ইসলামী শিল্পকলা জাদুঘর, গজনী
অবয়ব
এই নিবন্ধটিকে উইকিপিডিয়ার জন্য মানসম্পন্ন অবস্থায় আনতে এর বিষয়বস্তু পুনর্বিন্যস্ত করা প্রয়োজন। (জুন ২০২০) |
ইসলামিক শিল্পকলা যাদুঘরটি আফগানিস্তানের গজনীতে অবস্থিত একটি যাদুঘর। এটি গজনীর উপশহর রাউযায় অবস্থিত। ১৯৬৬ সালে 'ইতালীয় প্রত্নতাত্ত্বিক মিশন' এই জাদুঘরটি খোলায় সাহায্য করেছিল৷ ইসলামী যুগের নিদর্শনসমূহ প্রদর্শনের উদ্দেশ্যে আবদুল রাজ্জাক এর মাজার স্থাপনাটিকে (১৬ শতকের) সংস্কার করে এটি খোলা হয়েছিল। । [১] ১৯৭৯ সালের পরে সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধের সময় এর কার্যক্রম সাময়ীম বন্ধ ছিল এবং এসময় এর বেশ কয়েকটি নিদর্শন ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটি ২০০৪-২০০৭ সালে পুনরুদ্ধার করা হয়েছিল। গজনি অঞ্চলে আবিষ্কৃত বেশ কয়েকটি নিদর্শন কাবুলের জাদুঘরেও পাওয়া যায়। [২]
আরো দেখুন
[সম্পাদনা]- আফগানিস্তানের যাদুঘরগুলির তালিকা
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "The Museums of Ghazni, Afghanistan"। UNESCO। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১১।
- ↑ Myers, Bernard Samuel (১৯৫৯)। Encyclopedia of world art। McGraw-Hill। পৃষ্ঠা 302। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১১।