কাজী রোজী
মাননীয় সংসদ সদস্য কাজী রোজী | |
---|---|
পূর্বসূরী | সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া |
১০ম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন-৪১ আসন আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২০ মার্চ ২০১৪ – ৩০ ডিসেম্বর ২০১৮ | |
সংখ্যাগরিষ্ঠ | বাংলাদেশ আওয়ামী লীগ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | সাতক্ষীরা | ১ জানুয়ারি ১৯৪৯
মৃত্যু | ২০ ফেব্রুয়ারি ২০২২ | (বয়স ৭৩)
নাগরিকত্ব | বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | লেখক, রাজনীতিবিদ |
ধর্ম | ইসলাম |
পুরস্কার |
|
কাজী রোজী (১ জানুয়ারি ১৯৪৯ - ২০ ফেব্রুয়ারি ২০২২) একজন বাংলাদেশী কবি ও রাজনীতিবিদ যিনি দশম জাতীয় সংসদে সংরক্ষিত নারী (আসন-৪৩) আসনের সংসদ সদস্য ছিলেন।[১] তিনি জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে প্রথমাবস্থায় নির্বাচিত অপর ৪৭ জন সদস্যের সাথে ২০১৪ সালের ১৯ মার্চ “সংসদ সদস্য” পদে নির্বাচিত হন।[২] তিনি কবিতায় বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার [৩] ও ২০২১ সালের বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক লাভ করেন।[৪]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]কাজী রোজী ১৯৪৯ সালের ১ জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন।[৫] তার পিতার নাম কাজী শহীদুল ইসলাম। শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।[৫] কর্মজীবনে সরকারি চাকুরীতে যোগদান করেন এবং ২০০৭ সালে তথ্য অধিদফতরের একজন কর্মকর্তা হিসেবে অবসর গ্রহণ করেন।
লেখক
[সম্পাদনা]রোজী ১৯৬০-এর দশকে কবিতা লেখা শুরু করেন। রোজীর উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো:
- পথঘাট মানুষের নাম (কাব্যগ্রন্থ)
- নষ্ট জোয়ার (কাব্যগ্রন্থ)
- আমার পিরানের কোনো মাপ নেই (কাব্যগ্রন্থ)
- লড়াই (কাব্যগ্রন্থ)
- শহীদ কবি মেহেরুন নেসা (জীবনী গ্রন্থ)
- রবীন্দ্রনাথ : রসিকতার কবিতা (গবেষণা গ্রন্থ)
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]কাজী রোজী ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের[৬][৭] ধারাবাহিকতায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে সাতক্ষীরা জেলার জন্য নির্ধারিত সংরক্ষিত নারী আসন (৪৩ নং) থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।[১][৫] জাতীয় সংসদের গ্রন্থাগার সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
মানবতাবিরোধী অপরাধের সাক্ষী
[সম্পাদনা]বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি যুদ্ধাপরাধী ও তৎকালীন জামায়াতে ইসলামীর রাজনীতিবিদ আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী হিসেবে সাক্ষ্য প্রদান করেন।[৮]
রোজী ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন।[৯]
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১৮)
- অনন্যা সাহিত্য পুরস্কার (২০১৯)
- সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার (২০১৩)
- একুশে পদক (২০২১)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "১০ম জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা)"। www.parliament.gov.bd। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২০১৯-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৮।
- ↑ "৪৮ নারী এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম অনলাইন। ১৯ মার্চ ২০১৪। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৮।
- ↑ "কাজী রোজীসহ বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন ৪ জন"। চ্যানেল আই। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৯।
- ↑ "কাজী রোজি, গোলাম মুরশিদ, আসাদসহ ২১ জন পাচ্ছেন একুশে পদক"। বিডি নিউজ ২৪। ২০২১-০২-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৪।
- ↑ ক খ গ "Constituency 341_10th_Bn"। www.parliament.gov.bd। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২০১৯-০১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৮।
- ↑ "বাংলাদেশের সংসদ নির্বাচনের ইতিহাস"। ডয়েচ ভেল অনলাইন। ৩১ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৮।
- ↑ "বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ১৯৭৩-২০১৪"। সিএসবি নিউজ অনলাইন। ১৪ আগস্ট ২০১৬। ১৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৮।
- ↑ "নীরব ঘাতকের সঙ্গে কবি কাজী রোজীর দুই দশক"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৯।
- ↑ রিপোর্ট, স্টার অনলাইন (২০ ফেব্রুয়ারি ২০২২)। "কবি কাজী রোজী মারা গেছেন"। ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- মাননীয় সংসদ সদস্য কাজী রোজী ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৯-০১-১৬ তারিখে - বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক প্রকাশিত সংক্ষিপ্ত জীবনী।
- ১০ম জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৯-০১-১৬ তারিখে - বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক প্রকাশিত ১০ম জাতীয় সংসদ সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা।
- ১৯৪৯-এ জন্ম
- বাংলাদেশী মুসলিম
- সাতক্ষীরা জেলার ব্যক্তি
- রাজনীতিতে বাংলাদেশী নারী
- দশম জাতীয় সংসদ সদস্য
- জাতীয় সংসদের মহিলা সদস্য
- কবিতায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী
- বাংলাদেশী কবি
- ভাষা ও সাহিত্যে একুশে পদক বিজয়ী
- ২০২১-এ একুশে পদক বিজয়ী
- ২০২০-এ মৃত্যু
- বাঙালি লেখক
- ২০২২-এ মৃত্যু
- ২১শ শতাব্দীর বাংলাদেশী নারী রাজনীতিবিদ
- বাংলাদেশী নারী কবি
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী
- একুশে পদক বিজয়ী
- বাংলাদেশে কোভিড-১৯ বৈশ্বিক মহামারীতে মৃত্যু