বিষয়বস্তুতে চলুন

খুরশীদ জাহান হক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খুরশীদ জাহান হক
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
মন্ত্রী
কাজের মেয়াদ
১০ অক্টোবর ২০০১ – ১৪ জুন ২০০৬
প্রধানমন্ত্রীখালেদা জিয়া
পূর্বসূরীজিন্নাতুন্নেসসা তালুকদার
উত্তরসূরীশিরীন শারমিন চৌধুরী
দিনাজপুর-৩ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
২৩ জুন ১৯৯৬ – ১৫ জুলাই ২০০১
পূর্বসূরীএম. আব্দুর রাহিম
উত্তরসূরীস্ব ভূমিকা
কাজের মেয়াদ
১০ অক্টোবর ২০০১ – ২৮ অক্টোবর ২০০৬
প্রধানমন্ত্রীখালেদা জিয়া
পূর্বসূরীস্ব ভূমিকা
উত্তরসূরীইকবালুর রহমান
সংরক্ষিত মহিলা আসন-১ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
২০ মার্চ ১৯৯১ – ৩০ মার্চ ১৯৯৬
প্রধানমন্ত্রীখালেদা জিয়া
উত্তরসূরীশ্রীমতী ভারতী নন্দী (সরকার)
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৩৯-০৮-১১)১১ আগস্ট ১৯৩৯
বালুবাড়ি, দিনাজপুর বিভাগ, বাংলা আধিরাজ্য, ব্রিটিশ ভারত
মৃত্যু১৪ জুন ২০০৬(2006-06-14) (বয়স ৬৬)
ঢাকা, বাংলাদেশ
নাগরিকত্ববাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
আত্মীয়স্বজনখালেদা জিয়া (বোন)
তারেক রহমান (ভাগ্নে)
আরাফাত রহমান (ভাগ্নে)
সায়্যিদ ইস্কান্দার (ভাই)
শামিম ইস্কান্দার (ভাই)
জিয়াউর রহমান (বোন জামাই)
প্রাক্তন শিক্ষার্থীকুমুদিনী সরকারি মহিলা কলেজ
পেশারাজনীতিবিদ

খুরশীদ জাহান হক (১১ আগস্ট ১৯৩৯ - ১৪ জুন ২০০৬; চকলেট আপা নামেও পরিচিত) ছিলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় বোন। সাবেক পেট্রোবাংলার চেয়ারম্যান মোজাম্মেল হক তার স্বামী ছিলেন।

ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

খুরশীদ জাহান হক বেঙ্গল প্রেসিডেন্সির দিনাজপুর জেলার বালাবুড়িতে ১১ আগস্ট ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেন । তিনি ফেনী জেলার ফুলগাজীতে একটি বাঙালি মুসলিম পরিবারের সদস্য ছিলেন।[][]

তিনি ছিলেন চা-ব্যবসায়ী ইস্কান্দার আলী মজুমদারের কন্যা, যিনি ছিলেন সালামত আলী মজুমদারের পুত্র, যিনি ছিলেন আজগর আলী মজুমদারের পুত্র, যিনি ছিলেন নাহার মুহম্মদ খানের পুত্র, যিনি ছিলেন মুরাদ খানের পুত্র। ১৬ শতকের মধ্য প্রাচ্যের অভিবাসী।  তার মা তৈয়বা মজুমদার ছিলেন চাঁদবাড়ির (বর্তমানে উত্তর দিনাজপুর জেলায়)।

স্থানীয় স্কুল থেকে ম্যাট্রিকুলেশনের পর, তিনি কুমুদিনী কলেজে ভর্তি হন ও সেখান থেকে ১৯৫৮ সালে বিএ ডিগ্রি লাভ করেন।[][]

তিনি ১৯৫৬ সালে কুদুমিনি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (১৯৫৬-৫৭) নির্বাচিত হন। তিনি ১৯৯১ সালে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য হন। তিনি ১৯৯৬ ও ২০০১ সালে দিনাজপুর-৩ আসনের এম পি নির্বাচিত হন। তিনি বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ছিলেন। তিনি ১৪ জানুয়ারী, ২০০৬ সালে মৃত্যুবরণ করেন।[] মৃত্যুর আগে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস- চেয়ারম্যান ছিলেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "একনজরে খালেদা জিয়া"যুগান্তর। ৮ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৯ 
  2. তোফায়েল আহমদ (১৯৯১)। বাঙ্‌ময় বাঙালি। পাঁচগাঁও প্রকাশনী। পৃষ্ঠা ৫–৬। 
  3. "খালেদা জিয়ার মায়ের নবম মৃত্যুবার্ষিকী পালিত"দৈনিক ইনকিলাব। ১৯ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৯ 
  4. "আজ খুরশীদ জাহান হকের মৃত্যুবার্ষিকী"নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৩