বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:অঙ্কন ঘর/সংগ্রহশালা ১

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সংগ্রহশালা ১

বিলোপন হার.svg

চিত্র:Extinction_intensity.svgচিত্র:বিলোপন হার.svg

ক্যাম্ব্রিয়ানঅর্ডোভিশিয়ানসিলুরিয়ানডেভোনিয়ানকার্বনিফেরাসপার্মিয়ানট্রায়াসিকজুরাসিকক্রিটেশিয়াসপ্যালিওজিননিওজিন
ফ্যানারোজোয়িক অধিযুগ জুড়ে সামুদ্রিক বিলোপনের হার
%
কোটি বছর আগে
ক্যাম্ব্রিয়ানঅর্ডোভিশিয়ানসিলুরিয়ানডেভোনিয়ানকার্বনিফেরাসপার্মিয়ানট্রায়াসিকজুরাসিকক্রিটেশিয়াসপ্যালিওজিননিওজিন
এই নীল গ্রাফটি প্রদত্ত নির্দিষ্ট সময়কালে বিলুপ্ত হয়ে যাওয়া সামুদ্রিক প্রাণীর গণসমূহের আপাত শতাংশ (পরম সংখ্যা নয়) দেখাচ্ছে। এটি সব সামুদ্রিক প্রজাতির প্রতিনিধিত্ব করে না, শুধু সেইগুলি দেখায় যেগুলি নির্দ্বিধায় জীবাশ্ম হয়ে গেছে। প্রথাগত "বৃহৎ পঞ্চ মহাবিলুপ্তি" এবং সম্প্রতি স্বীকৃত আরও দুটি বিলুপ্তি ঘটনার স্তর ক্লিকযোগ্য হাইপারলিংকে দেওয়া হয়েছে; আরও তথ্যের জন্য বিলুপ্তি ঘটনা দেখুন। (উৎস এবং চিত্রের তথ্য)
নিবন্ধ
অনুরোধ
  • টেমপ্লেট:Geological range অনুযায়ী সমস্ত যুগগুলোর আদ্যক্ষর বাংলা হোক।
  • Late হবে অন্ত্য। Cap হোক ক্যাপ।
  • "Marine extinction intensity during the Phanerozoic" হবে "ফ্যানারোজোয়িক অধিযুগ জুড়ে সামুদ্রিক বিলোপনের হার"। ফ্যানারোজোয়িকে লিঙ্ক থাকুক।
  • আর সময়ক্রম তো আমরা কোটিতেই লিখি।

ধন্যবাদ!--ব্যা করণ (আলাপ) ১৩:৫৩, ৫ মার্চ ২০১৭ (ইউটিসি)

মন্তব্য
@ব্যা করণ:  কাজ সম্পন্ন চিত্র:বিলোপন হার.svg। চিত্রে যত ইংরেজি ছিল সব বাংলা করা হয়েছে, আর Late, Cap এগুলি en:Template:Annotated image/Extinction টেমপ্লেটের অংশ। টেমপ্লেটটি বাংলায় তৈরি করে দিয়েছি। {{টীকাযুক্ত চিত্র/বিলোপন}} (ডানে দেখুন) --আফতাব (আলাপ) ২১:৩০, ৫ মার্চ ২০১৭ (ইউটিসি)
ধন্যবাদ আফতাব!--ব্যা করণ (আলাপ) ১৫:৫৪, ৬ মার্চ ২০১৭ (ইউটিসি)

বারমুডা ট্রায়াঙ্গেল


নিবন্ধ


অনুরোধ
সব লেখা বাংলা করা হোক। ধন্যবাদ।--সাজিদ রেজা করিম ১৫:৫৯, ১৬ মার্চ ২০১৭ (ইউটিসি)


মন্তব্য
@Sajid Reza Karim: চিত্র:বারমুডা ট্রায়াঙ্গেল বা বারমুডা ত্রিভুজ.svg  সম্পন্ন। আমার কাছে .png ফাইল থেকে লেখা উঠানোর সরঞ্জামাদি নেই। তাই একটি .svg ফাইল তৈরি করে দিয়েছি। --আফতাব (আলাপ) ১৭:২৩, ১৬ মার্চ ২০১৭ (ইউটিসি)

এক্টিনাইড সিরিজের প্রবাহ মানতার চিত্র


নিবন্ধ

এক্টিনাইড সিরিজ

অনুরোধ

সোডিয়াম নাইট্রাস

মন্তব্য

বিষাক্ত জানা প্রয়োজন— কাজী মুহাম্মদ হোসাইনুর রশীদ (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

 করা হয়নি অসম্পূর্ণ অনুরোধ। --আফতাব (আলাপ) ১৫:০১, ২ মে ২০১৭ (ইউটিসি)

বিবর্তন বৃক্ষ


নিবন্ধ
টেমপ্লেট:বিবর্তনীয় জীববিজ্ঞান


অনুরোধ
পাতাটি বাংলায় অনুবাদ করা প্রয়োজন। জটিল, দুর্বোধ্য ও কঠিন শব্দ থাকার কারণে plant, algae, fungi, animal ছাড়া বাকি শব্দগুলো বাংলায় অনুবাদ করার দরকার নেই। শুধু বাংলা প্রতিবর্ণীকরণ করলেই চলবে। ধন্যবাদান্তে, -- শরীফ (আলাপ) ০৮:২১, ২ মে ২০১৭ (ইউটিসি)


মন্তব্য

Animals=প্রাণী Slime molds=স্লাইম মোল্ড Plants=উদ্ভিদ Algae=শৈবাল Protozoa=প্রটোজোয়া Crenarchaeota=ক্র্যানাকিওটা Nanoarchaeota=ন্যানোয়ারকিয়োটা Euryarchaeota=ইউরোকিয়োটা Protoeobacteria=প্রোটোব্যাক্টেরিয়া Acidobacteria=আসিডোব্যাক্টেরিয়া Thermophilicsulfate-reducers=থারমোফিলিক্সসালফেট-রিডিউসারস Cyanobacteria(blue-green algae)= সায়ানব্যাক্টেরিয়া (নীলাভ-সবুজ শৈবাল) Fusobacteria=ফিউসোব্যাক্টেরিয়া Spirochaetes=স্পাইরোচিটস Planctomycetes=প্ল্যাঙ্কটোমাইসিটস Actinobacteria=আক্টিনোব্যাক্টেরিয়া Green nonsulfur bacteria= গ্রিন নোসালফার ব্যাক্টেরিয়া Chlamydiae=ক্ল্যামিডি Gram-positives=গ্রাম-পজিটিভ Fungi=ছত্রাক

@Sharif Uddin: আমাকে সম্ভাব্য প্রতিবর্ণীকরণগুলি দিন। ভুল হলেও সমস্যা নেই। আমি ইন্টারনেট থেকে যাচাই করে সবচেয়ে ব্যবহৃতটি দিব। --আফতাব (আলাপ) ১৮:১০, ২ মে ২০১৭ (ইউটিসি)
দেয়া হয়েছে। শরীফ (আলাপ) ০৩:৪৬, ৫ মে ২০১৭ (ইউটিসি)
@Sharif Uddin:দেরী হওয়ায় দুঃখিত। আপনি যে প্রতিবর্ণীকরণ করে দিয়েছেন তা এতগুলি খেয়ালই করি না।  করা হয়েছে। --আফতাব (আলাপ) ১৭:৫৩, ২৬ জুলাই ২০১৭ (ইউটিসি)

১ মার্চ ২০১৮‎


নিবন্ধ
অনুরোধ
মন্তব্য
 করা হয়নি কোন বিবরণ, কোন অনুবাদ কিছুই দেয়া হয়নি। --আফতাব (আলাপ) ০০:৪৭, ২ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)

উত্তরমুদ্রণ


নিবন্ধ

উত্তরমুদ্রণ

অনুরোধ

বাংলা নিবন্ধে অনূদিত চিত্র ব্যবহারের দরুন পাঠক বুঝতে সক্ষম হবেন।

  • Postprint - উত্তরমুদ্রণ
  • Preprint - প্রাকমুদ্রণ
  • OA (Open Access)- উন্মুক্ত প্রবেশাধিকার (সম্ভাব্য অর্থ, আমি পরিষ্কার জানিনা)
মন্তব্য

দয়া করে সবগুলো অনুবাদ করে দিবেন। আমার ট্রান্সলেটর নাই। তাই উত্তমভাবে অনুবাদ করতে পারিনি।—আল ইমরান (আলাপ) ১৩:১০, ১ মে ২০২০ (ইউটিসি)

@ImranAvenger: করা হচ্ছে...। --আফতাবুজ্জামান (আলাপ) ০১:১১, ২ মে ২০২০ (ইউটিসি)
@আফতাবুজ্জামান: সুধী, আপনি সম্ভবত এটি করতে ভুলেই গিয়েছিলেন। সময় পেলে দয়া করে করে দিবেন।—আল ইমরান (আলাপ) ০৩:৩৯, ৯ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
@ImranAvenger:  করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ২১:৪৪, ৯ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

উন্মুক্ত বিজ্ঞান


নিবন্ধ
উন্মুক্ত বিজ্ঞান
অনুরোধ

Open Science (উন্মুক্ত বিজ্ঞান) Open Data (উন্মুক্ত উপাত্ত) Open Source ( উন্মুক্ত সংকলন) Open Educetional Resources ( উন্মুক্ত শিক্ষা গবেষণা) Open Mathodology (উন্মুক্ত প্রণালী বিজ্ঞান) Open peer review ( উন্মুক্ত যৌথ পর্যালচনা)

মন্তব্য

অনুবাদ একবার পরীক্ষা করে নিবেন। নাইম (আলাপ) ১০:০৪, ৩ মে ২০২০ (ইউটিসি)

@ইফতেখার নাইম: চিত্র:Open Science - Prinzipien-bn.svg  সম্পন্ন। একেবারে একটি .svg ফাইল তৈরি করে দিয়েছি। অনুবাদগুলো একবার দেখে মিলিয়ে নিবেন। --NahidHossain (আলাপ) ০৫:৫৫, ৪ মে ২০২০ (ইউটিসি)

হৃৎপিণ্ড

নিবন্ধ

হৃৎপিণ্ড

অনুরোধ

( ডান থেকে নিচের দিকে এবং তারপর বাম দিক থেকে নিচের দিকে অনুবাদ করা হয়েছে )

  • superior vena cava - উর্ধ্ব মহাশিরা
  • auricle of right atrium - ডান অলিন্দের অরিকল
  • right atrium - ডান অলিন্দ
  • right coronary artery- ডান করোনারি ধমনী
  • conus arteriosus brevis - কনস আর্টেরিয়াস ব্রাভিস
  • right ventricular artery and vein - ডান ভেন্ট্রিকুলার ধমনী এবং শিরা
  • right marginal artery - ডান প্রান্তীয় ধমনী
  • right ventricle - ডান নিলয়
  • aorta - মহাধমনি
  • left Pulmonary artery - বাম পোলামনারি ধমনী
  • pericardium (cut away) -হৃদ্ধরা ঝিল্লি
  • pulmonary trunk - পালমোনারি ট্রাঙ্ক
  • auricle of left atrium - বাম অলিন্দের ওয়ারিকল
  • left coronary artery- বাম করোনারি ধমনী
  • left marginal artery - বাম প্রান্তীয় ধমনী
  • diagonal artery - ডিয়ানাল ধমনী
  • left ventricle - বাম নিলয়
  • great cardiac vein - মহা কর্ডিয়াক শিরা
  • anterior interventricular artery - এনট্রিয়ার ইন্টারভেন্ট্রিকুলার ধমনী
  • apex - অ্যাপেক্স
মন্তব্য
@ইফতেখার নাইম:  করা হয়েছে চিত্র:হৃৎপিণ্ডের শারীরস্থান.jpg। --আফতাবুজ্জামান (আলাপ) ২১:২৮, ১৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)

প্লাস্টিডের প্রকারভেদ


নিবন্ধ

প্লাস্টিড, ক্রোমোপ্লাস্ট, ইটিয়োপ্লাস্ট

অনুরোধ

বাংলা প্রতিবর্ণী:
Plastids → প্লাস্টিড
Proplastid → আদিপ্লাস্টিড
Etioplast → ইটায়োপ্লাস্ট
Chloroplast → ক্লোরোপ্লাস্ট
Chromoplast → ক্রোমোপ্লাস্ট
Leucoplast → লিউকোপ্লাস্ট
Amyloplast → অ্যামাইলোপ্লাস্ট
Elaioplast → ইলায়োপ্লাস্ট
Proteinoplast → প্রোটিনোপ্লাস্ট

মন্তব্য

অংকন ঘর হঠাৎ করেই চোখে পড়লো। এ ধরনের উদ্যগের জন্য ধন্যবাদ। — আদিভাইআলাপ১২:০৮, ১৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)

@Meghmollar2017:  করা হয়েছে; চিত্র:প্লাস্টিডের প্রকারভেদ.svg। – Waraka Saki (আলাপ) ১৩:৪৬, ১৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)
@Waraka Saki: ধন্যবাদ। :D — আদিভাইআলাপ১৪:১৯, ১৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)

কাণ্ডের প্রকারভেদ


নিবন্ধ

কাণ্ড

অনুরোধ
  1. nodes - পর্ব
  2. Internode - পর্বমধ্য বা মধ্যপর্ব
  3. Leaf - পাতা
  4. Petiole - পত্রবৃন্ত
মন্তব্য

 করা হয়েছে ইফতেখার নাইম (আলাপ) ০৪:৫৪, ২৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)

@ইফতেখার নাইম: ভাই, আপনি অনেক সুন্দর কাজ করেছেন। তবে কাণ্ড বানানটি সংশোধন করে দিলে ভালো হতো। আপনাকে আবারও ধন্যবাদ ও অসংখ্য শুভকামনা। :) — Meghmollar2017আলাপ০৮:৪৪, ২৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)
@Meghmollar2017: বানান সংশোধন করেছি। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১০:৩৯, ২৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)

অপারেশন সার্চলাইটের মানচিত্র


নিবন্ধ

অপারেশন সার্চলাইট, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ

অনুরোধ

ব্যবহৃত শব্দগুলো নিম্নরূপে প্রতিস্থাপিত হবে:

  • Operation Searchlight: Dhaka 1971 → অপারেশন সার্চলাইট: ঢাকা ১৯৭১
  • N → উ
  • Mirpur → মিরপুর
  • Cantonment → ঢাকা সেনানিবাস
  • Airport & PAF Base → বিমানবন্দর ও বিমানঘাঁটি
  • Gulshan → গুলশান
  • Second Capital → দ্বিতীয় রাজধানী
  • Mohammadpur → মোহাম্মদপুর
  • Tejgaon → তেজগাঁও
  • Firm Gate → ফার্মগেট
  • Rajarbag → রাজারবাগ
  • EPR HQ → ইপিআর সদর দপ্তর
  • Pilkhana → পিলখানা
  • Dhaka University → ঢাকা বিশ্ববিদ্যালয়
  • Ramna → রমনা
  • Motijheel → মতিঝিল
  • Nababpur → নবাবপুর
  • Old Town → পুরান ঢাকা
  • Zanjira → জিঞ্জিরা
  • Buriganga River → বুড়িগঙ্গা নদী
  • Sadarghat → সদরঘাট
  • Symbols → নির্দেশক
  • EPR & Bengali Police → ইপিআর ও বাঙালি পুলিশ
  • Pakistani Troops → পাকিস্তানি সৈন্য
  • President House → রাষ্ট্রপতি ভবন
  • Governor House → গভর্নর হাউস
  • MLA HQ → এমএলএ কোয়ার্টার
  • Sheikh Mujib's House → শেখ মুজিবের বাড়ি
  • Hotel Intercontinental → হোটেল ইন্টারকন্টিনেন্টাল
  • Radio Station → রেডিও স্টেশন
  • DIT Building → ডিআইটি ভবন
  • Main Pakistani Attacks → মূল আক্রমণস্থল
  • Scale → মাপ
  • Km → কি.মি.
মন্তব্য

@আফতাবুজ্জামান: ভাই, এই মানচিত্রটি বাংলা করে দিয়েন। .PNG ফর্ম্যাটে হওয়ায় একটু সমস্যা হতে পারে। অনুরোধ করবো অভ্রের ডিফল্ট ফন্ট ব্যবহার না করে একটু স্ট্যান্ডার্ড বাংলা ফন্ট ব্যবহার করতে (যেটা বাংলা উইকিতে মানানসই)। এছাড়া, নিচের দিকের “অপারেশন সার্চলাইট: ঢাকা ১৯৭১” অংশে ভিন্ন ফন্ট ব্যবহার করা হলে ভালো হয়। (ইংরেজিতে যেমন আলাদা ফন্ট ব্যবহার করেছে)। অগ্রিম ধন্যবাদান্তে — Meghmollar2017আলাপ১০:১৭, ৩ মার্চ ২০২১ (ইউটিসি)

@Meghmollar2017: আমি কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ, ২৫ তারিখের মধ্যে যেকোন ভাষায় সহজে অনুবাদযোগ্য এসভিজি সংস্করণ আপলোড দিব। -- ≈ MS Sakib  «আলাপ» ২১:২৭, ২৩ জুন ২০২১ (ইউটিসি)
@Meghmollar2017: Noto Sans Bengali ব্যবহার করেছি। নাকি অন্য কোন ফন্ট ব্যবহার করব? ≈ MS Sakib  «আলাপ» ১২:৩৫, ২৫ জুন ২০২১ (ইউটিসি)
@MS Sakib: চলবে। অসংখ্য ধন্যবাদ। Meghmollar2017আলাপ১২:৩৭, ২৫ জুন ২০২১ (ইউটিসি)
@Meghmollar2017: আপলোড করা হয়েছে। পাশাপাশি ইংরেজিঅসমীয়া এসভিজি ছবি আপলোড দিয়েছি। যাক, ২৫ তারিখ শেষ হওয়ার আগেই করতে পারলাম। ≈ MS Sakib  «আলাপ» ১৭:৫৮, ২৫ জুন ২০২১ (ইউটিসি)
ছবিগুলোর সারাংশ (বিববরণ, উৎস সহ অন্যান্য তথ্য) আগামিকাল যোগ করব। -- ≈ MS Sakib  «আলাপ» ১৮:০৮, ২৫ জুন ২০২১ (ইউটিসি)
@MS Sakib: খুব সুন্দর হয়েছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। :) — Meghmollar2017আলাপ০৪:২৭, ২৬ জুন ২০২১ (ইউটিসি)

উইকিবইয়ের জন্য ছবি অনুবাদ


https://bn.m.wikibooks.org/wiki/উইকিশৈশব:এটা_কীভাবে_কাজ_করে/শব্দকোষ
অনুরোধ

অনুবাদ করে দিন

মন্তব্য

গতি মূল বিন্দু থেকে সময়ের সাপেক্ষে দূরত্ব। দূরত্ব/সময় দিয়ে হিসেব করা হয়, যা গতিবেগের সমান। একটি নির্দিষ্ট দিকে হচ্ছে গতি এবং গতিবেগের পরিবর্তনই ত্বরণ। —মহাদ্বার আলাপ ১৫:৫৭, ২৯ অক্টোবর ২০২১ (ইউটিসি)

@Greatder  করা হয়েছে Aishik Rehman (আলাপ) ১৬:১৭, ২৯ অক্টোবর ২০২১ (ইউটিসি)

মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস) (বাংলাদেশ) এর svg লোগো


নিবন্ধ

মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস) (বাংলাদেশ)

অনুরোধ
এটি একটি সরকারি সংস্থা। এর কোনো লোগো উইকিপিডিয়া তে নেই। এমনি ওয়েবসাইট ছাড়া অনলাইন এ এই সংস্থার লোগো পাওয়া অসম্ভব। তাই কেউ যদি দেখে থাকেন দয়া করে এই প্রতিষ্ঠানের জন্য একটি মনোগ্রাম ডিজাইন করে দিয়েন। উইকিপিডিয়ায় এই প্রতিষ্ঠানটি জায়গা করে নিতে পারবে যদি লোগোটি থাকে। দয়া করে এই প্রতিষ্ঠানটির জন্য একটি svg মনোগ্রামটি ডিজাইন করে আপলোড করিয়েন। খুব উপকার হবে প্রতিষ্ঠানটির জন্য। 🙏🙏🙏
মন্তব্য
এই সংস্থার মনোগ্রামটি উইকিপিডিয়া তে নেই। এই সংস্থার মনোগ্রামটি ওয়েবসাইটে পাবেন। mes.org.bd

যদি ওয়েবসাইট বন্ধ থাকে তাহলে এখানে লোগোটি png ফরম্যাটে পাবেন। mes.logo.pngমনোগ্রামটি svg ফরম্যাটে ডিজাইন করে দয়া করে নির্ধারিত নিবন্ধন এ আপলোড করিয়েন।

৬৬ পদাতিক ডিভিশন (বাংলাদেশ) এবং রংপুর সেনানিবাস png থেকে svg করার জন্য আবেদন


নিবন্ধ

১.৬৬ পদাতিক ডিভিশন (বাংলাদেশ) ২. রংপুর সেনানিবাস

অনুরোধ
এটি বাংলাদেশ সেনাবাহিনীর সেনানিবাসের ইউনিট এর লোগো। এই লোগোগুলো পিএনজি ফরম্যাটে পূর্বে কমন্সে আপলোড করা হয়েছিলো। কিন্তু লোগোটি বর্তমানে  উন্নত করা হয়েছে। দয়া করে কেউ এই দুই লোগোকে এসভিজি ফরম্যাটে ডিজাইন করে কাঙ্খিত নিবন্ধন এ আপলোড করিয়েন। লোগো দুইটি উইকিপিডিয়ায় পিএনজি অবস্থায় উইকিপিডিয়ায় এবং কমন্সে লাইসেন্স করা আছে। খুব উপকার হতো যদি কেই এই দুইটি লোগোকে এসভিজি ফরম্যাটে ডিজাইন করে আপলোড করে। খুব উপকার হবে কেউ যদি কাজটি করে দেয়।🙏🏻🙏🏻🙏🏻

ধন্যবাদ-Rishad 57pymr (আলাপ) ১২:২৭, ২৯ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)

মন্তব্য
@Rishad 57pymr, এসভিজি ফরম্যাটে রূপান্তরের প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। কী কারণে পরিবর্তন করতে চান, যদি তা উল্লেখ করতেন তাহলে রূপান্তর করার বিষয়টি সামনে আসবে। ~ ইফতেখার নাইম (আলাপ) ০৯:২৭, ২৯ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
@ইফতেখার নাইম ভাই,
যে কারণে এসভিজি তে রূপান্তর করতে চাচ্ছিঃ
১. ভালো মান / quality পাওয়ার জন্য,
২. অন্য নিবন্ধনের মতো এই নিবন্ধন এর জন্য এসভিজি লোগো,
৩. অনলাইন এবং উইকিপিডিয়ায় লোগোটিকে সমৃদ্ধ করার জন্য,
৪. সবাই যাতে ভালো quality হিসেবে পেয়ে লোগোটি নিজের যেকোনো কাজে ব্যবহার করতে পারে।
আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন।
দয়া করে @ইফতেখার নাইম ভাই, এই দুই লোগোসহ মিলিটারি ইন্জিনিয়ার সার্ভিসেস এর লোগোটি এসভিজি ফরম্যাটে রূপান্তর করিয়েন।🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ধন্যবাদ- Rishad 57pymr (আলাপ) ১৩:১৮, ২৯ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
@Rishad 57pymr: লাইসেন্স প্রদান করতে হবে, তাছাড়া কপিরাইট বিষয়টি চলে আসে। ইফতেখার নাইম (আলাপ) ১৩:২৩, ২৯ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
@ইফতেখার নাইম ভাই ঠিক আছে, আপনি লোগো তিনটি এসভিজি করুন, আমি লাইসেন্স করে আপলোড করে দিবো।
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ধন্যবাদ- Rishad 57pymr (আলাপ) ১৩:৩৫, ২৯ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)