বিষয়বস্তুতে চলুন

কুপতলা ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কুপতলা
ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাগাইবান্ধা জেলা
উপজেলাগাইবান্ধা সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন[]
 • মোট৫৩.৭৪২ বর্গকিমি (২০.৭৫০ বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি ৬)

কুপতলা ইউনিয়ন বাংলাদেশের গাইবান্ধা সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

আয়তন

[সম্পাদনা]

এই ইউনিয়নের আয়তন ৫১২৫ একর (২০.৭৫ বর্গ কিলোমিটার)।[]

অবস্থান

[সম্পাদনা]

গাইবান্ধা জেলা শহর থেকে ৯ কি.মি. উত্তর পশ্চিমে গাইবান্ধা হাট লক্ষীপুর সড়ক ঘেষে গোডাউনবাজার নামক স্থানে সদর উপজেলার কুপতলা ইউনিয়নের অবস্থান।[]

প্রশাসনিক এলাকা

[সম্পাদনা]

এর পূর্বে খোলাহাটি ও ঘাগোয়া এবং লক্ষীপুর ইউপি দক্ষিণে খোলাহাটি, বল্লমঝাড় ইউপি, পশ্চিমে কামারপাড়া এবং উত্তরে লক্ষীপুর ইউপি।

ইতিহাস

[সম্পাদনা]

নামকরণ

[সম্পাদনা]

কথিত আছে অনেক আগে গোডাউন বাজারে বিরাট বড় কুপ ছিল সে থেকেই এ এলাকার নামকরণ হয় কুপতলা।

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

ইউনিয়নের জনসংখ্যা পুরুষ ১৩,৯৪০ জন ও মহিলা ১৪,৮৯৩ জন।

শিক্ষা

[সম্পাদনা]

শিক্ষার হার ৬৮%।

অর্থনীতি

[সম্পাদনা]

এ ইউনিয়নের বেশির ভাগ লোক কৃষি কাজ করে।

উল্লেখযোগ্য ব্যক্তি

[সম্পাদনা]

বিবিধ

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "কুপতলা ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]