বিষয়বস্তুতে চলুন

গরীয়া পূজা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাবা গরীয়া পূজা ভারতের ত্রিপুরার একটি উৎসব। এটি বৈশাখ মাসের সপ্তম দিনে অনুষ্ঠিত হয়। ২০১৯ সালে গরীয়া পূজা ছিল ২১ এপ্রিল।[]

গরীয়া পূজায় ভক্তরা আচারের উদ্দেশ্যে মুরগি বলি দেন। এটি দেবতা বাবা গরীয়াকে সম্মান জানাতে একটি তিন দিনের উৎসব বার্ষিক বৈশাখ মাসের প্রথম দিনে অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]