বিষয়বস্তুতে চলুন

খলনায়ক (১৯৯৩-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খলনায়ক
খলনায়ক চলচ্চিত্রের পোস্টার
Khalnayak
পরিচালকসুভাষ ঘাই
প্রযোজক
  • সুভাষ ঘাই
  • অশোক ঘাই
রচয়িতা
  • সুভাষ ঘাই
  • রাম কেলকর
  • কমলেশ পাণ্ডে
শ্রেষ্ঠাংশে
সুরকারলক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল
চিত্রগ্রাহকঅশোক মেহতা
সম্পাদকবামান ভোঁসলে
পরিবেশকমুক্তা আর্টস লিমিটেড
মুক্তি৬ আগস্ট ১৯৯৩
স্থিতিকাল১৯১ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
আয়₹৪১.৫ কোটি[]

খলনায়ক (হিন্দি: खलनायक) হল সুভাষ ঘাই প্রযোজিত ও পরিচালিত ১৯৯৩ সালের ভারতীয় হিন্দি ভাষার মারপিঠধর্মী উত্তেজনাপূর্ণ চলচ্চিত্র। ছবিটির কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন সুভাষ ঘাই, রাম কেলকর ও কমলেশ পাণ্ডে। ছবিতে সন্ত্রাসী বাল্লুকে ধরতে ইন্সপেক্টর রাম ও তাঁর প্রেমিকা ইন্সপেক্টর গঙ্গার প্রচেষ্টা চিত্রিত হয়েছে। এতে প্রধান তিনটি ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফমাধুরী দীক্ষিত[]

চলচ্চিত্রটি ১৯৯৩ সালের ৬ আগস্ট ভারতে মুক্তি পায়। এটি সে বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল[] এবং ১৯৯০-এর দশকের চতুর্থ সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র ছিল। ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ দশটি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করে এবং শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী ও নৃত্য পরিচালক বিভাগে দুটি পুরস্কার অর্জন করে।[]

কুশীলব

[সম্পাদনা]

সঙ্গীত

[সম্পাদনা]

চলচ্চিত্রের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল এবং গীত রচনা করেছেন আনন্দ বকশী

গানের তালিকা

[সম্পাদনা]
নং.শিরোনামগীতিকারসুরকারকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."আজা সাজন আজা"আনন্দ বকশীলক্ষ্মীকান্ত-প্যারেলালঅলকা ইয়াগনিক 
২."পালকি ম্যাঁয় হোকে সাওয়ার চালি রে"আনন্দ বকশীলক্ষ্মীকান্ত-প্যারেলালঅলকা ইয়াগনিক 
৩."অ্যায়সে তেরি ইয়াদ আতি হ্যায়"আনন্দ বকশীলক্ষ্মীকান্ত-প্যারেলালঅলকা ইয়াগনিক ও মোহাম্মদ আজিজ 
৪."চোলি কে পিচে ক্যায়া হ্যায় (নারী)"আনন্দ বকশীলক্ষ্মীকান্ত-প্যারেলালঅলকা ইয়াগনিক ও ইলা অরুণ 
৫."চোলি কে পিচে ক্যায়া হ্যায় (পুরুষ)"আনন্দ বকশীলক্ষ্মীকান্ত-প্যারেলালবিনোদ রাঠোড় 
৬."দের সে আনা জলদি জানা"আনন্দ বকশীলক্ষ্মীকান্ত-প্যারেলালঅলকা ইয়াগনিক ও মনহর উদাস 
৭."নায়ক নহী খলনায়ক হুঁ ম্যাঁয়"আনন্দ বকশীলক্ষ্মীকান্ত-প্যারেলালকবিতা কৃষ্ণমূর্তি ও বিনোদ রাঠোড় 
৮."নায়ক নহী খলনায়ক হুঁ ম্যাঁয়"আনন্দ বকশীলক্ষ্মীকান্ত-প্যারেলালইলা অরুণ ও কবিতা কৃষ্ণমূর্তি 
৯."ও মা তুঝে সালাম"আনন্দ বকশীলক্ষ্মীকান্ত-প্যারেলালজগজিৎ সিং 

পুরস্কার ও মনোনয়ন

[সম্পাদনা]
ফিল্মফেয়ার পুরস্কার

পুনর্নির্মাণ

[সম্পাদনা]

চলচ্চিত্রটি তেলুগু ভাষায় খিলাড়ি নাম্বার ওয়ান নামে পুনর্নির্মিত হয়। এতে সঞ্জয় দত্তের ভূমিকায় বিনোদ কুমার, মাধুরী দীক্ষিতের ভূমিকায় সুকন্যা ও জ্যাকি শ্রফের ভূমিকায় রাঘুমান অভিনয় করেন। এছাড়া তিনি নিজেই এর একটি পুনর্নির্মাণ তৈরির সিদ্ধান্ত নেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Box Office 1993"। বক্স অফিস ইন্ডিয়া। ১৭ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৮ 
  2. ভট্টাচার্য, রস্মিলা (২৬ জানুয়ারি ২০১৬)। "IN FOCUS: WHEN THE BAD GUY RULED THE BOX-OFFICE"মুম্বই মিরর। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৮ 
  3. "Subhash Ghai confirms he is remaking Sanjay Dutt's Khalnayak"ডেকান ক্রনিকল। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৮ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]