উইকিপিডিয়া:মন্তব্যের অনুরোধ/পাতা স্থানান্তরকারী অধিকার প্রতিষ্ঠা
- নিম্নোক্ত মন্তব্যের অনুরোধটি বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। দয়া করে এটি পরিবর্তন করবেন না। এই আলোচনায় আর কোনও সম্পাদনা করা উচিত নয়। সিদ্ধান্তে পৌঁছানোর জন্য যে সংক্ষিপ্তসার অনুসরণ করে।
- নতুন দল প্রতিষ্ঠার পরিবর্তে, পাতা স্থানান্তরকারী অধিকারটি বিদ্যমান নিরীক্ষক দলে যোগ করা হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৪২, ১৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)
মনোনয়ন
[সম্পাদনা]বাংলা উইকিপিডিয়ায় পাতা স্থানান্তরকারী অধিকারটি সম্প্রসারণ করা।
সমস্যা
[সম্পাদনা]বাংলা উইকিপিডিয়ায় পাতা স্থানান্তরকারী (en:Wikipedia:Page mover) অধিকারটি থাকা উচিত। যদিও ফাইল স্থানান্তরকারীদের এই সুবিধাটি থাকে। কিন্তু, যারা ফাইল নিয়ে আগ্রহী নয় তবে পুনর্নির্দেশ ছাড়া পাতা স্থানান্তর সুবিধা দরকার, তাদের জন্য এটা চালু করা যায় না? প্রায়ই স্থানান্তর জনিত ঝামেলায় পড়তে হয়। যেহেতু চিত্র নিয়ে আমরা সবাই কাজ করিনা। কিন্তু পুননির্দেশ ছাড়া পাতা স্থানান্তর অহরহ প্রয়োজন পড়ে। কিন্তু ফাইল স্থানান্তরকারী অধিকার না থাকায় তাও পারা যায় না আবার চিত্র নিয়ে কাজ না করায় অধিকারও পাওয়া যাবে না। আবার কেবল পাতা স্থানান্তরের প্রয়োজনেই কাউকে ফাইল স্থানান্তরকারী অধিকার দেওয়া যায় না, যেহেতু দুটি বিষয় ভিন্ন এবং পাতা স্থানান্তরকারী ফাইল স্থানান্তরে দক্ষ নাও হতে পারেন। বাংলা উইকিপিডিয়ায় এখন এই অধিকারটি প্রতিষ্ঠা করা সময়ের দাবি। এখন বাংলা উইকিপিডিয়া আর ছোট্টটি নয়, মোটামুটি বিশাল আকারের।
কি করা যেতে পারে
[সম্পাদনা]- ফাইল স্থানান্তরকারীদের ছাড়া স্বতন্ত্র পাতা স্থানান্তরকারী অধিকার চালু করা যেতে পারে যারা কোনোরূপ পুননির্দেশ ছাড়াই পাতা স্থানান্তর এবং সংশ্লিষ্ট কাজগুলো করতে পারবেন।
কিংবা,
- ফাইল স্থানান্তরকারীদের পাশাপাশি রোলব্যাকার বা নিরীক্ষক কিংবা উভয়কেই এই অধিকারটি (
suppressredirect
) প্রদান করা যেতে পারে যেহেতু তারা সকলেই এই কাজের জন্য বিশ্বস্ত এবং উপযোগী।
উল্লেখ্য ১ম বা ২য় যেটাই করা হোক না কেন suppressredirect
এর পাশাপাশি move-subpages
এবং move-categorypages
এর বিষয়টিও বিবেচনা করা উচিত বলে মনে করছি।
মন্তব্য
[সম্পাদনা]- সমর্থন সময়োপযোগী প্রস্তাব। ফাইল স্থানান্তরকারী ছাড়াও অন্যান্য বিশ্বস্ত ব্যবহারকারীদের এই অধিকার প্রদান হলে বাংলা উইকির কাজ আরও গতিশীল হবে। প্রশাসকদের জন্য অপেক্ষা করে অযথা সময়ক্ষেপণ করতে হবে না।≈ MS Sakib «আলাপ» ১৪:০৫, ৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- পুনর্নির্দেশ ছাড়া পাতা স্থানান্তরের সুবিধা অত্যন্ত জরুরি। কারণ-
- ধরা যাক, কোলাহল নামে একটা স্বতন্ত্র নিবন্ধ তৈরি হবে। কিন্তু কোলাহল নামক একটি চলচ্চিত্রের নিবন্ধ আগে থেকেই বিদ্যমান। এক্ষেত্রে কোলাহলকে কোলাহল (চলচ্চিত্র) শিরোনামে পুনর্নির্দেশ ছাড়া স্থানান্তর প্রয়োজন। সেক্ষেত্রে এক জন প্রশাসকের কাছে অনুরোধ করে কয়েক ঘন্টা অপেক্ষা করা স্রেফ সময়ক্ষেপণ ছাড়া কিছু নয়।
- আমি উপপাতায় নিবন্ধ তৈরিতে খুব একটা আগ্রহী নই। কারণ- সেখান থেকে মূল নামস্থানে স্থানান্তর করলে একটা পুনর্নির্দেশ রেখে যায়। এরকম শত শত অপ্রয়োজনীয় উপপাতা তৈরি হওয়া নিশ্চয়ই কাম্য নয়!
- বাংলা উইকিপিডিয়া ফাইল নিয়ে কাজ করার ক্ষেত্র খুবই ছোট। এক্ষেত্রে যারা ফাইল নিয়ে কাজ করে না, কিন্তু অন্যান্য ক্ষেত্রে ভাল অবদান রাখেন তাদের অনেকেরই সুবিধাটি প্রয়োজন হয়।
- এসবের সমাধানস্বরূপ নীরিক্ষক বা স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকারপ্রাপ্ত ব্যবহারকারীদের এ সুবিধাটি দেয়া হোক। উল্লেখ্য, এসব অধিকারপ্রাপ্ত ব্যবহারকারীরা অভিজ্ঞ এবং পাতা স্থানান্তর সম্পর্কিত নিয়ম-কানুন জানেন।—ইয়াহিয়াআলাপ• ১৪:৩৯, ৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- সমর্থন। বড় আকারের নিবন্ধ তৈরির সময় ব্যবহারকারী পাতায় তৈরি করি। মূল নামস্থানে স্থানান্তরের পর খালি ব্যবহারকারী উপপাতা মুছে দেওয়ার জন্য অপেক্ষা করতে হয়। অধিকার চালু করলে এ সমস্যা আর থাকবে না। সাম্প্রতিককালে ফাইল রপ্তানিকারক বা আমদানিকারক অধিকার যেমন স্বয়ংনিশ্চিতকৃত ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হয়েছে, তেমনি এই অধিকারও দেওয়া যেতে পারে। — আদিভাই • আলাপ • ১৪:৪৬, ৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- সমর্থন.. ইমতিয়াজ (আলাপ) ১৪:৫৯, ৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- পরিপূর্ণ সমর্থন। খুবই দরকার। - ওয়াইস আলাপ ১৫:৫১, ৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- দৃঢ় সমর্থন - ‐নকীব সরকার বলুন... ১৭:৪৭, ৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- নতুন অধিকার চালু না করে ফাইল স্থানান্তরকারীদের মতো নিরীক্ষক/স্বয়ংক্রিয় পরীক্ষকদের জন্য সুবিধাটি চালু করার পক্ষে সমর্থন — রিয়াজ (আলাপ) ০৬:১১, ৫ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- হ্যাঁ, এ অধিকারটি স্বয়ংনিশ্চিতকৃত ব্যবহারকারীদের প্রদান করা প্রয়োজন। সমর্থন দিলাম। চির শুভার্থী, Ppt2003 (আলাপ) ০৫:০১, ৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)।
বিকল্প প্রস্তাব
[সম্পাদনা]- বাংলা উইকিপিডিয়ার ফাইল স্থানান্তরকারী দলের সকল সদস্যেরই নীরিক্ষক অধিকার আছে। তাই শুধুমাত্র নীরিক্ষক দলের সদস্যদের এই অধিকার দেয়া হোক। এবং ফাইল স্থানান্তরকারী দল থেকে এটি সরিয়ে নেয়া হোক। তাহলে প্রায় সকল অভিজ্ঞ ব্যবহারকারীই এ সুবিধাটি পাবেন।—ইয়াহিয়াআলাপ• ২১:২৩, ৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- @Yahya: ভালো প্রস্তাব। কিন্তু সকল নিরীক্ষককে এই অধিকার দিলে বিষয়টি হযবরল হলেও হতে পারে। পৃথক অধিকার চালু করা উচিত এবং খুব বেশি সংখ্যক ব্যক্তিকে না দিয়ে ক্রমান্বয়ে অল্পসংখ্যক ব্যক্তিকে দেওয়া যায়। তবে শর্ত থাকতে পারে: পূর্বে কমপক্ষে __গুলো পাতা স্থানান্তর করেছেন এবং ফাইল স্থানান্তরকারী, রোলব্যাকার কিংবা নিরীক্ষক অধিকার রয়েছে এমন ব্যবহারকারীকে দেওয়া হবে। আপনার এই কথাতে আমি দৃঢ় সমর্থন জানাচ্ছি যে ফাইল স্থানান্তরকারী থেকো পাতা স্থানান্তরকারী অধিকার সরিয়ে নেওয়া হোক। প্রয়োজনে তারা যোগ্যতার ভিত্তিতে বা আবেদনের ভিত্তিতে পাতা স্থানান্তরকারী অধিকারটি পেতে পারেন। ঐশিক রেহমান ❯❯❯ আলাপ ০০:৫৭, ৫ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- মন্তব্য ফাইল স্থানান্তরের সাথে পাতা স্থানান্তরের কোনো তুলনা হয় না। ফাইল স্থানান্তরের জন্য আলাদা করে আবেদন করতে হয়। অন্যদিকে একজন স্বয়ংনিশ্চিতকৃত ব্যবহারকারীমাত্রই পাতা স্থানান্তর করতে সক্ষম। আলোচ্য অধিকারটি সেটারই একটু "ইমপ্রুভড ভার্সন"। আবার আমাদের কর্মীবাহিনীও অত বিশাল নয়। কাজেই আলাদা অধিকার আমার মতে বাহুল্য। আমি স্বয়ংক্রিয়ভাবে অধিকার যুক্ত করার পক্ষে। — আদিভাই • আলাপ • ১৪:১০, ৫ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- আলাদা করে নতুন দল সৃষ্টি না করে, নীরিক্ষক দলে যোগ করে দিলেও হয়। প্রায় কয়েক হাজার সম্পাদনা ও ভালো সম্পাদনার পর নীরিক্ষক অধিকার দেয়া হয়, ফলে আমার বিশ্বাস কোন পাতা পুনর্নির্দেশসহ ও ছাড়া স্থানান্তর করা উচিত তা সম্পর্কে তাদের ধারণা আছে। আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৫৭, ৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- @Aishik Rehman: আফতাব ভাইয়ের মন্তব্যে আপনার দ্বিমত আছে?—ইয়াহিয়াআলাপ• ১৭:০৩, ৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- @Yahya এবং আফতাবুজ্জামান: একমত হইলুম। আমরা সবাই প্রায় একই কথা বললুম। এবার পদক্ষেপ নেওয়ার পালা। আপাতত নিরীক্ষকগণকে দেন। পরে কোনো সমস্যা দেখা গেলে ব্যবস্থা নেওয়া যাবে। ঐশিক রেহমান ❯❯❯ আলাপ ১৭:০৮, ৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- এবং সকল নীরিক্ষকদের গণবার্তা দিয়ে পাতা স্থানান্তরের নিয়ম-কানুন এবং এই সুবিধা দিয়ে যেহেতু ধ্বংসপ্রবণতা করা সম্ভব তাই অ্যাকাউন্টের নিরাপত্তার কথা পূনরায় স্মরণ করিতে দেয়া যেতে পারে।—ইয়াহিয়াআলাপ• ১৭:১৬, ৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- @Yahya এবং আফতাবুজ্জামান: একমত হইলুম। আমরা সবাই প্রায় একই কথা বললুম। এবার পদক্ষেপ নেওয়ার পালা। আপাতত নিরীক্ষকগণকে দেন। পরে কোনো সমস্যা দেখা গেলে ব্যবস্থা নেওয়া যাবে। ঐশিক রেহমান ❯❯❯ আলাপ ১৭:০৮, ৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- @Aishik Rehman: আফতাব ভাইয়ের মন্তব্যে আপনার দ্বিমত আছে?—ইয়াহিয়াআলাপ• ১৭:০৩, ৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)