বিষয়বস্তুতে চলুন

গুমানীগঞ্জ ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গুমানীগঞ্জ
ইউনিয়ন
গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাগাইবান্ধা জেলা
উপজেলাগোবিন্দগঞ্জ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি ৬)

গুমানীগঞ্জ ইউনিয়ন বাংলাদেশের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার একটি প্রশাসনিক এলাকা।

এক নজরে গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদ। কালের স্বাক্ষী বহনকারী করোতোয়ার তীরে গড়ে উঠা গোবিন্দগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো গুমানীগঞ্জ ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ গুমানীগঞ্জ ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় আজও সমুজ্জ্বল এবং গোটা গাইবান্ধা জেলায় সুপরিচিত।

ইতিহাস

[সম্পাদনা]

গুমানীগঞ্জ ইউনিয়ন ২১ গ্রাম নিয়ে গঠিত। মোট মৌজা ২১ টি। আয়তন: ৭২১৯ একর (১৯.১২বর্গ কিলোমিটার)। গুমানিগঞ্জ ইউনিয়নের সাক্ষরতার হার ২২.৩%। (২০০৭)

প্রশাসনিক এলাকা

[সম্পাদনা]

•পারগয়রা •ফুলপুকুরিয়া •অনন্তপুর •তরফমনু •বালুভড়া •ছয়ঘরিয়া •ঘূগা •জরিপপুর •কোচমর্দন বাড়ইপাড়া

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

স্বাস্থ্য

[সম্পাদনা]

•গুমানীগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্র,পারগয়ড়া •অনন্তপুর কমিউনিটি ক্লিনিক •জরিপপুর কমিউনিটি ক্লিনিক •ঘুগা কমিউনিটি ক্লিনিক •বালুভড়া কমিউনিটি ক্লিনিক •নাগেরভিটা কমিউনিটি ক্লিনিক

গুমানীগঞ্জ ইউনিয়নের ভূমি অফিস কাচারি গুমানীগঞ্জ গ্রামে অবস্থিত।

অর্থনীতি

[সম্পাদনা]

গুমানীগঞ্জ ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

[সম্পাদনা]
  • শাহ আব্দুল হামিদ (গণপরিষদের প্রথম স্পিকার)
  • আব্দুর রহমান (ব্রিটিশ ভারত ও পাকিস্তানের প্রভাবশালী রাজনৈতিক)
  • এ্যাডভকেট সিরাজুল ইসলাম বুদু মিয়া (পূর্ব পাকিস্তানের এমএলএ ও বাংলাদেশের সাবেক সংসদ সদস্য)