বিষয়বস্তুতে চলুন

খতরোঁ কে খিলাড়ি (টেলিভিশন ধারাবাহিক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খতরোঁ কে খিলাড়ি
ধরন
ভিত্তিফিয়ার ফ্যাক্টর
উপস্থাপকঅক্ষয় কুমার (১–২, ৪)
প্রিয়াঙ্কা চোপড়া (৩)
রোহিত শেট্টি (৫–৬, ৮–১৪)
অর্জুন কাপুর (৭)
ফারাহ খান (স্পিন-অফ)
মূল দেশভারত
মূল ভাষাহিন্দি
মৌসুমের সংখ্যা১৪
পর্বের সংখ্যা২৮২
নির্মাণ
নির্মাণের স্থান
ক্যামেরা সেটআপবহু-ক্যামেরা
ব্যাপ্তিকালপ্রায় ২ ঘণ্টা
নির্মাণ কোম্পানি
মুক্তি
মূল নেটওয়ার্ককালার্স টিভি
মূল মুক্তির তারিখ২১ জুলাই ২০০৮ (2008-07-21) –
বর্তমান
বহিঃসংযোগ
ওয়েবসাইট

ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি (অনু. ফিয়ার ফ্যাক্টর: বিপদের খেলোয়াড়; যা খতরোঁ কে খিলাড়ি নামে সুপরিচিত) হলো এন্ডেমল শাইন ইন্ডিয়া দ্বারা প্রযোজিত ভারতীয় শারীরিক কসরতভিত্তিক আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান, যা মার্কিন ধারাবাহিক ফিয়ার ফ্যাক্টরের উপর ভিত্তি করে নির্মিত।[] স্ফেয়ার অরিজিন্স দ্বারা ফিয়ার ফ্যাক্টর ইন্ডিয়া হিসেবে শুরু হওয়া এই অনুষ্ঠানটি বিন্যাস পরিবর্তন করে এন্ডেমল শাইন ইন্ডিয়া কালার্স টিভির কাছে বিক্রি হয়েছিল, যা ২০০৮ সালের ২১শে জুলাই তারিখে ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি হয়ে ওঠে। ২০২০ সালের ১লা আগস্ট তারিখে মূল অনুষ্ঠানের একটি স্পিন-অফ খতরোঁ কে খিলাড়ি – মেড ইন ইন্ডিয়া চালু হয়েছিল, যেখানে পূর্ববর্তী বছরের প্রতিযোগীগণ অংশগ্রহণ করেছিল।

বিন্যাস

[সম্পাদনা]

এই অনুষ্ঠানের মূলভাবটি হচ্ছে চরম চ্যালেঞ্জিং পরিস্থিতিতে প্রতিযোগীদের শারীরিক এবং মানসিক শক্তি পরীক্ষা করা। সাধারণত অভিনয়শিল্পী, মডেল অথবা খেলোয়াড়দের মতো বিনোদনশিল্পের সাথে জড়িত ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে।

প্রতিটি মৌসুম ভারতের বাইরে একটি দেশে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রতিযোগীদের উচ্চ-অ্যাড্রেনালিন কসরত করানো হয়, যা মৌসুমের অগ্রগতির সাথে সাথে ক্রমান্বয়ে আরও কঠিন হয়ে উঠে। প্রতিটি কসরত শারীরিক শক্তি, ভয়-ভিত্তিক চ্যালেঞ্জ এবং সহনশীলতার মতো তিনটি ভিন্ন বিভাগে ভাগ করা হয়। শারীরিক শক্তির মধ্যে উচ্চতা থেকে লাফিয়ে পড়া, শক্তিশালী স্রোতে সাঁতার কাটা অথবা ঝুলন্ত সেতু অতিক্রম করার মতো কসরত অন্তর্ভুক্ত থাকে। ভয়-ভিত্তিক কসরতগুলো ভয়ের মুখোমুখি হওয়ার দিকে মনোনিবেশ করে যেমন সাপ, পোকামাকড়, উচ্চতা অথবা বদ্ধ স্থান। সহনশীলতার কসরতগুলো প্রতিযোগীদের ঠান্ডা জলে ডুবে থাকা অথবা অস্বস্তিকর পরিবেশের সাথে মোকাবিলা করার মতো চরম পরিস্থিতি সহ্য করার ক্ষমতা পরীক্ষা করে।

এই অনুষ্ঠানে সাধারণত প্রতিটি কসরতের পরে একজন প্রতিযোগীকে নিষ্কাশন করে থাকে। যখন কোন প্রতিযোগী কসরতগুলো সম্পূর্ণ করতে ব্যর্থ হয় অথবা কসরতে খারাপ করে, সে প্রতিযোগী বাদ পড়ার আশঙ্কায় থাকে; অতঃপর সে প্রতিযোগী আরও চ্যালেঞ্জিং কসরতের মুখোমুখি হয়। চূড়ান্ত প্রতিযোগীগণ অনুষ্ঠানের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে, যেখানে তারা সর্বশেষ কসরতের মুখোমুখি হয়, যার মাধ্যমে বিজয়ী প্রতিযোগী খতরোঁ কে খিলাড়ির শিরোপা জয়লাভ করে।

সারাংশ

[সম্পাদনা]
মৌসুম উপস্থাপক স্থান পর্ব শুরুর তারিখ শেষের তারিখ প্রতিযোগী বিজয়ী
অক্ষয় কুমার দক্ষিণ আফ্রিকা ১৬ ২১ জুলাই ২০০৮ ১৪ আগস্ট ২০০৮ ১২ নেথরা রঘুরমন
১৬ ৭ সেপ্টেম্বর ২০০৯ ১ অক্টোবর ২০০৯ ১৩ অনুষ্কা মানচন্দা
প্রিয়াঙ্কা চোপড়া ব্রাজিল ১৬ ৬ সেপ্টেম্বর ২০১০ ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৩ শব্বীর আহলুওয়ালিয়া
অক্ষয় কুমার দক্ষিণ আফ্রিকা ১৬ ৩ জুন ২০১১ ২৩ জুলাই ২০১১ ১৩ আরতী ছাবড়িয়া
রোহিত শেট্টি ২০ ২২ মার্চ ২০১৪ ২৫ মে ২০১৪ ১৭ রজনীশ দুজ্ঞল
২০ ৭ ফেব্রুয়ারি ২০১৫ ১২ এপ্রিল ২০১৫ ১৫ আশীষ চৌধুরী
অর্জুন কাপুর আর্জেন্টিনা ২০ ৩০ জানুয়ারি ২০১৬ ৩ এপ্রিল ২০১৬ ১৫ সিদ্ধার্থ শুক্লা
রোহিত শেট্টি স্পেন ২১ ২২ জুলাই ২০১৭ ৩০ সেপ্টেম্বর ২০১৭ ১২ শান্তনু মাহেশ্বরী
আর্জেন্টিনা ২০ ৫ জানুয়ারি ২০১৯ ১০ মার্চ ২০১৯ ১২ পুনিত পাঠক
১০ বুলগেরিয়া ২২ ২২ ফেব্রুয়ারি ২০২০ ২৬ জুলাই ২০২০ ১০ কারিশমা তান্না
১১ দক্ষিণ আফ্রিকা ২২ ১৭ জুলাই ২০২১ ২৬ সেপ্টেম্বর ২০২১ ১৩ অর্জুন বিজলানি
১২ ২৬ ২ জুলাই ২০২২ ২৫ সেপ্টেম্বর ২০২২ ১৪ তুষার কালিয়া
১৩ ২৭ ১৫ জুলাই ২০২৩ ১৪ অক্টোবর ২০২৩ ১৪ ডিনো জেমস
১৪ রোমানিয়া ২০ ২৭ জুলাই ২০২৪ ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১২ করণ বীর মেহরা
স্পিন-অফ
ফারাহ খান
রোহিত শেট্টি
দক্ষিণ আফ্রিকা ১০ ১ আগস্ট ২০২০ ৩০ আগস্ট ২০২০ নিয়া শর্মা

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Meet the contestants of Fear Factor-Khatron Ke Khiladi 5"The Times of India। ৩০ জানুয়ারি ২০১৪। 

বহিঃসংযোগ

[সম্পাদনা]