ওয়েলকাম মেট্রো স্টেশন
অবয়ব
ওয়েলকাম মেট্রো স্টেশন দিল্লি মেট্রোর রেড লাইন ও পিঙ্ক লাইনকে সংযোগকারী মেট্রো স্টেশন।[১] দিল্লির প্রথম ও তৃতীয় পর্যায়ে তৈরি মেট্রো স্টেশন গুলির মধ্যে এটি একটি।[২]
স্টেশন বিন্যাস
[সম্পাদনা]রেড লাইনের স্টেশন বিন্যাস
জি | সড়ক স্তর | প্রস্থান/প্রবেশ |
এম | মধ্যবর্তী তল | ভাড়া নিয়ন্ত্রণ, স্টেশন এজেন্ট, টিকিট/টোকেন, দোকান |
পি | পূর্বদিকগামী | প্ল্যাটফর্ম ২ → গন্তব্য স্টেশন →শহীদস্থল পরবর্তী স্টেশন শাহদরা |
দ্বীপ প্ল্যাটফর্ম, দরজা ডান দিকে খুলবে | ||
পশ্চিমদিকগামী | প্ল্যাটফর্ম ১ ← গন্তব্য স্টেশন ←রিঠালা পরবর্তী স্টেশন সীলমপুর |
পিঙ্ক লাইনের স্টেশন বিন্যাস
জি | সড়ক স্তর | প্রস্থান/প্রবেশ |
এল১ | মধ্যবর্তী তলা | ভাড়া নিয়ন্ত্রণ, স্টেশন এজেন্ট, মেট্রো কার্ড ভেন্ডিং মেশিন, ক্রসওভার |
এল২ | পার্শ্ব প্ল্যাটফর্ম নং- ৩, দরজা বাম দিকে খুলবে | |
দক্ষিণদিকগামী | গন্তব্য স্টেশন →শিব বিহার পরবর্তী স্টেশন জাফরাবাদ | |
উত্তরদিকগামী | → গন্তব্য স্টেশন ←মজলিস পার্ক পরবর্তী স্টেশন পূর্ব আজাদনগর | |
পার্শ্ব প্ল্যাটফর্ম নং- ৪, দরজা বাম দিকে খুলবে | ||
এল২ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Station Information"। সংগ্রহের তারিখ ২০১০-০৬-২৬।
- ↑ Banerjee, Rumu (২ জুলাই ২০১২)। "Under Phase III, Metro plans Welcome station makeover"। The Times of India। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৭।