ক্রিস কলম্বাস (চলচ্চিত্রকার)
ক্রিস কলম্বাস | |
---|---|
জন্ম | ক্রিস জোসেফ কলম্বাস |
পেশা | পরিচালক, প্রযোজ, চিত্রনাট্যলেখক |
কর্মজীবন | ১৯৮৪–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | মনিকা ডেভেরক্স (১৯৬৩–বর্তমান) |
ক্রিস জোসেফ কলম্বাস[১] (ইংরেজি ভাষায়:Chris Columbus) (জন্ম সেপ্টেম্বর ১০,১৯৫৮) একজন মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যলেখক। হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন, হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটস, হোম অ্যালোন ইত্যাদি চলচ্চিত্রে কাজের জন্য তিনি সর্বাধিক পরিচিত। কমেডি চলচ্চিত্র হোম অ্যালোন-এ কাজের জন্য তিনি ব্রিটিশ কমেডি অ্যাওয়ার্ড জিতেছেন।
প্রথম জীবন
[সম্পাদনা]ক্রিস কলম্বাস ১৯৫৮ সালে পেনসিলভানিয়ার স্প্যাংলারে জন্মগ্রহণ করেন। তবে তিনি ইয়ংসটাউন, ওহাইওতে বড় হয়েছেন। তার বাবার নাম অ্যালেক্স মাইকেল কলম্বাস, তিনি অ্যালুমিনিয়াম ও কয়লা খনির শ্রমিক। কলম্বাসের মায়ের নাম মেরি আইরিন, তিনি কারখানার কর্মচারী।[২][৩][৪] ক্রিস কলম্বাস ইতালি ও চেক বংশোদ্ভূত মার্কিন নাগরিক।[৫] ওহাইওর জন এফ.কেনেডি হাই স্কুল থেকে তিনি পড়ালেখা করেছেন। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কলম্বাস স্নাতক সম্পন্ন করেছেন। সেখানে তিনি বিখ্যাত আমেরিকান চলচ্চিত্র, নির্মাতা, প্রযোজক ও চিত্রনাট্যলেখক চার্লি কফম্যানের সহপাঠী ছিলেন।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ http://www.usitc.gov/publications/337/pub1815.pdf
- ↑ Wazir, Burhan (২০০১-১০-২৮)। "Hogwarts and all"। The Guardian। London। সংগ্রহের তারিখ ২০১০-০৪-২৮।
- ↑ http://www.filmreference.com/film/13/Chris-Columbus.html
- ↑ Europa Publications (২০০৩)। The International Who's Who 2004। Routledge। পৃষ্ঠা 346। ISBN1857432177।
- ↑ Janusonis, Michael (১৯৯৩-১১-২৮)। "Chris Columbus discovers a new joy in directing 'Mrs. Doubtfire'"। Providence Journal। ২০১২-০৭-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-১১-০৫।
- ↑ Box Office Prophets