|---|
জন্ম | জর্জিনা হেলেন হেনলি ৯ জুলাই ১৯৯৫ ইলিক্লে, পশ্চিম ইয়োর্কশায়ের, ইংল্যান্ড |
জাতীয়তা | ইংরেজ |
শিক্ষা | ক্লারে কলেজ, ক্যাম্ব্রিজ |
পেশা |
|
কর্মজীবন | ২০০৫-বর্তমান |
জর্জিনা হেলেন হেনলি (জন্ম ৯ জুলাই ১৯৯৫) একজন ইংরেজ অভিনেত্রী। সে লুসি পেভেন্সি চরিত্রে দ্য ক্রোনিকেলস অফ নার্নিয়া ফিল্ম সিরিজ এ অভিনয়ের জন্য পরিচিত।
প্রাথমিক জীবন
[সম্পাদনা]হেলেন ও মাইক হেনলির ওরশে ইলিক্লের, পশ্চিম ইয়োর্কশায়র এ হেনলির জন্ম হয়, যেখানে তিনি মুরফিল্ড মেয়েদের স্কুলে ভর্তি হন, সেখানে ভর্তি হওয়ার আগে ব্রাডফোর্ড গ্রামার স্কুল এ ভর্তি হন। তার দুজন বড় বোন আছে, রাচেল ও লরা। রাচেল (তার বড় বোন) দ্য ক্রোনিকেলস অফ নার্নিয়াঃ দ্য লায়ন, দ্য উইচ অ্যান্ড দ্য ওয়ার্ড্রোব এ বয়স্ক লুসি পেভেন্সির ভূমিকায় অভিনয় করেন।
পেশাজীবন
[সম্পাদনা]হেনলি লুসি পেভেন্সি চরিত্র দিয়ে ২০০৫এর চলচ্চিত্র দ্য ক্রোনিকেলস অফ নার্নিয়াঃ দ্য লায়ন, দ্য উইচ অ্যান্ড দ্য ওয়ার্ড্রোব দিয়ে অভিনয় শুরু করেন; চলচ্চিত্রটি সি, এস, লুইস এর লেখা দ্য ক্রোনিকেলস অফ নার্নিয়াঃ দ্য লায়ন, দ্য উইচ অ্যান্ড দ্য ওয়ার্ড্রোব উপন্যাসের উপর নির্ভর করে নির্মাণ করা হয়। চলচ্চিত্রটি বিশ্বব্যাপী ৭৪৫ মিলিয়ন ডলার আয় করে।[১]
পরবর্তীতে হেনলি লুসি পেভেন্সি চরিত্রে ২০০৮ সিকুয়াল দ্য ক্রোনিকেলস অফ নার্নিয়াঃ প্রিন্স ক্যাস্পিয়ান[২] এবং ২০১০ সিকুয়াল দ্য ক্রোনিকেলস অফ নার্নিয়াঃ দ্য ভয়েজ অফ এ ডন ট্রেডার[৩] অভিনয় করেন।
দ্য লায়ন, দ্য উইচ অ্যান্ড দ্য ওয়ার্ড্রোব মুক্তির পর থেকে, হেনলি জিল চরিত্রে বেবিস ইন দ্য উডস মঞ্চ নাটকে আপস্টেজার্স থিয়েটার গ্রুপের হয়ে অভিনয় করেন, যেটি ২৭ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল। তিনি তার স্কুল ব্রাডফোর্ড গ্রামার স্কুলেউই উইল রক ইউ প্রোডাকশনের নাটকে 'স্কারামোচে' চরিত্রে অভিনয় করেন, যেটি ১৩ থেকে ১৬ মার্চ ২০১৩ পর্যন্ত চলে। তিনি বিবিসি এডাপ্টেশন অফ জেন এরি ছবিতে জেন এরি চরিত্রে অভিনয় করেন।
হেনলি অপরাধ-নাটকমুলক চলচ্চিত্র পার্ফেক্ট সিস্টার এ অভিনয় করেন যেটি একটি সত্য ঘটনা যেখানে কানাডার দুইজন তরুণী যারা তাদের মাকে হত্যা করেছিল। চলচ্চিত্রটি এপ্রিল ২০১৪ তে মুক্তি পায়।[৪]
হেনলি দ্য সিস্টারহুড অফ নাইট চলচ্চিত্রে মেরি ওয়ারেন চরিত্রে অভিনয় করেন।[৫][৬]
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে থাকাকালে, হেনলি উডি এলেন পরিচালিত প্লে ইট এগেন ; মার্গারেট অ্যাটউড পরিচালিত দ্য পেনেলপাড; এনথোনি বুর্গেস পরিচালিত দ্য ট্রোজান ওমেন; এ ক্লকওয়ার্ক ওরেঞ্জ এবং সি,ইউ,এ,ডি,সি/ফুটলাইটস এ বার্ষিক নির্বাক নাটক নামের মঞ্চ নাটগুলোতে অভিনয় করেন। এছাড়া হেনলি সুয়েনি টোডঃ দ্য ডিমন বারবার অফ ফ্লিট স্ট্রিট প্রোজেক্টের সহ-পরিচালক হিসেবে কাজ করেন এবং পরে সাইমুর (যেখানে তিনি ছিলেন সহ লেখিকা) পরিচালনা করেন। ২০১৬ সালে ডেভিড হের পরিচালিত স্কাইলাইট; স্টে স্মিথ পরিচালিত গার্ল, ইন্টাররাপ্টেড (বুক উইথ দ্য সেম নেম অবলম্বনে) এবং সোয়ালো মঞ্চ নাটকে কাজ করেন। ২০১৪ এর গ্রীষ্মকালে, হেনলি ক্যামব্রিজে ইডেনবার্গ ফ্রিঞ্জ ফেস্টিভাল এ গিয়েছিলেন, এবং দ্য পেনেলোপাড চলচ্চিত্রে ইউরিক্লিয়া চরিত্রে অভিনয় করেন।[৭][৮]
২০১৫-এর হিসাব অনুযায়ী[হালনাগাদ], হেনলি তার প্রথম স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র, টাইড, লেখা ও পরিচালনা করছিলেন।[৯] ২০১৬ এর শেষের দিকে, হেনলি একসেস অল এরিয়াস চলচ্চিত্রে ন্যাট চরিত্রে অভিনয় করেন।[তথ্যসূত্র প্রয়োজন] জানুয়ারি ২০১৯ এ, গেম অফ থ্রোন্স এর পরবর্তী সিরিজে অভিনয়ের জন্য তার নাম অন্তর্ভুক্ত করা হয়।[১০]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]হেনলি ইক্লে, পশ্চিম ইয়োর্কশায়র এ বসবাস শুরু করেন, তিনি যেখানে ইক্লে আপস্টেজার্স থিয়েটার গ্রুপ এর একজন সদস্য ছিলেন এবং তিনি ব্রান্ডফোর্ড গ্রামার স্কুল থেকে তার মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর ২২ জুন ২০১৬ সালে ক্লারে কলেজ, ক্যামব্রিজ থেকে তিনি ইংরেজির উপর বি,এ ডিগ্রী গ্রহণ করেন। তিনি সস চিল্ড্রেন ভিলেজ এর একজন পৃষ্ঠপোষক, যেটি একটি আন্তর্জাতিক এতিম অনুদান সস্থা, যাদের কাজ হলো এতিম ও পালিত শিশুদের ঘর ও মায়ের যোগান দেয়া।[১১]
চলচ্চিত্র জীবন
[সম্পাদনা]চলচ্চিত্র
[সম্পাদনা]বছর | শিরোনাম | ভূমিকা | টীকা |
---|---|---|---|
২০০৫ | দ্য ক্রোনিকেলস অফ নার্নিয়াঃ দ্য লায়ন, দ্য উইচ অ্যান্ড দ্য ওয়ার্ড্রোব | লুসি পেভেন্সি | |
২০০৮ | দ্য ক্রোনিকেলস অফ নার্নিয়াঃ প্রিন্স কাস্পিয়ান | লুসি পেভেন্সি | |
২০১০ | দ্য ক্রোনিকেলস অফ নার্নিয়াঃ দ্য ভয়েজ অফ দ্য ডন ট্রেডার | লুসি পেভেন্সি | |
২০১৪ | পার্ফেক্ট সিস্টার্স | বেথ এন্ডারসন | |
২০১৫ | দ্য সিস্টারহুড অফ নাইট | মেরি ওয়ারেন | |
২০১৭ | একসেস অল এরিয়াস | ন্যাট | পোস্ট-প্রোডাকশন |
টেলিভিশন
[সম্পাদনা]বছর | শিরোনাম | ভূমিকা | নোট |
---|---|---|---|
২০০৬ | জেন এরি | ইয়োং জেন এরি | পর্ব ০১ |
২০১৮ | দ্য স্প্যানিশ প্রিন্সেস | মার্গারেট "মেগ" টুডোর | আনাগত সিরিজ |
পরিচালিকা
[সম্পাদনা]বছর | শিরোনাম | নোট |
---|---|---|
২০১৬ | টাইড | শর্ট ফিল্ম; পরিচালিকা ও লেখিকা |
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]বছর | পুরস্কার | বিষয়বস্তু | Recipient | Outcome |
---|---|---|---|---|
২০০৬ | ব্রডকাস্ট ফিল্ম ক্রিটিক্স অ্যাসোসিয়েশন পুরস্কার | সেরা তরুণ অভিনেত্রী | দ্য ক্রোনিকেলস অফ নার্নিয়াঃ দ্য লায়ন, দ্য উইচ অ্যান্ড দ্য ওয়ার্ড্রোব | মনোনীত |
শিকাগো ফিল্ম স্ক্রিটিক্স অ্যাসোসিয়েশন পুরস্কার | অসাধারণ পারফর্মার | মনোনীত | ||
এম্পায়ার পুরস্কার | সেরা নতুন অভিনেত্রী | মনোনীত | ||
অনলাইন ফিল্ম ক্রিটিক্স সোসাইটি পুরস্কার | অনন্যসাধারণ অভিনয় | মনোনীত | ||
ইয়োং আর্টিস্ট পুরস্কার | মুল চলচ্চিত্রে ভালো অভিনয়ের জন্য – দশ বা তারচেয়ে ছোট তরুণ অভিনেত্রী | বিজয়ী | ||
২০০৮ | নিকেলডোন ইউ,কে কিডস চয়েস পুরস্কার | কিডস চয়েস ফিল্ম অভিনেত্রী | দ্য ক্রোনিকেলস অফ নার্নিয়াঃ প্রিন্স কাস্পিয়ান | বিজয়ী |
২০০৯ | ইয়োং আর্টিস্ট পুরস্কার | মুল চলচ্চিত্রে ভালো অভিনয়ের জন্য – উদিয়মান তরুণ অভিনেত্রী | মনোনীত | |
মুল চলচ্চিত্রে ভালো অভিনয়ের জন্য – সমন্বিত অভিনয় | মনোনীত | |||
২০১১ | ইয়োং আর্টিস্ট অ্যায়ার্ডস | মুল চলচ্চিত্রে ভালো অভিনয়ের জন্য – সমন্বিত অভিনয় | দ্য ক্রোনিকেলস অফ নার্নিয়াঃ দ্য ভয়েজ অফ দ্য ডন ট্রেডার | মনোনীত |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "The Chronicles of Narnia: The Lion, the Witch and the Wardrobe (2005) – Box Office Mojo"।
- ↑ "Caspian to be second Narnia movie"। BBC। ১৮ জানুয়ারি ২০০৬। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০০৬।
- ↑ "Narnia Voyage Postponed to 2010"। ২৮ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০০৯।
- ↑ Harvey, Dennis. "Film Review: ‘Perfect Sisters’" Variety, 11 April 2014
- ↑ The Deadline Team (২০১২-১০-২৬)। "Movie Castings: Georgie Henley Joins 'Sisterhood Of Night', William Levy Set For Trio Of Lionsgate Projects – Deadline.com — Deadline"। Deadline।
- ↑ Chang, Justin. "Film Review: ‘The Sisterhood of Night’" Variety, 15 April 2015
- ↑ "Person: Georgie Henley"। Camdram।
- ↑ "After Seymour"। Varsity Online। ১৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৯।
- ↑ "Tide"। ৩০ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৯।
- ↑ Goldberg, Lesley। "'Game of Thrones' Prequel Casts 8 Rising Stars"। Hollywood Reporter। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৯।
- ↑ "Our friends"। ২৯ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে জর্জি হেনলি (ইংরেজি)