বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:আমাদের সাথে যোগাযোগ/দাতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


পাঠক
কীভাবে কোন নিবন্ধের সমস্যা সম্পর্কে রিপোর্ট করতে হয়, বা আরো তথ্য খুঁজে বের করতে।

নিবন্ধের বিষয়
আপনার, আপনার কোম্পানি, বা আপনি প্রতিনিধিত্ব করেন এরকম কারো নিবন্ধে সমস্যা সম্পর্কিত।

লাইসেন্স
কীভাবে উইকিপিডিয়ার তথ্য কপি করতে হয়, আপনার নিজস্ব দান, বা আপনার তথ্যের অনধিকার ব্যবহার সম্পর্কে রিপোর্ট।

দাতা
প্রক্রিয়া সম্পর্কে জানুন, কীভাবে দান করবেন, এবং আপনার প্রেরিত টাকা কীভাবে খরচ হয়, এ সম্পর্কিত তথ্য।

গণমাধ্যম
আপনি যদি গণমাধ্যমের সদস্য হিসেবে উইকিপিডিয়ায় যোগাযোগ করতে চান।



উইকিপিডিয়ার কিছু সার্ভার; আপনার দান আমাদের এগুলো চালু রাখতে সহয়তা করবে।

উইকিপিডিয়া ও এর অন্যান্য সাইটসমূহ যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি অলাভজনক প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত হয়। অন্য ১০টি সেরা ওয়েবসাইটে রয়েছে হাজার হাজার কর্মচারী। আমাদের রয়েছে ১৫০ জন কর্মচারী ও প্রায় ৮০০-এর কাছাকাছি সার্ভার, আপনার দান অতি দক্ষ একটি অলাভজনক প্রতিষ্ঠান গড়তে মহৎ বিনিয়োগ এবং আমাদের প্রায় সকল দাতাই সাধারন জনগণ। আপনি যদি উইকিপিডিয়ায় দান করতে ইচ্ছুক থাকেন তাহলে এখানে করতে পারেন। আপনার যদি এরকম প্রশ্ন থাকে, আপনার দান কোথায় ব্যবহৃত হয়, তাহলে আপনার সুবিধার্থে বলা যায় এটি সার্ভার, ব্যান্ডইউথ, রক্ষণাবেক্ষণ, উন্নয়ন-এর কাজে ব্যবহৃত হয়। আপনার যদি আরো কোন প্রশ্ন থাকে তাহলে এখানে প্রশ্নটি রাখুন। দান সম্পর্কিত কোন সমস্যা বা এ সম্পর্কিত অন্য কোন প্রশ্ন থাকলে, অনুগ্রহ করে ই-মেইল করুন- [email protected]