এম. কমলাম
এম. কমলাম | |
---|---|
কেরালার সমবায় মন্ত্রী | |
কাজের মেয়াদ ১৯৮২ – ১৯৮৭ | |
কেরালা বিধানসভা | |
কাজের মেয়াদ ১৯৮০ – ১৯৮৭ | |
পূর্বসূরী | কে. জি. আদিয়োদি |
উত্তরসূরী | এম. পি. বীরেন্দ্র কুমার |
নির্বাচনী এলাকা | কালপেট্টা |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৪ আগস্ট ১৯২৬ |
মৃত্যু | ৩০ জানুয়ারি ২০২০ | (বয়স ৯৩)
রাজনৈতিক দল | ভারতীয় জাতীয় কংগ্রেস |
এম. কমলাম (১৪ আগস্ট ১৯২৬ – ৩০ জানুয়ারি ২০২০) ভারতের কেরালার একজন রাজনীতিবিদ ছিলেন যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি কেরালা বিধানসভার একজন বিধায়ক ছিলেন। এছাড়া, কেরালা সরকারের একজন মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করবছেন তিনি।
জীবনী
[সম্পাদনা]এম. কমলাম ১৯২৬ সালের ২৪ আগস্ট জন্মগ্রহণ করেছিলেন।[১][২] তার পিতার নাম কেলোথ কৃষ্ণাণ ও মায়ের নাম কেলোথ জানকী। তিনি সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদস্য ছিলেন।[৩] এছাড়া, তিনি কেরালা প্রদেশ কংগ্রেস কমিটির সহসভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।[৪] তিনি কেরালা নারী কমিশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।[৫]
কালিকট পৌরনিগমের কাউন্সিলর হিসেবে কর্মজীবন শুরু হয় ভি. কমলামের।[৬] ১৯৭৫ সালে জরুরি অবস্থা জারি করার প্রতিবাদে কংগ্রেস থেকে পদত্যাগ করে জনতা পার্টিতে যোগদান করেন। ১৯৭৭ সালে ষষ্ঠ লোকসভা নির্বাচনে কালিকট থেকে নির্বাচনে লড়লেও নির্বাচনে হেরেছিলেন তিনি। তিনি ১৯৮০ সালে কালপেট্টি থেকে কেরালা বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে নির্বাচিত হন।[৭] পরবর্তীতে, তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেছিলেন।[৬] ১৯৮২ সালেও তিনি কালপেট্টা বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[৮] ১৯৮২ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত তিনি কেরালা সরকারের সমবায় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।[৯]
ভি. কমলাম এম. স্বামীকুট্টির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।[১] তাদের চার পুত্র ও এক কন্যা ছিল। তাদের পুত্রদের নাম এম. যতীন্দ্রদাস, এম. মুরালি ও এম. রাজাগোপাল এবং তাদের একমাত্র কন্যার নাম পদ্মজা চারুদাথান।[৪]
ভি. কমলাম ২০২০ সালের ৩০ জানুয়ারি কালিকটের নাদাক্কাভুর নিকটে অবস্থিত নিজ বাসভবনে ৯৩ বছর বয়সে প্রয়াত হন।[২][১০]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "M . KAMALAM"। Kerala Legislative Assembly। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২০।
- ↑ ক খ "Former Kerala Minister M. Kamalam passes away at 93"। The Hindu। ৩০ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২০।
- ↑ "Veteran Congress leader Kamalam dead"। Business Standard। ৩০ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "Former minister M Kamalam passes away"। Mathrubhumi। ৩০ জানুয়ারি ২০২০। ৩০ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২০।
- ↑ "Veteran Congress leader Kamalam passes away"। The Telegraph। ৩০ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২০।
- ↑ ক খ "Former Kerala minister M Kamalam dies at 94"। The Times of India। ৩০ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২০।
- ↑ "Kerala Assembly Election Results in 1980"। www.elections.in। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২০।
- ↑ "Winners of Kerala Assembly elections 1982 with victory margins"। Kerala Legislative Assembly। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০।
- ↑ "M Kamalam, veteran Congress leader and former Kerala minister passes away"। The Indian Express। ৩০ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২০।
- ↑ "Veteran Congress leader Kamalam dead"। The Hans India। ৩০ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২০।