কালজানি নদী
অবয়ব
কালজানি নদী (বাংলা: কালজানী) তোরশা নদীর একটি উপনদী যা হিমালয়ের পাদদেশে ভুটানে উৎপন্ন হয়ে (26′50 ' 24′N 89′26 ' 28′E) ভুটান ও ভারতের মধ্য দিয়ে উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়ে তোরশা নদীর সাথে মিলিত হয়েছে (26ʼ16 ' 25′N 89ʼ35 ' 01′E)। যা আবার ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়ে পদ্মা নদীতে পড়েছে এবং সবশেষে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে। কালজানি নদী এবং এর উপনদীগুলি ডুয়ার্সের প্রধান আকর্ষণ । কালজানির প্রধান উপনদীগুলি হল ডিমা ,নোনাই প্রভৃতি ।[১] এই নদীর বেশিরভাগ অংশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত । ১৯৯৩ সালে আলিপুরদুয়ার, হ্যামিলটানগঞ্জএর মতো শহরগুলি নদীকে শহরে প্রবেশ করতে দেওয়ার সময় বাঁধের রক্ষণাবেক্ষণ প্রাচীর ফুটো হয়ে যায় এবং শত শত মানুষ ও প্রাণী মারা যায়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ http://www.tourzones.com/place.php?id=Kaljani River ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১১ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে Kaljani River – Jalpaiguri