এ্যরেটর
অবয়ব
এ্যরেটর হচ্ছে বিভিন্ন ধরনের যান্ত্রিক ডিভাইস যা এ্যরেশন প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয়। এ্যরেশন হচ্ছে বিভিন্ন তরল বা ফ্লুইড বস্তুর সাথে বায়ু মেশানোর প্রকর্িয়া(যেমন-বায়ু বা পানি)।এ্যরেটর পানির সাথে অক্সিজেন মেশাতে ব্যবহার হয়। এ্যরেটর বলতে যা বোঝাতে পারে আরোঃ
- ভাসমান প্ৃষ্ঠ এ্যরেটর, এরেশন ক্রিত লাগুনে ব্যবহার হয়।
- ফসেট এ্যরেটর
- লন এ্যরেটর
- পুকুর/খাল এ্যরেটর,পানি এরেশন করা হয়।
- ওয়াইন এ্যরেটর