ক্লাব কোলা
প্রকার | কোমল পানীয় |
---|---|
উৎপত্তির দেশ | পূর্ব জার্মানি |
প্রবর্তন | ১৯ এপ্রিল ১৯৬৭ |
ক্লাব কোলা হল একটি জার্মান কোলা কোমল পানীয়।
মূলত জার্মানির সোশ্যালিস্ট ইউনিটি পার্টি এবং অন্যান্য সরকারী সংস্থার অনুরোধে তৈরি করা হয়েছিল, ক্লাব কোলা তৈরি করা হয়েছিল পূর্ব জার্মানির নিজস্ব কোলা কোমল পানীয় যাতে পশ্চিমা বিশ্বে বিক্রি হওয়া স্বাদ এবং চেহারায় একই রকম হয়।
সরকার ১৯৬৬ লাইপজিগ বসন্ত মেলায় পানীয় তৈরির জন্য একটি প্রকল্প ঘোষণা করেছিল।[১] ১৯ এপ্রিল ১৯৬৭ সালে পূর্ব বার্লিনে প্রথম ক্লাব কোলা বোতলজাত করা হয়। এই কোমল পানীয়টি পূর্ব জার্মান নাগরিকদের কাছে এতটাই জনপ্রিয় ছিল যে ১৯৭২ সালের লিপজিগ বসন্ত মেলায় ক্লাব কোলাকে কোমল পানীয় বিভাগে স্বর্ণ পদকে ভূষিত করা হয়েছিল।
আজকের ক্লাব কোলা
[সম্পাদনা]১৯৯২ সালে, স্প্রিকুয়েল মিনারেলব্রুনেন জিএমবিএইচ-এর নতুন ব্যবস্থাপনায় ক্লাব কোলা জার্মান বাজারে পুনঃপ্রবর্তন করা হয় এবং এখন সারা দেশে উপলব্ধ।[২] এটি অস্টালজি থেকে উপকৃত হয়েছে, পূর্ব জার্মানির হারানো দিন ফিরে পাবার আকাঙ্খা, কিন্তু আজকে একে তরুণ মার্কা হিসেবেও প্রচার করা হচ্ছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Historie"। Club Cola। ২০১৪-০৭-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-০৫।
- ↑ "Getraenke"। Spreequell।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- নতুন ক্লাব কোলা প্রযোজকের অফিসিয়াল ওয়েবসাইট (জার্মান ভাষায়)