বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:ব্যুরোক্র্যাটদের আলোচনাসভা/সংগ্রহশালা/২০২১

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিষ্ক্রিয় বটের বট পতাকা অপসারণ প্রসঙ্গে, জানুয়ারি ২০২১

[সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



প্রিয় সবাই, যদিও প্রস্তাবিত বট নীতিমালায় ৬ মাস কোনো সম্পাদনা না করলে তাকে নিষ্ক্রিয় হিসেবে বিবেচনা করার প্রস্তাব করা হয়েছে তবে নিচের বট অ্যাকাউন্টগুলো থেকে গত ১ বছরের বেশি (কতোগুলো কয়েক বছরের বেশি) সময় যাবত কোনো সম্পাদনা হয়নি তাই এই বটগুলোর বট পতাকা অপসারণের প্রস্তাব করছি।

অনুগ্রহ করে আপনারদের মতামত প্রদান করুন। — তানভির০০:১৭, ৬ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

 মন্তব্য বট অ্যাকাউন্টের সাথে বট অ্যাপলিকেশনের সম্পর্ক নেই। একই অ্যাকাউন্ট থেকে নানা কাজের অ্যাপলিকেশন ব্যবহার করা যায়। দুই-তিন বছর আগে আমি যে কোড ব্যবহার করে বট চালিয়েছি সেটা দিয়ে গত মাসেও কাজ করেছে। যদি রেডিমেড কোনো অ্যাপলিকেশনের আগে থেকে নির্ধারিত কমান্ড ব্যবহার করা হয় সেক্ষেত্রে হয়তো এই তালিকার কোনো কোনো বট কার্যকর নাও হতে পারে। -- নাসির খান সৈকতআলাপ ০৭:০২, ১৫ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
 মন্তব্য প্রত্যয়, পরামর্শের জন্য ধন্যবাদ। @Ragib, Bellayet, Ferdous, এবং Nasirkhan:-কে বিষয়টি জানিয়ে আলাপ পাতায় বার্তা প্রদান করা হয়েছে। — তানভির২০:০৬, ১১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

বট অধিকার অপসারণ

[সম্পাদনা]

আমি ব্যক্তিগত ব্যস্ততায় আপাতত কিছু সময়ের জন্য বটের বিভিন্ন ত্রুটি পর্যবেক্ষণ করতে পারছি না। তাই সাময়িকভাবে আমি নকীব বটের বট অধিকার অপসারণের অনুরোধ জানাচ্ছি। উল্লেখ্য, আমি crontab -r নির্দেশের মাধ্যমে বটের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছি।নকীব সরকার বলুন... ১১:৫৮, ৪ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Nokib Sarkar: আলোচনা সংগ্রহশালায় নেয়ার কাজটি খুব উপকারী ছিল। বট এই কাজটি ঠিকঠাকভাবে করছে। সব বাদ দিয়ে অন্তত এই কাজটি চালু রাখ (আমি নজরে রাখব ও কোন সমস্যা করলে হাত দিয়ে ঠিক করে দিব)। তবুও যদি সিদ্ধান্ত নেও যে আপাতত আর চালাবে না, তাহলে অন্তত কিভাবে কি করতে হবে বলে দেও যেন অন্যকেউ চালাতে পারে। ১. এখানে প্রকাশ করা সব স্ক্রিপ্ট আর সার্ভারে আপলোড করা নকীব বটের সব স্ক্রিপ্ট কি হুবহু এক? নাকি অন্যকেউ চালাতে চাইলে তাঁকে স্ক্রিপ্টে পরিবর্তন আনতে হবে? ২. ধর, স্ক্রিপ্টগুলি সার্ভারে আপলোড করা হল। এবার archive.py চালাতে কি কমান্ড দিতে হবে যেন এটি স্বয়ংক্রিয়ভাবে নিয়মিত চলে? আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০৭, ৪ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

বট অধিকার

[সম্পাদনা]

তানভির ভাই, আমি আবার checkwiki ‎‎ত্রুটি সংশোধনের কাজ শুরু করেছি। বর্তমানে অউব্রা ব্যবহার করে আমার অ্যাকাউন্ট থেকে সম্পাদনা করি, যেহেতু ব্যবহারকারী:BanglaBot আমি একই কাজে স্বয়ংক্রিয় বা আধাস্বয়ংক্রিয় সম্পাদনা করার জন্য ব্যবহার করতাম, তাই আমি ব্যবহারকারী:BanglaBot-এর জন্য বট অধিকার যুক্ত করার অনুরোধ করছি। সম্ভাব্য স্বয়ংক্রিয় বা আধাস্বয়ংক্রিয় সম্পাদনা বট দিয়ে, বাকি আমার অ্যাকাউন্ট থেকে অউব্রা ব্যবহার করে করার চেষ্টা করবো। ধন্যবাদ! জনি (আলাপ) ২০:৪৯, ১১ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@ZI Jony: বট অধিকারের আবেদনের জন্য উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ পাতাটি দেখুন। –– তাহমিদআলাপ০৩:২৩, ১২ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
তাহমিদ, আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। ব্যবহারকারী:BanglaBot আগেই এই অনুরোধ ও আলোচনার ভিক্তিতে এর বট অধিকার পেয়েছে, যেহেতু আমি অনেক দিন ব্যবহার করিনি তাই এখানে সাময়িক সময়ের জন্য বট অধিকার অপসারণ করার অনুরোধ করেছিলাম। আশাকরি আপনি বুঝতে পেরেছেন, আপনার যদি আরো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। ধন্যবাদ! জনি (আলাপ) ০৯:৫২, ১২ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@ZI Jony: সেক্ষেত্রে আপনার সম্ভবত উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ/BanglaBot ২ পাতায় আবেদন করা উচিত হবে। –– তাহমিদআলাপ১০:২২, ১২ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
তাহমিদ, আপনার পরামর্শ খুবই সুন্দর, কিন্তু আমার মনে হয় তার প্রয়োজন হবে না। কেননা, যখন কোন বটের অধিকার অপব্যবহার, অনিয়ন্ত্রিত সম্পাদনা, মারাত্মক ভুল সম্পাদনা, ইত্যাদি কারণে অপসারণ করা হয়, অথবা আগের অনুমোদনের অনুরোধ ব্যর্থ হয় সেই ক্ষেত্রে বটের নাম ২/৩/৪ করা যেতে পারে। বট পরিচালকের আবেদন, বট অথবা বটের পরিচালক নিষ্ক্রিয় থাকার কারণে অপসারিত অধিকার পরবর্তীতে অনুরোধ করলে ব্যুরোক্র্যাট দিয়ে দিতে পারেন। যদিও এই ব্যাপারে বাংলা উইকিপিডিয়ায় সুনির্দিষ্ট নীতিমালার নেই, অথবা এর সূত্র আমার জানা নেই! জনি (আলাপ) ২২:৩৯, ১২ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
সুন্দর পরামর্শ প্রদান করার জন্য আপনাকে ধন্যবাদ, তাহমিদ
জনি ভাই, সুনির্দিষ্ট পাতায় রেকর্ড রাখার স্বার্থে উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ/BanglaBot/২য় আবেদন নতুন করে বট পতাকার জন্য আবেদন করা উচিৎ হবে। আবেদনের জন্য আগের মতোই টেমপ্লেট ব্যবহার করে সুনির্দিষ্ট কাজের অনুরোধ সহকারে আবেদন করার অনুরোধ করছি। আমি এ পাতায় আবেদনের প্রেক্ষিতে বট পতাকা দিতে পারলেও আমরা যথাযথ ডকুমেন্টেশনের জন্য সুনির্দিষ্ট পাতায় অনুরোধ করলে ভালো হবে। অনুরোধ করার সময় আমাকে একটি পিং দেওয়ার অনুরোধ, তাহলে দ্রুততম সময়ে আমার নজরে আসবে। ধন্যবাদ। — তানভির০১:০২, ১৩ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
উভয়কেই অনেক ধন্যবাদ, নতুন আবেদন শুরু করার আগে আমাকে আরো কিছু কাজ করতে হবে। সেইগুলি সম্পন্ন হলে নতুন আবেদন করবো। জনি (আলাপ) ১৫:২৮, ১৩ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

এই পাতা পুনর্নির্দেশ

[সম্পাদনা]

প্রশাকদের আলোচনাসভায় পুনর্নির্দেশ করে দিন। —মহাদ্বার আলাপ ১২:১৮, ২৫ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

কিজন্য? —শাকিল (আলাপ · অবদান) ১২:১৯, ২৫ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Greatder: এখানে ইতোপূর্বে আলোচনা হয়েছে, ভবিষ্যতেও হবে। সংগ্রহশালা দেখতে পারেন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ২২:৪৮, ২৫ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Yahya: সংগ্রহশালাটি উপরে যোগ করে দিন, নাহলে মনে হয় এখানে কোনো দিন আলোচনা হয়নি। —মহাদ্বার আলাপ ০০:১৩, ২৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]