উভচরবিদ্যা
সরঞ্জাম
সাধারণ
মুদ্রণ/রপ্তানি
অন্যান্য প্রকল্পে
অবয়ব
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জীববিজ্ঞানের যে শাখায় ব্যাঙ, স্যালামেন্ডার, নিউট ও সিসিলার মত উভচর প্রাণী নিয়ে পঠন-পাঠন ও গবেষণা করা হয় তাকে বলে উভচরবিদ্যা। শাখাটি উভচর প্রাণী বা ব্যাট্রাকোলজি নামে পরিচিত। উভচর প্রাণী নিয়ে যারা গবেষণা করেন তাদেরকে বলা হয় "উভচরবিদ"। বিজ্ঞানের এই শাখাটিকে আবার হার্পেটোলজি বা উভচর-সরীসৃপবিদ্যার অন্তর্ভুক্ত শাখা হিসেবে বিবেচনা করা হয়।[১]
উভচরেরা শীতল রক্তবিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী। বেশিরভাগ উভচরই স্যাঁতস্যাঁতে এলাকায় বসবাস করে। পৃথিবীতে মোট উভচর প্রজাতির সংখ্যা ৬৭০০টি।[২] আবাসস্থল ধ্বংসের কারণে বর্তমানে এদের অস্তিত্ব হুমকির সম্মুখীন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Batrachology: The Study of Amphibians"। Save the Frogs। ২৭ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০০৯।
- ↑ "AmphibiaWeb"। AmphibiaWeb। সংগ্রহের তারিখ ২০১২-১২-১৩।
জীববিজ্ঞান-সংশ্লিষ্ট জ্ঞানের শাখাসমূহ | |
---|---|
| |
আরও দেখুন | |