উইকিপিডিয়া:চট্টগ্রাম উইকিমিডিয়া সম্প্রদায়
অবয়ব
সংক্ষেপে | উইকিকমচট্টগ্রাম |
---|---|
গঠিত | ১৪ জুলাই ২০১৪ |
প্রতিষ্ঠাতা | মহীন রীয়াদ |
প্রতিষ্ঠাস্থান | চট্টগ্রাম, বাংলাদেশ |
ধরন | উইকিমিডিয়া সম্প্রদায় |
আইনি অবস্থা | সক্রিয় |
অবস্থান |
|
স্থানাঙ্ক | ২২°১৯′৩১″ উত্তর ৯১°৪৮′৪০″ পূর্ব / ২২.৩২৫৩০৮১° উত্তর ৯১.৮১১০৯৮১° পূর্ব |
এলাকাগত সেবা | চট্টগ্রাম বিভাগ |
পদ্ধতিসমূহ | বাংলা উইকিপিডিয়া, বাংলা উইকিউক্তি, বাংলা উইকিউক্তি, বাংলা উইকিবই, বাংলা উইকিসংকলন, বাংলা উইকিভ্রমণ |
প্রধান সমন্বয়ক | মহীন রীয়াদ |
সম্পৃক্ত সংগঠন | উইকিমিডিয়া বাংলাদেশ |
স্বেচ্ছাকর্মী (২০২৩) | ৫০ (ডিসেম্বর ২০২৪-এর হিসাব অনুযায়ী[তথ্য]) |
ওয়েবসাইট | bd |
চট্টগ্রাম উইকিমিডিয়া সম্প্রদায় উইকিমিডিয়া বাংলাদেশের একটি আঞ্চলিক সম্প্রদায়। উইকিমিডিয়া বাংলাদেশের সাতটি আঞ্চলিক সম্প্রদায় রয়েছে, যার মধ্যে চট্টগ্রাম উইকিমিডিয়া সম্প্রদায় প্রথম আঞ্চলিক সম্প্রদায় হিসেবে অনুমোদন পায়। এটি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে উইকিমিডিয়া প্রকল্পগুলির সম্ভাব্যতা এবং সম্প্রসারণের জন্য স্বেচ্ছাসেবীদের সমন্বয় এবং সহায়তা প্রদানের উদ্যেশ্যে কাজ করে। সম্প্রদায়টি ২০১৪ সালের ১৪ জুলাই গঠিত হয় এবং ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি উইকিমিডিয়া বাংলাদেশ বোর্ড কর্তৃক অনুমোদিত হয়।[১]
এই সম্প্রদায় সম্পর্কে এখানে বিস্তারিত দেখুন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "রেজোলিউশন/আঞ্চলিক পরিষদ গঠন, নভেম্বর ২০১৬"। উইকিমিডিয়া বাংলাদেশ। নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২৩।