খাইবার মেডিকেল বিশ্ববিদ্যালয়
অবয়ব
جامعہ طبی خیبر | |||
ধরন | পাবলিক | ||
---|---|---|---|
স্থাপিত | ২০০৭ | ||
অধিভুক্তি | পিএমসি,পিএমডিসি, পিএমআরসি, সিপিএসপি, পিএনসি, এইচইসি | ||
আচার্য | শাহ ফরমান খাইবার পাখতুনখোয়ার গভর্নর | ||
উপাচার্য | জিয়া উল হক | ||
শিক্ষার্থী | ৬২২০ | ||
স্নাতক | ৪০০০ | ||
স্নাতকোত্তর | ২২০ | ||
অবস্থান | , , | ||
পোশাকের রঙ | |||
সংক্ষিপ্ত নাম | KMU | ||
ওয়েবসাইট | kmu.edu.pk |
খাইবার মেডিকেল বিশ্ববিদ্যালয় (উর্দু: جامعہ طبی خیبر, পশতু: د خیبر طبي پوهنتون, সংক্ষিপ্ত হিসাবে KMU), পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। ২০০৭ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টিতে বেশ কয়েকটি প্রয়োজনীয় কলেজ এবং ইনস্টিটিউট, অনুমোদিত স্নাতক ও স্নাতকোত্তর মেডিকেল ও ডেন্টাল ইনস্টিটিউট এবং বিভিন্ন সহযোগী স্বাস্থ্য বিজ্ঞান প্রোগ্রাম রয়েছে।[১]
প্রয়োজনীয় প্রতিষ্ঠান
[সম্পাদনা]- কেএমইউ বেসিক মেডিকেল সায়েন্সেস ইনস্টিটিউট
- কেএমইউ ডেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউট, কোহাত
- কেএমইউ হেলথ প্রফেশন এডুকেশন ও রিসার্চ ইনস্টিটিউট
- কেএমইউ মেডিকেল বিজ্ঞান ইনস্টিটিউট, কোহাত
- কেএমইউ নার্সিং বিজ্ঞান ইনস্টিটিউট
- কেএমইউ প্যারামেডিকেল বিজ্ঞান ইনস্টিটিউট
- কেএমইউ স্বাস্থ্য ঔষধ ও পুনর্বাসন ইনস্টিটিউট
- কেএমইউ পাবলিক স্বাস্থ্য ও সমাজবিজ্ঞান ইনস্টিটিউট
অধিভুক্ত প্রতিষ্ঠান
[সম্পাদনা]স্নাতক
[সম্পাদনা]- খাইবার মেডিকেল কলেজ (পেশাওয়ার)
- আয়ুব কলেজ অব ডেন্টিস্ট্রি (অ্যাবোটাবাদ)
- আয়ুব মেডিকেল কলেজ (অ্যাবোটাবাদ)
- বান্নু মেডিকেল কলেজ (বান্নু)
- গাজ্জু খান মেডিকেল কলেজ (সোয়াবি)
- গোমাল মেডিকেল কলেজ (ডেরা ইসমাইল খান)
- জিন্নাহ মেডিকেল কলেজ (পেশাওয়ার)
- খাইবার কলেজ অব ডেন্টিস্ট্রি (পেশাওয়ার)
- খাইবার গার্লস মেডিকেল কলেজ (পেশাওয়ার)
- রেহমান মেডিকেল কলেজ (পেশাওয়ার)
- নর্থওয়েস্ট মেডিসিন স্কুল (পেশাওয়ার)
- সাইদু মেডিকেল কলেজ (সোয়াত)
- মহিলা মেডিকেল ও ডেন্টাল কলেজ (অ্যাবোটাবাদ)
- আল রাজী মেডিকেল কলেজ (পেশাওয়ার)
স্নাতকোত্তর
[সম্পাদনা]নার্সিং
[সম্পাদনা]- আইয়ুব নার্সিং স্কুল (অ্যাবোটাবাদ)
- নর্থওয়েস্ট নার্সিং কলেজ (পেশাওয়ার)
- আরএমআই নার্সিং স্কুল (পেশাওয়ার)
- রয়্যাল নার্সিং কলেজ (সাইদু শরীফ)
- বুনের ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেস (বুনের)
ফার্মাসি
[সম্পাদনা]মিত্র স্বাস্থ্য বিজ্ঞান
[সম্পাদনা]- বান্নু মেডিকেল প্রযুক্তি কলেজ (বান্নু)
- প্রাদেশিক হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ (পেশাওয়ার)
- মাহবুব ফিজিওথেরাপি বিদ্যালয় (পেশাওয়ার)
- জাতীয় স্বাস্থ্য ও ব্যবস্থাপনা বিজ্ঞান ইনস্টিটিউট (পেশাওয়ার)
- নর্থওয়েস্ট ফিজিক্যাল থেরাপি কলেজ (পেশাওয়ার)
- পাকিস্তান কমিউনিটি অপথালমোলোজি ইনস্টিটিউট (পেশাওয়ার)
- পাকিস্তান প্রোসথেটিক্স ও অর্থোটিক্স বিজ্ঞান ইনস্টিটিউট (পেশাওয়ার)
- আরএমআই এলাইড স্বাস্থ্য বিজ্ঞান বিদ্যালয় (পেশাওয়ার)
- আরএমআই পুনর্বাসন বিজ্ঞান কলেজ (পেশাওয়ার)
- সারহাদ স্বাস্থ্য বিজ্ঞান ইনস্টিটিউট (পেশাওয়ার)
- উদয়ন মেডিকেল বিজ্ঞান ইনস্টিটিউট (পেশাওয়ার)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৫ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২১।