বিষয়বস্তুতে চলুন

ইসলামী শিল্পকলা জাদুঘর, গজনী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইসলামিক শিল্পকলা যাদুঘরটি আফগানিস্তানের গজনীতে অবস্থিত একটি যাদুঘর। এটি গজনীর উপশহর রাউযায় অবস্থিত। ১৯৬৬ সালে 'ইতালীয় প্রত্নতাত্ত্বিক মিশন' এই জাদুঘরটি খোলায় সাহায্য করেছিল৷ ইসলামী যুগের নিদর্শনসমূহ প্রদর্শনের উদ্দেশ্যে আবদুল রাজ্জাক এর মাজার স্থাপনাটিকে (১৬ শতকের) সংস্কার করে এটি খোলা হয়েছিল। । [] ১৯৭৯ সালের পরে সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধের সময় এর কার্যক্রম সাময়ীম বন্ধ ছিল এবং এসময় এর বেশ কয়েকটি নিদর্শন ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটি ২০০৪-২০০৭ সালে পুনরুদ্ধার করা হয়েছিল। গজনি অঞ্চলে আবিষ্কৃত বেশ কয়েকটি নিদর্শন কাবুলের জাদুঘরেও পাওয়া যায়। []

আরো দেখুন

[সম্পাদনা]
  • আফগানিস্তানের যাদুঘরগুলির তালিকা

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "The Museums of Ghazni, Afghanistan"UNESCO। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১১ 
  2. Myers, Bernard Samuel (১৯৫৯)। Encyclopedia of world art। McGraw-Hill। পৃষ্ঠা 302। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১১