কাটাছড়া ইউনিয়ন
কাটাছড়া | |
---|---|
ইউনিয়ন | |
৭নং কাটাছড়া ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে কাটাছড়া ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৪৮′৫৩″ উত্তর ৯১°৩০′৪৫″ পূর্ব / ২২.৮১৪৭২° উত্তর ৯১.৫১২৫০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | মীরসরাই উপজেলা |
সরকার | |
• প্রশাসক | প্রশান্ত চক্রবর্তি[১] |
আয়তন | |
• মোট | ১৩.৯৫ বর্গকিমি (৫.৩৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩০,০৩৮ |
• জনঘনত্ব | ২,২০০/বর্গকিমি (৫,৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৬.৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি ৬) |
পোস্ট কোড | ৪৩২২ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
কাটাছড়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
আয়তন
[সম্পাদনা]কাটাছড়া ইউনিয়নের আয়তন ৩,৪৪৬ একর (১৩.৯৫ বর্গ কিলোমিটার)।[২]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কাটাছড়া ইউনিয়নের মোট জনসংখ্যা ২৩,৫৯৬ জন। এর মধ্যে পুরুষ ১০,৭৩০ জন এবং মহিলা ১২,৮৬৬ জন। মোট পরিবার ৪,৩৬৬টি।[২]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]মীরসরাই উপজেলার মধ্যাংশে কাটাছড়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে দুর্গাপুর ইউনিয়ন, উত্তরে জোরারগঞ্জ ইউনিয়ন ও ওসমানপুর ইউনিয়ন, পশ্চিমে ইছাখালী ইউনিয়ন এবং দক্ষিণে মিঠানালা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]কাটাছড়া ইউনিয়ন মীরসরাই উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার জোরারগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৮নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১ এর অংশ। এটি ১০টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[৩]
- তেমুহানী
- মুরাদপুর
- তেতৈয়া
- গোয়াতলী
- ইদিলপুর
- শিকার জনার্দ্দনপুর
- মধ্যম কাটাছড়া
- উত্তর কাটাছড়া
- পশ্চিম কাটাছড়া
- পূর্ব কাটাছড়া
- পূর্ব বাড়িয়াখালী
- পশ্চিম বাড়িয়াখালী
- বাড়িয়াখালী
- পশ্চিম দুর্গাপুর
- বামনসু্ন্দর
- পূর্ব বামনসুন্দর
- দক্ষিণ বামনসুন্দর
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কাটাছড়া ইউনিয়নের সাক্ষরতার হার ৫৬.৫%।[২] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি দাখিল মাদ্রাসা, ১২টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি কিন্ডারগার্টেন রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- মাধ্যমিক বিদ্যালয়[৪]
- ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়
- বামনসুন্দর ফকির আহমদ উচ্চ বিদ্যালয়
- মাদ্রাসা[৫]
- তেতৈয়া দাওয়াতুল ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- বামনসুন্দর ফারুকিয়া দাখিল মাদ্রাসা
- বাড়িয়াখালী মাওলানা লকিয়ত উল্লাহ দাখিল মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- আহমদ আলী মিয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর কাটাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ওয়াহেদুন্নেসা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাটাছড়া আবদুস ছাত্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তেতৈয়া নবতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তেমুহানী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম কাটাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম বাড়িয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব বাড়িয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বামনসুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মুরাদপুর ফাতেমা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কিন্ডারগার্টেন[৬]
- বাইতুন্নজির একাডেমী
- বামনসুন্দর আইডিয়াল স্কুল
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]কাটাছড়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক মীরসরাই-কাটাছড়া সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
ধর্মীয় উপাসনালয়
[সম্পাদনা]কাটাছড়া ইউনিয়নে ৪৪টি মসজিদ, ১০টি ঈদগাহ ও ৩টি মন্দির রয়েছে।
হাট-বাজার
[সম্পাদনা]কাটাছড়া ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হলো:
- আবদুস ছত্তার ভূঁইয়ার হাট
- আবুর হাট (পূর্ব অংশ)
- এছহাক ড্রাইভার হাট
- তেতৈয়া বাজার
- নজরুল বাজার
- বামনসু্ন্দর দারোগার হাট বাজার
জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: পদশূন্য।
- চেয়ারম্যানগণের তালিকা[৭]
ক্রম নং. | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | কেফায়েত উল্লাহ | ১৯৭২-১৯৭৭ |
০২ | আবুল বশর চৌধুরী | ১৯৭৭-১৯৮৪ |
০৩ | আলম মোহাম্মদ আবু মুছা |
১৯৮৪-১৯৮৮ |
০৪ | সফি আহমদ | ১৯৮৮-১৯৯২ |
০৫ | এডভোকেট আলীউল কবির ইকবাল |
১৯৯২-১৯৯৮ |
০৬ | রেজাউল করিম চৌধুরী হুমায়ুন | ১৯৯৮-২০১০ |
০৭ | নুরুল আনোয়ার | ২০১০-২০২৪ |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "মিরসরাই উপজেলায় ১৫ ইউনিয়নে নতুন প্রশাসক"। নয়াদিগন্ত। ১৯ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২০।
- ↑ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - কাটাছরা ইউনিয়ন - কাটাছরা ইউনিয়ন"। katachharaup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - কাটাছরা ইউনিয়ন - কাটাছরা ইউনিয়ন"। katachharaup.chittagong.gov.bd।
- ↑ "মাদ্রাসা - কাটাছরা ইউনিয়ন - কাটাছরা ইউনিয়ন"। katachharaup.chittagong.gov.bd।
- ↑ "অন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠান - কাটাছরা ইউনিয়ন - কাটাছরা ইউনিয়ন"। katachharaup.chittagong.gov.bd।
- ↑ "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - কাটাছরা ইউনিয়ন - কাটাছরা ইউনিয়ন"। katachharaup.chittagong.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]