কে অমরনাথ শেঠি
কোডম্যান অমরনাথ শেঠি (১৯৩৯/৪০ - ২৭ জানুয়ারী ২০২০) [১] একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি ১৯৮৩-১৯৯৯ সাল অব্দি কর্ণাটক সরকারের মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। [২][৩] তিনি রোটারি শিক্ষাপ্রতিষ্ঠান মুদাবিদ্রির সভাপতি ছিলেন। তিনি কর্ণাটকের জেডিএস পার্টির অন্যতম প্রধান সদস্য ছিলেন।
জীবনী
[সম্পাদনা]অমৃনাথ বড় হয়েছেন মোড়বিদ্রিতে। তিনি ১৯৬৫ সালে রাজনীতিতে যোগ দেন। তিনি করকাল তালুকের পলদকা পঞ্চায়েত সভাপতি, মোড়বিদ্রি টাউন পঞ্চায়েতের চেয়ারম্যান, তালুক মার্কেটিং সোসাইটি, করকাল, কো-অপারেটিভ সার্ভিস ব্যাংক ও দক্ষিণারঞ্জন কন্নড় জেলার জনতা পার্টির সভাপতি হন। ১৯৮৩ সালে তিনি প্রথমবারের জন্য মোড়বিদ্রি আসন থেকে কর্ণাটক বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন। ১৯৮৭ এবং ১৯৯৪ সালে তিনি আবার একই আসনের থেকে আবারও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। [৪][৫][৬] বিধায়ক থাকাকালীন তিনি কর্ণাটক সরকারের মন্ত্রী হিসাবে পর্যটন ও ধর্মীয় অনুদান মন্ত্রকের দায়িত্ব পালন করেছিলেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "JD(S) leader K Amarnath Shetty passes away"। Deccan Herald (ইংরেজি ভাষায়)। ২০২০-০১-২৭। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৬।
- ↑ "Freedom fighter invited to presidential banquet"। Chennai, India: the Hindu। ৮ আগস্ট ২০০৫। ১৪ ডিসেম্বর ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১০।
- ↑ "Mega job fair in Moodabidre from today"। Deccan Herald। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১০।
- ↑ "Statistical Report" (পিডিএফ)। Election Commission of India। ৭ অক্টোবর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১০।
- ↑ "Statistical Report" (পিডিএফ)। Election Commission of India। ৬ অক্টোবর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১০।
- ↑ "Statistical Report" (পিডিএফ)। Election Commission of India। ৬ অক্টোবর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১০।
ভারতীয় রাজনীতিবিদ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |