কর্ণাটক রাজ্য ফুটবল অ্যাসোসিয়েশন
অবয়ব
সংক্ষেপে | কেএসএফএ |
---|---|
গঠিত | ১৯০৮ (মহীশূর ফুটবল অ্যাসোসিয়েশন হিসেবে)[১] |
সদরদপ্তর | বেঙ্গালুরু |
যে অঞ্চলে কাজ করে | কর্ণাটক, ভারত |
সদস্যপদ | ৩১টি জেলা অ্যাসোসিয়েশন |
সভাপতি | এন এ হারিস |
সচিব | এম সত্যনারায়ণ |
প্রধান প্রতিষ্ঠান | সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) |
ওয়েবসাইট | www |
কর্ণাটক রাজ্য ফুটবল অ্যাসোসিয়েশন (সংক্ষেপে কেএসএফএ ), পূর্বে মহীশূর ফুটবল অ্যাসোসিয়েশন, ৩৭টি ভারতীয় রাজ্য ফুটবল অ্যাসোসিয়েশনগুলির মধ্যে একটি যেগুলি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সাথে অনুমোদিত।[২] কেএসএফএ ভারতের কর্ণাটক রাজ্যে অ্যাসোসিয়েশন ফুটবল পরিচালনা করে। পুরুষ ও মহিলা পেশাদার লিগ এর অধীনে কাজ করে। জানুয়ারি ২০১৭ থেকে, এনএ হারিস সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।[৩] এটি সন্তোষ ট্রফি এবং সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য রাজ্য দল পাঠায়। এম. সত্যনারায়ণ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং রাজ্য পরিচালনা পর্ষদে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন।
পটভূমি
[সম্পাদনা]কর্ণাটক রাজ্য ফুটবল অ্যাসোসিয়েশন (কেএসএফএ) হল কর্ণাটক রাজ্যের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এটি ১৯০৮ সালে শুরু হয়েছিল, যা তখন মহীশূর ফুটবল অ্যাসোসিয়েশন (এমএফএ) নামে পরিচিত ছিল।
প্রতিযোগিতা
[সম্পাদনা]পুরুষদের ক্লাব
[সম্পাদনা]স্তর | প্রতিযোগিতা | গঠন |
---|---|---|
১ম (ভারতীয় ফুটবল পিরামিডে স্তর ৪র্থ) |
বেঙ্গালুরু সুপার ডিভিশন ↓ অবনতি |
২০০১ |
২য় (ভারতীয় ফুটবল পিরামিডে স্তর ৫ম) |
বেঙ্গালুরু এ ডিভিশন ↑ পদোন্নতি ↓প্রস্থান |
১৯৯৪ |
৩য় (ভারতীয় ফুটবল পিরামিডে স্তর ৬ষ্ঠ) |
বেঙ্গালুরু বি বিভাগ ↑ পদোন্নতি ↓অবনতি |
|
৪র্থ (ভারতীয় ফুটবল পিরামিডে স্তর ৭ম) |
বেঙ্গালুরু সি ডিভিশন ↑ পদোন্নতি |
|
- | কর্ণাটক ফুটবল লিগ | -[৪] |
মহিলাদের ক্লাব
[সম্পাদনা]স্তর | প্রতিযোগিতা | |
---|---|---|
জাতীয় | অবস্থা | |
২য় | ৭ম | কর্ণাটক মহিলা লিগ |
আরো দেখুন
[সম্পাদনা]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Kausik Bandyopadhyay (২৯ নভেম্বর ২০২০)। "Scoring Off the Field: Football Culture in Bengal, 1911–80"। Taylor & Francis।
- ↑ "Karnataka State Football Association"। All India Football Federation। the-aiff.com।
- ↑ Cyriac, Biju Babu (১৭ জানুয়ারি ২০১৭)। "After 28 years, Khaleel steps down as KSFA president"। The Times of India। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "KSFA Projects"। KSFA।