বিষয়বস্তুতে চলুন

উন্নাও জেলা

স্থানাঙ্ক: ২৬°৩৩′০০″ উত্তর ৮০°২৮′৪৮″ পূর্ব / ২৬.৫৫০০০° উত্তর ৮০.৪৮০০০° পূর্ব / 26.55000; 80.48000
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উন্নাও জেলা
উত্তর প্রদেশের জেলা
উত্তর প্রদেশে উন্নাও জেলার অবস্থান
উত্তর প্রদেশে উন্নাও জেলার অবস্থান
দেশভারত
রাজ্যউত্তরপ্রদেশ
বিভাগলখনউ
সদর দপ্তরউন্নাও
তহশিলউন্নাও
বাঙ্গারমৌ
হাসানগঞ্জ
সফিপুর
পুর্বা
বিঘাপুর
সরকার
 •  লোকসভা কেন্দ্রউন্নাও
 •  বিধানসভা কেন্দ্রগুলিউন্নাও
বাঙ্গারমৌ
সফিপুর
পুর্বা
ভগবন্তনগর
মোহন
আয়তন
 • মোট৪,৫৮৯ বর্গকিমি (১,৭৭২ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৩১,১০,৫৯৫
 • জনঘনত্ব৬৮০/বর্গকিমি (১,৮০০/বর্গমাইল)
জনসংখ্যার উপাত্ত
 • সাক্ষরতা৬৮.২৯%
 • যৌন অনুপাত০.৯০১ /
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি ০৫:৩০)
ওয়েবসাইটhttp://unnao.nic.in/

উন্নাও জেলা উত্তর ভারতের উত্তর প্রদেশ রাজ্যের একটি জেলা। এর জেলা সদর হল উন্নাও শহর। জেলাটি লখনৌ বিভাগের এর অন্তর্গত।

ইতিহাস

[সম্পাদনা]

চীনা তীর্থযাত্রী হিউয়েন সাঙ, ৬৩৬ খ্রিস্টাব্দে তিন মাস ভারতের কনৌজে ছিলেন। এখান থেকে তিনি প্রায় ২৬  কিলোমিটার যাত্রা করে নাফোটিপোকুলো (নবদেবকুলা) শহরে পৌঁছেছিলেন। শহরটি গঙ্গা নদীর পূর্ব তীরে অবস্থিত ছিল। শহরটির পরিধি ছিল প্রায় ৫  কিলোমিটার এবং সেখানে একটি দেব মন্দির, বেশ কয়েকটি বৌদ্ধ বিহার ও স্তূপ ছিল।

১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের সময় কিছু লড়াই এই অঞ্চলে হয়েছিল। বিদ্রোহের পর, জেলায় পুনরায় সিভিল প্রশাসন প্রতিষ্ঠিত হয়েছিল যার নাম ছিল উন্নাও জেলা, এবং সদর দফতর উন্নাও। ১৮৬৯ সালের আগে পর্যন্ত জেলার মাপ যদিও ছোট ছিল, তারপরে এটি তার বর্তমান আয়তনে এসেছে। একই বছর উন্নাও শহরটিতে একটি পৌরসভা গঠিত হয়েছিল।[]

অর্থনীতি

[সম্পাদনা]

২০০৬ সালে পঞ্চায়েতি রাজ মন্ত্রক দেশের ২৫০টি সবচেয়ে পিছিয়ে পড়া জেলাগুলির মধ্যে উন্নাও একটি বলে ঘোষণা করেছিল (মোট ৬৪০টি জেলার মধ্যে)।[] এটি উত্তর প্রদেশের ৩৪টি জেলার মধ্যে একটি যা বর্তমানে পশ্চাৎপদ অঞ্চল অনুদান তহবিল কর্মসূচী (বিআরজিএফ) থেকে অনুদান পাচ্ছে।[]

বিভাগসমূহ

[সম্পাদনা]

উন্নাও জেলাটি ৬টি তহশিলে বিভক্ত। সেগুলি হল : উন্নাও, বাঙ্গারমৌ, হাসানগঞ্জ, সফিপুর, পুর্বা, বিঘাপুর। এখানে ১৬টি উন্নয়ন ব্লক রয়েছে। সেগুলি হল : গঞ্জ মুরাদাবাদ, বাঙ্গারমৌ, ফতেপুর চৌরাসী, সফিপুর, মিয়াঁগঞ্জ, আওরস, হাসানগঞ্জ, নবাবগঞ্জ, পূর্বা, আসোহা, হিলৌলি, বিঘাপুর, সুমেরপুর, বিছিয়া, সিকান্দারপুর সিরাউসি এবং সিকান্দারপুর করণ।[]

উন্নাও জেলার তহসিল ও ব্লকের মানচিত্র

সংসদে উন্নাও থেকে বর্তমান লোকসভায় নির্বাচিত প্রতিনিধি হলেন সাক্ষী মহারাজ। জেলায় ৬টি বিধানসভা আসন আছে। সেগুলি হল - উন্নাও, পুরওয়া, ভগবন্তনগর, মোহন, সাফিপুর এবং বাঙ্গারমৌ। যাইহোক, ২০০৮ সালে সীমানা নির্ধারণের পরে, হারার অন্তর্গত অঞ্চলগুলি অন্যান্য বিধানসভা আসনের সাথে একীভূত হয়েছিল। তাই, জেলায় এখন বিধানসভার আসন মাত্র ৬টি। উন্নাওর অন্যান্য বিশিষ্ট পুরানো শহরের মধ্যে রয়েছে - করোয়ান বি.কে., সফিপুর, নওতানী, অসিওয়ান, বাঙ্গারমৌ, মোহন, মাগরওয়ারা, শুক্লাগঞ্জ, পূর্বা মওরওয়ান, এবং বাকসার। জেলা ম্যাজিস্ট্রেট হলেন সুরেন্দ্র সিং।[]

২০০৯ লোকসভা নির্বাচনে উন্নাও লোকসভা কেন্দ্রের নিবন্ধিত ভোটার সংখ্যা ছিল সবচেয়ে বেশি, প্রায় ১.৯  মিলিয়ন ভোটার। এটি ভারতের বৃহত্তম সংসদীয় আসনে পরিণত হয়েছে।

বিধান পরিষদের সদস্য — কানপুর স্নাতক আসন --- অরুণ পাঠক (বিজেপি, নির্বাচিত ২৩/০১/২০১৫) (এই আসন- কানপুর শহর, কানপুর দেহাত এবং উন্নাও জেলার প্রতিনিধিত্ব করে)।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "History of the District"Unnao District Website। ৮ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৬ 
  2. Ministry of Panchayati Raj (৮ সেপ্টেম্বর ২০০৯)। "A Note on the Backward Regions Grant Fund Programme" (পিডিএফ)। National Institute of Rural Development। ৫ এপ্রিল ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১১ 
  3. "Introduction"Unnao: An Official Website of the District। ১২ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৬ 
  4. "In major rejig, Uttar Pradesh government changes nine District Magistrates"The Indian Express। Express News Agency। ২৭ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৬ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:Unnao district

টেমপ্লেট:Lucknow division topics