এলধোস কুন্নাপ্পিল্লি
অবয়ব
এলধোস কুন্নাপ্পিল্লি ভারতের কেরালা রাজ্যের একজন রাজনীতিবিদ। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সদস্য। [১] তিনি পেরুমবাভুর নির্বাচনী এলাকা থেকে ২০১৬ সালে কেরালা রাজ্যের বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত এর্নাকুলামের জেলা পাঞ্জায়থু সভাপতি ছিলেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Eldhose Kunnappilly - Perumbavoor UDF Candidate Kerala Assembly Elections 2016, Votes, Lead"। www.keralaassembly.com।