বিষয়বস্তুতে চলুন

চাগোস দ্বীপপুঞ্জ জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চাগোস দ্বীপপুঞ্জ
অ্যাসোসিয়েশনচাগোস ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনকনিফা
প্রধান কোচজিমি ফেরার
ফিফা কোডCHG
প্রথম জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমাননেই (২১ ডিসেম্বর ২০২৩)[]
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ২১১ বৃদ্ধি ১ (১২ জানুয়ারি ২০২৪)[]
সর্বোচ্চ২০৯ (জুন ২০১৬)
সর্বনিম্ন২১৩ (নভেম্বর ২০১৮)
প্রথম আন্তর্জাতিক খেলা
 চাগোস দ্বীপপুঞ্জ ৬–১ রায়তিয়া 
(ক্রোলি, যুক্তরাজ্য; ৪ ডিসেম্বর ২০১১)
বৃহত্তম জয়
 চাগোস দ্বীপপুঞ্জ ৬–১ রায়তিয়া 
(ক্রোলি, যুক্তরাজ্য; ৪ ডিসেম্বর ২০১১)
বৃহত্তম পরাজয়
 এল্লান ভান্নিন ১৪–০ চাগোস দ্বীপপুঞ্জ 
(লন্ডন, যুক্তরাজ্য; ১৩ আগস্ট ২০১৭)
কনিফা বিশ্ব ফুটবল কাপ
অংশগ্রহণ১ (২০১৬-এ প্রথম)
সেরা সাফল্য১২তম (২০১৬)

চাগোস দ্বীপপুঞ্জ জাতীয় ফুটবল দল (ইংরেজি: Chagos Islands national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে ভারত মহাসাগরের চাগোস দ্বীপপুঞ্জের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম চাগোস দ্বীপপুঞ্জের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা চাগোস ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা এবং তাদের আঞ্চলিক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্যপদ লাভ করেনি। ২০১১ সালের ৪ঠা ডিসেম্বর তারিখে, চাগোস দ্বীপপুঞ্জ প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; যুক্তরাজ্যের ক্রোলিতে অনুষ্ঠিত উক্ত ম্যাচে চাগোস দ্বীপপুঞ্জ রায়তিয়াকে ৬–১ গোলের ব্যবধানে পরাজিত করেছে। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জিমি ফেরার

ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্যপদ না থাকার ফলে চাগোস দ্বীপপুঞ্জ এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপ এবং এএফসি এশিয়ান কাপে অংশগ্রহণ করতে পারেনি। ফিফা বহির্ভূত ফুটবল দলের অংশগ্রহণে আয়োজিত কনিফা বিশ্ব ফুটবল কাপে চাগোস দ্বীপপুঞ্জ এপর্যন্ত মাত্র ১ বার অংশগ্রহণ করেছে, যেখানে তাদের সাফল্য হচ্ছে ১২তম স্থান অধিকার করা।

র‌্যাঙ্কিং

[সম্পাদনা]

ফিফার সদস্যপদ না থাকার ফলে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চাগোস দ্বীপপুঞ্জের কোন স্থান নেই। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে চাগোস দ্বীপপুঞ্জের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ২০৯তম (যা তারা ২০১৬ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ২১৩। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
২০৯ হ্রাস  কেইম্যান দ্বীপপুঞ্জ ৮০১
২১০ হ্রাস  মঙ্গোলিয়া ৭৯২
২১১ বৃদ্ধি টেমপ্লেট:দেশের উপাত্ত Chagos Islands ৭৮৫
২১২ হ্রাস  সান মারিনো ৭৭৮
২১৩ অপরিবর্তিত  সিন্ট এউস্তাতিউস ৭৫৭

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩ 
  2. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]