বিষয়বস্তুতে চলুন

এলধোস কুন্নাপ্পিল্লি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এলধোস কুন্নাপ্পিল্লি ভারতের কেরালা রাজ্যের একজন রাজনীতিবিদ। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সদস্য। [] তিনি পেরুমবাভুর নির্বাচনী এলাকা থেকে ২০১৬ সালে কেরালা রাজ্যের বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত এর্নাকুলামের জেলা পাঞ্জায়থু সভাপতি ছিলেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]