বিষয়বস্তুতে চলুন

উইলিয়াম লিং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইলিয়াম লিং
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
উইলিয়াম ভিক্টর স্টোন লিং
জন্ম(১৮৯১-১০-০৩)৩ অক্টোবর ১৮৯১
কিম্বার্লী, দক্ষিণ আফ্রিকা
মৃত্যু২৬ সেপ্টেম্বর ১৯৬০(1960-09-26) (বয়স ৬৮)
ব্রাকপ্যান, ট্রান্সভাল
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনলেগ ব্রেক গুগলি
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৯৬)
৫ নভেম্বর ১৯২১ বনাম অস্ট্রেলিয়া
শেষ টেস্ট১৮ জানুয়ারি ১৯২৩ বনাম ইংল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯১০/১১ - ১৯২৬/২৭, ১৯২৯/৩০গ্রিকুয়াল্যান্ড ওয়েস্ট
১৯২৮/২৯ইস্টার্ন প্রভিন্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ৪৮
রানের সংখ্যা ১৬৮ ২৬১৮
ব্যাটিং গড় ১৬.৮০ ৩১.১৬
১০০/৫০ ০/০ ৩/১৮
সর্বোচ্চ রান ৩৮ ১৮৭
বল করেছে ১৮ ৩০৬২
উইকেট ৭২
বোলিং গড় ৩১.৫২
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৭/৬০
ক্যাচ/স্ট্যাম্পিং ১/- ২০/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৩ মে, ২০২০

উইলিয়াম ভিক্টর স্টোন লিং (ইংরেজি: William Ling; জন্ম: ৩ অক্টোবর, ১৮৯১ - মৃত্যু: ২৬ সেপ্টেম্বর, ১৯৬০) কিম্বার্লী এলাকায় জন্মগ্রহণকারী দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯২১ থেকে ১৯২৩ সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্যে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

ঘরোয়া প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ইস্টার্ন প্রভিন্স ও গ্রিকুয়াল্যান্ড ওয়েস্ট দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ লেগ ব্রেক গুগলি বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে মাঝারিসারিতে কার্যকরী ব্যাটিং করতেন উইলিয়াম লিং

খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

১৯১০-১১ মৌসুম থেকে ১৯২৯-৩০ মৌসুম পর্যন্ত উইলিয়াম লিংয়ের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল।

মাঝারিসারির ব্যাটসম্যান ও লেগ স্পিন বোলার উইলিয়াম লিং ১৯১১ সাল থেকে ১৯৩০ সাল পর্যন্ত গ্রিকুয়াল্যান্ড ওয়েস্ট দলের পক্ষে খেলেছিলেন। মাঝখানে, ১৯২৮-২৯ মৌসুমে ইস্টার্ন প্রভিন্সের পক্ষে এক মৌসুম খেলেন।[]

সমগ্র খেলোয়াড়ী জীবনে ছয়টিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন উইলিয়াম লিং। ৫ নভেম্বর, ১৯২১ তারিখে ডারবানে সফরকারী অস্ট্রেলিয়া দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ১৮ জানুয়ারি, ১৯২৩ তারিখে একই মাঠে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

২৬ সেপ্টেম্বর, ১৯৬০ তারিখে ৬৮ বছর বয়সে ট্রান্সভালের ব্রাকপ্যান এলাকায় উইলিয়াম লিংয়ের দেহাবসান ঘটে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "First-class matches played by William Ling"। CricketArchive। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৭ 

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]