জমিদার বাড়ি
ভারত উপমহাদেশের বিভিন্ন স্থানে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। এই ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি হচ্ছে জমিদার বাড়ি। যা বাংলাদেশের আনাচে-কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে দাড়িয়ে রয়েছে। এর সাথে এক-একটা জমিদার বাড়ির আছে এক একরকম ইতিহাস।
ভারত উপমহাদেশে মুঘলদের শাসনামল থেকে ব্রিটিশদের শাসনামল পর্যন্ত জমিদারি প্রথা চালু ছিল। তবে ব্রিটিশ শাসনামলের পূর্বে এই জমিদারী প্রথাকে "জায়গীরদারি" প্রথা বলা হতো। ব্রিটিশদের শাসনামলে ভারত উপমহাদেশে জমিদারীর প্রথা চালু হয় অন্যরকম আধুনিকভাবে। কারণ ব্রিটিশরা এই জমিদারী প্রথা দিয়ে ভারত উপমহাদেশকে আরও সহজভাবে শাসন করার জন্য একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। যা তৎকালীন গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিশ "চিরস্থায়ী বন্দোবস্ত" নামে ১৭৯৩ সালে জায়গিরদারি প্রথা বিলুপ্ত করে জমিদারী প্রথা চালু করেন। যার ফলে এটি "জায়গিরদারি" প্রথা থেকে "জমিদারী" প্রথায় রূপ নেয়। কর্নওয়ালিশ নিজেও ব্রিটিনের একজন জমিদার পরিবারের সদস্য ছিলেন। তার এই জমিদারী প্রথা চালু করার পিছনে মূল উদ্দেশ্য ছিল পুরো ভারতবর্ষ থেকে সহজে সরকারি রাজস্ব আদায় করা। এছাড়াও সহজে ভারতবর্ষের মানুষকে তাদের শাসনকার্যের আওতায় রাখা। মধ্যযুগীয় বা মুঘল শাসনামলের জমিদারী প্রথা এই জমিদারী প্রথার সাথে একদম আলাদা ছিল।
তখনকার সময় ব্রিটিশদের কাছ থেকে যারা জমিদারী ক্রয় করে প্রজাদের উপর তাদের শাসনকার্য চালানোর জন্য একটি নির্ধারিত স্থানে প্রাসাদ তৈরি করে বিচারকার্য পরিচালনা করতেন এবং বসবাস করতেন। ঐ জমিদারদের তৈরি করা ঐ বাড়িকেই জমিদার বাড়ি বলা হতো বা হয়। জমিদাররা প্রজাদের উপর তাদের শাসনকার্য চালাতেন এই বাড়ি থেকেই। তাই জমিদারদের এই বাড়িগুলো প্রজাদের কাছে অর্থাৎ সাধারণ মানুষের কাছে জামিদার বাড়ি নামেই পরিচিতি পায়। তখনকার সময় জমিদাররা ছিলেন অনেক ধন-সম্পদের মালিক। তাই তারা তাদের বাড়িগুলো বানাতেন দালানের মধ্যে অপূর্ব কারুকাজ বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর নকশা করে। যা বিভিন্ন জমিদার বাড়ি পর্যবেক্ষণ করে দেখা যায়। নিচে বাংলাদেশে অবস্থিত জমিদার বাড়িগুলোর তালিকা দেখুন।
জমিদার বাড়ির তালিকা
[সম্পাদনা]অ
[সম্পাদনা]আ
[সম্পাদনা]- আঠারবাড়ী জমিদার বাড়ি
- আজিম চৌধুরীর জমিদার বাড়ি (দুলাই)
- আড়াপাড়া জমিদার বাড়ি
- আটঘড়িয়া জমিদার বাড়ি
- আমিরগঞ্জ জমিদার বাড়ি
ই
[সম্পাদনা]ঈ
[সম্পাদনা]- ঈসা খাঁ জমিদার বাড়ি (সরদার বাড়ি)
ঊ
[সম্পাদনা]ঋ
[সম্পাদনা]এ
[সম্পাদনা]ঐ
[সম্পাদনা]ও
[সম্পাদনা]ঔ
[সম্পাদনা]ক
[সম্পাদনা]- কড়ৈতলী জমিদার বাড়ি (বাবুর বাড়ি)
- কীর্ত্তিপাশা জমিদার বাড়ি
- কাশিমপুর জমিদার বাড়ি
- কানসাটের জমিদার বাড়ি
- কাইতলা জমিদার বাড়ি[১]
- কাকিনা জমিদার বাড়ি
- কলসকাঠী জমিদার বাড়ি
- করটিয়া জমিদার বাড়ি
- কার্তিকপুর জমিদার বাড়ি
- কোকিলপেয়ারি জমিদার বাড়ি
- কল্যান্দি জমিদার বাড়ি
- কামানখোলা জমিদার বাড়ি
- কানাইপুর জমিদার বাড়ি
- কাদিয়া বাড়ি ঢিবি
- কুলপদ্দি জমিদার বাড়ি
- কুমারী সাহা জমিদার বাড়ি
- কালীদহ বরদা বাবু জমিদার বাড়ি
খ
[সম্পাদনা]গ
[সম্পাদনা]- গোপালদী জমিদার বাড়ি
- গাংগাটিয়া জমিদার বাড়ি (মানব বাবুর বাড়ি)
- গৌরারং জমিদার বাড়ি
- গোয়ালকান্দি জমিদার বাড়ি
- গৌরনদী জমিদার বাড়ি (জমিদার লাল মোহন সাহার বাড়ি)
- গিরীশ চন্দ্র সেনের জমিদার বাড়ি
- গুপ্ত জমিদার বাড়ি
- গৌরীপুর রাজবাড়ি
- গোরকঘাটা জমিদার বাড়ি
- গজরা জমিদার বাড়ি
- গৌরীপুর রাজবাড়ি
- গৌরীপুর লজ
- গৌরীপুর জমিদার বাড়ি
ঘ
[সম্পাদনা]ঙ
[সম্পাদনা]চ
[সম্পাদনা]- চরহোগলা জমিদার বাড়ি
- চাঁদড়া জমিদার বাড়ি
- চৌগ্রাম জমিদার বাড়ি
- চৌধুরী বাড়ি
- চাঁচড়া জমিদার বাড়ি
- চাকমা রাজবাড়ি (রাঙ্গুনিয়া)
- চাকমা রাজবাড়ি (রাঙ্গামাটি)
- চন্দ্রনাথ সেনের জমিদার বাড়ি
ছ
[সম্পাদনা]- জাহাপুর জমিদার বাড়ি
- জয়কুমার জমিদার বাড়ি
- জয়গঞ্জ জমিদার বাড়ি যা (খানসামা জমিদার বাড়ি) নামে পরিচিত
- জয়েন্তশ্বরী বাড়ি পূর্ণনির্দেশিত জৈন্তা রাজবাড়ি
- জগদল রাজবাড়ি
ঝ
[সম্পাদনা]ঞ
[সম্পাদনা]ট
[সম্পাদনা]ঠ
[সম্পাদনা]ড
[সম্পাদনা]ঢ ঢোয়াইগাঁও জমিদার বাড়ী, নরসিংদী
[সম্পাদনা]এখানকার জমিদার ছিলেন মুসলিম। তিনি একটি বাড়ি নির্মাণ করেন। যা ঢোয়াইগাঁও জমিদার বাড়ী হিসেবে পরিচিত।
ণ
[সম্পাদনা]ত
[সম্পাদনা]- তাজহাট জমিদার বাড়ি
- তেওতা জমিদার বাড়ি
- তাড়াশ ভবন
- তীর্থবাসি জমিদার বাড়ি
- তুষভাণ্ডার জমিদার বাড়ি
- তালজাঙ্গা জমিদার বাড়ি
- তাঁতীবন্দ জমিদার বাড়ি
- তামলি রাজার বাড়ি
থ
[সম্পাদনা]দ
[সম্পাদনা]- দালাল বাজার জমিদার বাড়ী
- দুবলহাটি রাজবাড়ী
- দেলদুয়ার জমিদার বাড়ি (নর্থ হাউজ)
- দেবহাটা জমিদার বাড়ি
- দাগনভূঁইয়া জমিদার বাড়ি
- দিনাজপুর রাজবাড়ি
- দয়ারামপুর জমিদার বাড়ি
- দিঘাপতিয়া রাজবাড়ি বর্তমানে উত্তরা গণভবন
ধ
[সম্পাদনা]- ধানকোড়া জমিদার বাড়ি
- ধুবিল কাটার মহল জমিদার বাড়ি (মুন্সিবাড়ি)
- ধামালিয়া জমিদার বাড়ি
- ধনবাড়ি জমিদার বাড়ি
- ধলাপাড়া চৌধুরীবাড়ী
- ধরাইল জমিদার বাড়ি
ন
[সম্পাদনা]- নয়আনী জমিদার বাড়ি
- নাওডাঙ্গা জমিদার বাড়ি
- নাগরপুর চৌধুরীবাড়ী পূর্ণনির্দেশিত (নাগরপুর জমিদার বাড়ি)
- নলডাঙ্গা জমিদার বাড়ি
- নকিপুর জমিদার বাড়ি
- নড়াইল জমিদার বাড়ি
- নারায়ণডহর জমিদার বাড়ি
- নাটোর রাজবাড়ী
- নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়ি
- নন্দিরহাট জমিদার বাড়ি
- নাটু বাবুর জমিদার বাড়ি
প
[সম্পাদনা]- পাকুটিয়া জমিদার বাড়ী
- পাইল গাও এর জমিদার
- পুঠিয়া রাজবাড়ী পূর্ণনির্দেশিত (পাঁচআনি জমিদারবাড়ী)
- পাঙ্গা জমিদার বাড়ি
- প্রতাপপুর জমিদার বাড়ি
- পৃত্থিমপাশা জমিদার বাড়ি
- পরৈকোড়া জমিদার বাড়ি
- প্রসন্ন কুমার জমিদার বাড়ি
- পায়রাবন্দ জমিদার বাড়ি
- Fuldi Zamindar Bari / ফুলদী জমিদার বাড়ী, Kaligonj-Gazipur ফুলদী জমিদার বাড়ী সাবেক ঢাকা জেলার অন্তর্গত জয়দেবপুর মহকুমা, বর্তমানে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার ফুলদী গ্রামে অবস্থিত। এই বাড়ীটি বৃটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর রূপগঞ্জ সার্কেলের দায়িত্ব প্রাপ্ত সার্কেল ইন্সপেক্টর অব পুলিশ (সি.আই) ও জমিদার মাগন ইব্রাহীম খাঁ'র সুযোগ্যপুত্র মুন্সী মুহাম্মদ মাগন ছরওয়ার খাঁ ১৭৯৩ ইং সনে প্রতিষ্ঠিত ও নির্মাণ করেন। একই সময়ে তিনি সামান্য উত্তর দিকে ছোট পুত্র মুন্সী মুহাম্মদ মজহর খাঁ ওরফে টুকু মিয়া'র জন্য আরেকটি বাড়ী নির্মাণ করেন। ছরওয়ার খাঁ'র মৃত্যুর পর জমিদারী পরিচালনার দায়িত্ব পান তাঁর জেষ্ঠ পুত্র মুন্সী মুহাম্মদ সফদর খাঁ। তিনি মূলত ছরওয়ার খাঁ'র প্রথম নির্মিত বাড়ী ( যা বড় ছেলের জন্য নির্মিত বড় বাড়ী হিসেবে পরিচিত) থেকেই জমিদারী পরিচালনা করেন। যে কারণে এটি ফুলদী জমিদার বাড়ী (Fuldi Zamindar Bari) হিসেবে পরিচিত লাভ করে। এই বাড়ীতে আছে জামে মসজিদ, পারিবারিক কবরস্থান, সরকারী প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, বাজার, ঘাট বাঁধানো পুকুর। এক কথায় মনোরম প্রাকৃতিক পরিবেশ।
- পরবর্তীতে মুন্সী মুহাম্মদ সফদর খাঁ মৃত্যুবরণ করলে কিছু দিনের জন্য জেষ্ঠ পুত্র মোসলেহউদ্দিন আহমেদ খান জমিদারীর দায়িত্ব পালন করেন। কিন্তু হঠাৎ তিনি মারা গেলে অতি অল্প বয়সে সফদর খাঁ'র ছোটপুত্র মৌলভী মেজবাহ উদ্দিন আহমেদ খান ওরফে আব্দু মিয়া জমিদার হিসেবে ৬৯ মৌজায় জমিদারী কায়েম করেন। জমিদার আব্দু মিয়ার মৃত্যুর পর তাঁর জেষ্ঠ পুত্র মোঃ মুক্তাজুল হোসেন খান ওরফে রাজা মিয়া জমিদারী উচ্ছেদের পূর্ব পর্যন্ত সুনামের সাথে জমিদার হিসেবে দায়িত্ব পালন করেন।
ব
[সম্পাদনা]- বলিহার রাজবাড়ী পূর্ণনির্দেশিত (বলিহার জমিদার বাড়ি)
- বালিয়াটি প্রাসাদ পূর্ণনির্দেশিত (বালিয়াটি জমিদার বাড়ি)
- বেতিলা জমিদারবাড়ি
- বলিয়াদী জমিদার বাড়ী
- বালাপুর জমিদার বাড়ি
- বোয়ালিয়া জমিদার বাড়ি
- বলধা জমিদার বাড়ি
- বাইশ রশি জমিদার বাড়ি
- বালিয়াপাড়া জমিদার বাড়ি
- বলাখাল জমিদার বাড়ি
- বড়কুল জমিদার বাড়ি (ভাগ্যিতা বাড়ি)
- বামনডাঙ্গা জমিদার বাড়ি
- বোরহানউদ্দিন চৌধুরীর জমিদার বাড়ি
- বিরামপুর জমিদার বাড়ি
- বাঘবেড় জমিদার বাড়ি
- বাটিকামারী জমিদার বাড়ি
- বাঁশপাড়া জমিদার বাড়ি
ভ
[সম্পাদনা]- ভাওয়াল রাজবাড়ী
- ভেতরবন্দ জমিদার বাড়ি
- ভৈরব সওদাগরের জমিদার বাড়ি
- ভবানীপুর জমিদার বাড়ি
- ভাগ্যকুল জমিদার বাড়ি
- ভুজপুর জমিদার বাড়ি
- ভৈরব চন্দ্র সিংহের জমিদার বাড়ি
- ভজহরি লজ
- ভাউকসার জমিদার বাড়ি
ম
[সম্পাদনা]- মুড়াপাড়া রাজবাড়ি পূর্ণনির্দেশিত (মুড়াপাড়া জমিদার বাড়ি)
- মহিপুর জমিদার বাড়ি
- মহেরা জমিদার বাড়ি
- মোললা জমিদার বাড়ি
- মুক্তাগাছার রাজবাড়ী
- মন্থনা জমিদার বাড়ি
- মিঠাপুর জমিদার বাড়ি
- মজিদপুর জমিদার বাড়ি
- মাধবপাশা জমিদার বাড়ি
- মনু মিয়ার জমিদার বাড়ি (ঘোড়াশাল জমিদার বাড়ি)
- মিয়ার দালান
- মহাদেবপুর জমিদার বাড়ি
- মুকুন্দিয়া জমিদার বাড়ি
- মঘাদিয়া জমিদার বাড়ি
- মহেন্দ্র রায়ের জমিদার বাড়ি
- মং রাজবাড়ি
- মীর্জা নগর নবাব বাড়ি
- মাধবদী গুপ্তরায় জমিদার বাড়ি
য
[সম্পাদনা]র
[সম্পাদনা]- রখুনি কান্ত জমিদার বাড়ি
- রূপসা জমিদার বাড়ি
- রায়পুর জমিদার বাড়ি
- রায়েরকাঠী জমিদার বাড়ি (রায়েরকাঠি রাজবাড়ি)
- রাধানন্দ জমিদার বাড়ি
- রাজা টংকনাথের রাজবাড়ি
- রাউতারা জমিদার বাড়ি (রুধেষ বাবুর জমিদার বাড়ি)
- রামপাশার জমিদার বাড়ি এটি (হাছন রাজার জমিদার বাড়ি) হিসেবে বেশ পরিচিত।
- রামধন জমিদার বাড়ি
- রূপলাল হাউজ
- রামগোপালপুর জমিদার বাড়ি
- রেজওয়ান খানের জমিদার বাড়ি
- রাখাল রাজার জমিদার বাড়ি
- রুদ্রকর জমিদার বাড়ি
- রূপসদী জমিদার বাড়ি
- রাজা সীতারাম রায়ের প্রাসাদ-দুর্গ
ল
[সম্পাদনা]- লোহাগড় জমিদার বাড়ি
- লুধুয়া জমিদার বাড়ি
- লাকুটিয়া জমিদার বাড়ি
- লক্ষ্মীচরণ সাহার জমিদার বাড়ি
- লকমা জমিদার বাড়ি
- লক্ষণ সাহার জমিদার বাড়ি
শ
[সম্পাদনা]- শ্রী জ্ঞানেন্দ্র নারায়ণ রায়ের জমিদার বাড়ি
- শ্যামনগর জমিদার বাড়ি
- শোল্লা জমিদার বাড়ি
- শীতলাই রাজবাড়ি
- শ্রীরামপুর জমিদার বাড়ি
- শশী লজ
- শঙ্খনিধি হাউজ
- শ্রীরামপুর রাজবাড়ী
- শ্রীপুর জমিদার বাড়ি
- শ্রীখন্ড কর্তারায় বাড়ি
ষ
[সম্পাদনা]স
[সম্পাদনা]- সুখাইড় জমিদার বাড়ি
- সাতুরিয়া জমিদার বাড়ি
- সূত্রাপুর জমিদার বাড়ি
- সিদ্ধকাঠী জমিদার বাড়ি
- সুখাইড় জমিদার বাড়ি
- সারিকাইত জমিদার বাড়ি
- সুসং দুর্গাপুরের জমিদার বাড়ি
- সত্য সাহার জমিদার বাড়ি এটি (লক্ষ্মীচরণ সাহার জমিদার বাড়ি) নামেও পরিচিত।
- সদাসদী জমিদার বাড়ি যা (গোপালদী জমিদার বাড়ি) নামে পরিচিত
- সাতগ্রাম জমিদার বাড়ি
- সাহাপুর রাজবাড়ি
- সাটিরপাড়া রায় চৌধুরী জমিদার বাড়ি
- সেনেরখিল জমিদার বাড়ি
- সন্তোষ জমিদার বাড়ি
- সুন্দরপুর জমিদার বাড়ি
হ
[সম্পাদনা]- হাওলি জমিদার বাড়ি
- হেমনগর জমিদার বাড়ি
- হরিনাহাটি জমিদার বাড়ি
- হরিপুর রাজবাড়ি (হরিপুর জমিদার বাড়ি)
- হরিপুর বড়বাড়ি
- হাটুরিয়া জমিদার বাড়ি
- হোচ্ছাম হায়দার চৌধুরীর জমিদার বাড়ি
- হরষপুর জমিদার বাড়ি
- হাজারদুয়ারি জমিদার বাড়ি
ক্ষ
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
বহিসংযোগ
[সম্পাদনা]- পৌনে তিন আনি জমিদার বাড়ির কথকতা trip zone