এম্পারর
এম্পারর | |
---|---|
প্রাথমিক তথ্য | |
উদ্ভব | নটোড্ডেন, নরওয়ে |
ধরন | সিম্ফোনিক ব্ল্যাক মেটাল , ব্ল্যাক মেটাল (প্রথমদিকে) |
কার্যকাল | ১৯৯১-২০০১, ২০০৬, ২০০৭ |
লেবেল | সেঞ্চুরি মিডিয়া, ক্যান্ডেল লাইট রেকর্ডস, নিউক্লিয়ার ব্ল্যাস্ট রেকর্ডস |
সদস্য | ইহসান সামথ ট্রাইম টোরসন |
ওয়েবসাইট | emperorhorde |
এম্পারর ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হওয়া একটি নরওয়েজিয়ান ব্ল্যাক মেটাল ব্যান্ড। তারা ২০০১ সালে বিভক্ত হয়ে যায় ও ২০০৬ এবং ২০০৭ সালে পুনরায় একত্রিত হয় ইংল্যান্ড ট্যুর ও কিছু উৎসবে অংশ নেওয়ার জন্য। এ ব্যান্ডটি প্রতিষ্ঠিত হয় সামথ ড্রামসে ও ইহসান ভোকাল ও গিটারে। পরে মরটিস বেজ গিটারে ও ফাউস্ট ড্রামসে যোগ দেয় ও সামথ রিদম গিটারে চলে আসে। ১৯৯২ সালে সামথ অন্যান্য ব্ল্যাক মেটাল ব্যান্ডের সদস্যদের সাথে নিয়ে নরওয়ের একটি প্রাচীন গির্জায় আগুন দেয়। ঐ বছরই ফাউস্টকে মাগনে আন্ডিয়েসন নামক একজন সমকামী ব্যক্তি প্রস্তাব দেয় লিলিহ্যামার নামের স্থানের অলিম্পিক পার্কে যৌনকর্মে লিপ্ত হওয়ার জন্য। ফাউস্ট রাজি হয় ও পার্শ্ববর্তী জঙ্গলে তারা যায়। এক পর্যায়ে ঐ ব্যক্তি ফাউস্টকে বেশি অত্যাচার শুরু করলে ফাউস্ট ওই ব্যক্তিকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে এবং মৃত্যু নিশ্চিত করে। ঐ দিনের পরের দিন ফাউস্ট মেইহেম ব্যান্ডের ইউরোনিমাউস ও ভার্গ ভিকারণেসের সাথে যায় হল্মেঙ্কল্লেন চার্চ আগুনে পোড়াতে। ১৯৯৪ সালে সামথকে ১৬ মাসের কারাদন্ড দেওয়া হয় চার্চ পোড়ানোর জন্য। ২০০০ সালের দিকে যখন সামথ ও ট্রাইম ডেথ মেটালের দিকে বেশি ঝুঁকে পড়ে তখন ইহসান চাচ্ছিল এক্সট্রিম মেটালের শৈল্পিক ও প্রোগ্রেসিভ দিকে যেতে। এভাবে ২০০১ সালে এম্পারর ব্যান্ড ভেঙ্গে যায়।
বর্তমান সদস্য
[সম্পাদনা]- ইহসান
- সামথ
- ট্রাইম টোরসন
ডিস্কোগ্রাফি
[সম্পাদনা]- ইন দ্যা নাইটসাইড ইক্লিপ্স
- এন্থেমস টু দ্যা ওইয়াকিং এট ডাস্ক
- ৪ ইকুইলিব্রিয়াম
- প্রমিথিউসঃ দ্যা ডিসিপ্লিন অব ফায়ার এ্যান্ড ডেমিজ
বহিঃসংযোগ
[সম্পাদনা]- roadrunnerrecords.com
- bravewords.com ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ সেপ্টেম্বর ২০১১ তারিখে
- BestBlackMetalAlbums.com ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ মার্চ ২০১৩ তারিখে