বিষয়বস্তুতে চলুন

ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব
একদিনের ম্যাচ নামওয়ারউইকশায়ার বিয়ার্স
টোয়েন্টি২০ নামবার্মিংহাম বিয়ার্স
কর্মীবৃন্দ
অধিনায়কপ্রথম-শ্রেণী ও লিস্ট এ
জিতেন প্যাটেল
টি২০ অধিনায়ক
শূন্য
কোচজিম ট্রাফটন
বিদেশি খেলোয়াড়জিতেন প্যাটেল
দলের তথ্য
প্রতিষ্ঠা১৮৮২
স্বাগতিক মাঠএজবাস্টন
ধারণক্ষমতাপ্রায় ২৫,০০০
ইতিহাস
প্রথম শ্রেণী অভিষেকনটিংহ্যামশায়ার
১৮৯৪ সালে
ট্রেন্ট ব্রিজ
চ্যাম্পিয়নশীপ জয়
ওয়ান-ডে কাপ/প্রো৪০/সানডে লীগ জয়
এফপি ট্রফি জয়
টি২০ ব্ল্যাস্ট জয়১ (২০১৪)
দাপ্তরিক ওয়েবসাইটWarwickshireCCC.com

ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব (ইংরেজি: Warwickshire County Cricket Club) ইংল্যান্ডের ওয়ারউইকশায়ারে অবস্থিত একটি প্রথম-শ্রেণীর ক্রিকেট ক্লাব। ইংল্যান্ডের আঠারোটি ইংরেজ প্রথম-শ্রেণীর কাউন্টির অন্যতম ওয়ারউইকশায়ারের প্রতিনিধিত্বকারী দল এটি। ৫০-ওভারের ক্রিকেট খেলায় দলটি ওয়ারউইকশায়ার বিয়ার্স ও টি২০ খেলায় বার্মিংহাম বিয়ার্স নামে পরিচিত।

১৮৮২ সালে ক্ষুদ্রতর মর্যাদা নিয়ে ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। ১৮৯৪ সাল পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলার বাইরে অবস্থান করলেও ১৮৯৫ সালের কাউন্টি চ্যাম্পিয়নশীপের মাধ্যমে প্রথম-শ্রেণীর মর্যাদা পায়। এরপর থেকেই ইংল্যান্ডের ঘরোয়া সকল স্তরের শীর্ষস্থানীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছে।[]

ওয়ারউইকশায়ারের পোশাক কালো ও সোনালী। শার্টের যোগানদাতা প্রতিষ্ঠান হচ্ছে গালিভার্স স্পোর্টস ট্রাভেল। দক্ষিণ বার্মিংহামে অবস্থিত টেস্টএকদিনের আন্তর্জাতিক খেলা আয়োজনে ব্যবহৃত এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে ক্লাবটি নিজেদের অনুশীলনী কর্ম সম্পাদন করে।

সম্মাননা

[সম্পাদনা]

প্রথম একাদশের সম্মাননা

[সম্পাদনা]
দ্বিতীয় বিভাগ (১) – ২০০৮, ২০১৮
দ্বিতীয় বিভাগ (১) – ২০০৯

দ্বিতীয় একাদশের সম্মাননা

[সম্পাদনা]

অধিনায়কের তালিকা

[সম্পাদনা]
সময়কাল নাম
১৮৮২–১৮৮৩ ইংল্যান্ড ডি. বুকানন
১৮৮৪–১৮৮৬ ইংল্যান্ড এইচ. রদারহাম
১৮৮৭–১৯০১ ইংল্যান্ড এইচ. ডব্লিউ. বেইনব্রিজ
১৯০২ ইংল্যান্ড এইচ. ডব্লিউ. বেইনব্রিজ
ইংল্যান্ড টি. এস. ফিশউইক
১৯০৩–১৯০৬ ইংল্যান্ড জে. এফ. ব্রায়ার্ন
১৯০৭ ইংল্যান্ড টি. এস. ফিশউইক
ইংল্যান্ড জে. এফ. ব্রায়ার্ন
১৯০৮–১৯০৯ ইংল্যান্ড এ. সি. এস. গ্লোভার
১৯১০ ইংল্যান্ড এইচ. জে. গুডউইন
১৯১১–১৯১৪ ইংল্যান্ড এফ. আর. ফস্টার
১৯১৯ ইংল্যান্ড জি. ডব্লিউ. স্টিফেন্স
১৯২০–১৯২৯ ইংল্যান্ড ‌এফ. এস. জি. ক্যালথর্প
১৯৩০–১৯৩৭ ইংল্যান্ড ‌আর. ই. এস. ওয়াট
১৯৩৮–১৯৪৭ ইংল্যান্ড পি. ক্র্যানার
১৯৪৮ ইংল্যান্ড এইচ. ই. ডলারি
ইংল্যান্ড আর. এইচ মডস্লে
১৯৪৯–১৯৫৫ ইংল্যান্ড এইচ. ই. ডলারি
১৯৫৬ ইংল্যান্ড ডব্লিউ. ই. হোলিস
১৯৫৭–১৯৬৭ ইংল্যান্ড এম. জে. কে. স্মিথ
১৯৬৮–১৯৭৪ ইংল্যান্ড এ. সি. স্মিথ
১৯৭৫–১৯৭৭ ইংল্যান্ড ডি. জে. ব্রাউন
১৯৭৮–১৯৭৯ ইংল্যান্ড জে. হোয়াইটহাউজ
১৯৮০–১৯৮৪ ইংল্যান্ড আর. জি. ডি. উইলিস
১৯৮৫–১৯৮৭ ইংল্যান্ড এন. গিফোর্ড
১৯৮৮–১৯৯২ ইংল্যান্ড টি. এ. লয়েড
১৯৯৩–১৯৯৬ ইংল্যান্ড ডি. এ. রিভ
১৯৯৭ ইংল্যান্ড টি. এ. মান্টন
১৯৯৮ ত্রিনিদাদ ও টোবাগো বি. সি. লারা
১৯৯৯–২০০০ ইংল্যান্ড এন. এম. কে. স্মিথ
২০০১–২০০৩ ইংল্যান্ড এম. জে. পাওয়েল
২০০৩–২০০৫ ইংল্যান্ড এন. ভি. নাইট
২০০৬–২০০৭ জিম্বাবুয়ে এইচ. এইচ. স্ট্রিক
২০০৭–২০০৮ ইংল্যান্ড ডি. এল. ম্যাডি
২০০৯–২০১০ ইংল্যান্ড আই. জে. ওয়েস্টউড
২০১১-২০১৪ ইংল্যান্ড জে. ও. ট্রাফটন
২০১৪ ইংল্যান্ড ভি. চোপরা
২০১৫-২০১৭ ইংল্যান্ড আই. আর. বেল
২০১৮ থেকে বর্তমান নিউজিল্যান্ড জে. এস. প্যাটেল

উল্লেখযোগ্য খেলোয়াড়

[সম্পাদনা]

ইংল্যান্ড

ভারত

আয়ারল্যান্ড

কেনিয়া

নিউজিল্যান্ড

পাকিস্তান

স্কটল্যান্ড

দক্ষিণ আফ্রিকা

শ্রীলঙ্কা

ওয়েস্ট ইন্ডিজ

জিম্বাবুয়ে

ওয়ারউইকশায়ারের খেলোয়াড়দের পূর্ণাঙ্গ তালিকার জন্যে ওয়ারউইকশায়ার কাউন্ট ক্রিকেট ক্লাবের খেলোয়াড়দের তালিকা দেখুন।

রেকর্ড

[সম্পাদনা]

প্রথম-শ্রেণীর রান

[সম্পাদনা]

যোগ্যতা: কমপক্ষে ২০,০০০ রান[]

খেলোয়াড় রান
ডেনিস অ্যামিস ৩৫,১৪৬
উইলি কুয়েইফ ৩৩,৮৬২
মাইক স্মিথ ২৭,৬৭২
টম ডলারি ২৩,৪৫৮
বব ওয়াট ২১,৬৮৭

প্রথম-শ্রেণীর উইকেট

[সম্পাদনা]

যোগ্যতা: কমপক্ষে ১,০০০ উইকেট[]

খেলোয়াড় উইকেট
এরিক হোলিস ২,২০১
সিডনি স্যান্টল ১,২০৭
জ্যাকি ব্যানিস্টার ১,১৮১
যোসেফ মেয়ার ১,১৪২
টম কার্টরাইট ১,০৫৮
ডেভিড ব্রাউন ১,০০৫

অন্যান্য রেকর্ড

[সম্পাদনা]
রেকর্ডের নাম মূল্যমান ধারক প্রতিপক্ষ স্থান সাল
দলীয় সর্বমোট
সর্বোচ্চ ৮১০/৪ ডি. ডারহাম বার্মিংহাম ১৯৯৪
প্রতিপক্ষীয় সর্বোচ্চ ৮৮৭ ইয়র্কশায়ার বার্মিংহাম ১৮৯৬
সর্বনিম্ন ১৬ কেন্ট টনব্রিজ ১৯১৩
প্রতিপক্ষীয় সর্বনিম্ন ১৫ হ্যাম্পশায়ার বার্মিংহাম ১৯২২
ব্যাটিং
ব্যক্তিগত সর্বোচ্চ1 ৫০১* বিসি লারা ডারহাম বার্মিংহাম ১৯৯৪
মৌসুমে ব্যক্তিগত সর্বাধিক রান ২৪১৭ এমজেকে স্মিথ ১৯৫৯
খেলোয়াড়ী জীবনে সর্বাধিক রান ৩৫,১৪৬ ডিএল অ্যামিস ১৯৬০–১৯৮৭
প্রতি উইকেটে সেরা জুটি
১ম ৩৭৭* এনএফ হরনার
কে. ইবাদুল্লাহ
সারে দি ওভাল ১৯৬০
২য় ৪৬৫* জেএ জেমসন
রোহন কানহাই
গ্লুচেস্টারশায়ার বার্মিংহাম ১৯৭৪
৩য় ৩২৭ এসপি কিনেইর
ডব্লিউজি কুয়েইফ
ল্যাঙ্কাশায়ার বার্মিংহাম ১৯০১
৪র্থ ৪৭০ এআই কালীচরণ
জিডব্লিউ হামপেজ
ল্যাঙ্কাশায়ার সাউথপোর্ট ১৯৮২
৫ম ৩৩৫ জেও ট্রাফটন
টিআর অ্যামব্রোস
হ্যাম্পশায়ার বার্মিংহাম ২০০৯
৬ষ্ঠ ৩২৭ এলজে ইভান্স
টিআর অ্যামব্রোস
সাসেক্স বার্মিংহাম ২০১৫
৭ম ২৮৯* আইআর বেল
টি ফ্রস্ট
সাসেক্স হরশ্যাম ২০০৪
৮ম ২২৮ এজেডব্লিউ ক্রুম
আরইএস ওয়াট
ওরচেস্টারশায়ার ডাডলি ১৯২৫
৯ম ২৩৩ আইজেএল ট্রট
জেএস প্যাটেল
ইয়র্কশায়ার বার্মিংহাম ২০০৯
১০ম ২১৪ এনভি নাইট
এ রিচার্ডসন
হ্যাম্পশায়ার বার্মিংহাম ২০০২
বোলিং
ইনিংসে সেরা বোলিং পরিসংখ্যান ১০/৪১ জেডি ব্যানিস্টার কম্বাইন্ড সার্ভিসেস বার্মিংহাম (এমএন্ডবি) ১৯৫৯
খেলায় সেরা বোলিং পরিসংখ্যান ১৫/৭৬ এস হারগ্রিভ সারে ওভাল ১৯০৩
মৌসুমে সর্বাধিক উইকেট ১৮০ ডব্লিউই হোলিস ১৯৪৬
খেলোয়াড়ী জীবনে সর্বাধিক উইকেট ২২০১ ডব্লিউই হোলিস ১৯৩২-১৯৫৭
মন্তব্য
  1. ^ ১৯৯৪ সালে ব্রায়ান লারা’র সংগৃহীত অপরাজিত ৫০১ রান অদ্যাবধি বিশ্বরেকর্ড হিসেবে টিকে রয়েছে।

বার্মিংহাম বিয়ার্স

[সম্পাদনা]
বার্মিংহাম বিয়ার্স
কর্মীবৃন্দ
অধিনায়কউইল রোডস
কোচমার্ক রবিনসন
বিদেশি খেলোয়াড়কার্লোস ব্রেদওয়েট
দলের তথ্য
প্রতিষ্ঠা২০১৪
স্বাগতিক মাঠএজবাস্টন
ধারণক্ষমতা২৫,০০০
ইতিহাস
টোয়েন্টি২০ অভিষেকবনাম ইয়র্কশায়ার, ২৩ মে, ২০১৪, এজবাস্টন, বার্মিংহাম
টি২০ ব্লাস্ট জয়১ (২০১৪)
দাপ্তরিক ওয়েবসাইটবার্মিংহামবিয়ার্স.কম

টি২০আই কিট

বার্মিংহাম বিয়ার্স টি২০ ক্রিকেট দল। বার্মিংহামভিত্তিক এ দলটি ২০১৪ সালে গঠন করা হয়েছিল।[] আনুষ্ঠানিকভাবে দলটি ওয়ারউইকশায়ার বিয়ার্স নামে পরিচিত ও ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের অংশবিশেষ। বার্মিংহামের এজবাস্টনে অবস্থিত এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে দলটি তাদের অনুশীলনী কার্যে অংশগ্রহণ করে। ২০১৪ সালের টি২০ ব্ল্যাস্ট প্রতিযোগিতায় শিরোপা জয় করে। এজবাস্টনে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় তারা ল্যাঙ্কাশায়ার লাইটনিংকে পরাজিত করেছিল।[] দলের সদস্য ও কোচিং কর্মকর্তা ওয়ারউইকশায়ারের প্রথম-শ্রেণীর ক্রিকেট ও লিস্ট এ ক্রিকেট দলের অনুরূপ। পাশাপাশি টি২০ ব্ল্যাস্ট খেলায় অংশগ্রহণের জন্য অতিরিক্ত একজন বিদেশী খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করার ক্ষমতা দেয়া হয়েছে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ACS (১৯৮২)। A Guide to First-Class Cricket Matches Played in the British Isles। Nottingham: ACS। 
  2. "The Home of CricketArchive"। Cricketarchive.com। সংগ্রহের তারিখ ২০১৩-০৫-০৪ 
  3. "The Home of CricketArchive"। Cricketarchive.com। সংগ্রহের তারিখ ২০১৩-০৫-০৪ 
  4. "Birmingham experiment in the balance"ESPNCricinfo। ১৫ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৮ 
  5. "Woakes denies Flintoff as Birmingham win Blast"ESPNCricinfo। ২৩ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৮ 
  6. "Mens - Birmingham Bears"Birmingham Bears। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৮ 

গ্রন্থপঞ্জী

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]