বিষয়বস্তুতে চলুন

আসাদ আসাদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আসাদ আসাদ
উপদল নেসেট এ প্রতিনিধিত্ব করে
১৯৯২–১৯৯৬লিকুদ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1944-02-10) ১০ ফেব্রুয়ারি ১৯৪৪ (বয়স ৮০)
Beit Jann, Mandatory Palestine

আসাদ আসাদ (আরবি: أسعد أسعد, হিব্রু ভাষায়: אסעד אסעד‎; জন্ম ১০ ফেব্রুয়ারী ১৯৪৪) একজন ইস্রায়েলি দ্রুজ প্রাক্তন অফিসার, কূটনীতিক এবং রাজনীতিবিদ যিনি ১৯৯২ এবং ১৯৯৬ এর মধ্যে লিকুদের জন্য নেসেটের সদস্য হিসাবে কাজ করেছিলেন।

জীবনী

[সম্পাদনা]

ম্যান্ডেট যুগে বেইট জান- এ জন্মগ্রহণ করেন, আসাদ আইডিএফ-এ যোগদান করেন এবং কর্মজীবনের সৈনিক হিসেবে এতেই থেকে যান। কর্নেল পদে তাকে অব্যাহতি দেওয়া হয়। তিনি হাইফা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান এবং মধ্যপ্রাচ্যের ইতিহাসে বিএ ডিগ্রি অর্জন করেন এবং ১৯৮০ সালে জাতিসংঘে ইসরায়েলি প্রতিনিধি দলের সদস্য হন। পরে তিনি দ্রুজ বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা হন। এছাড়াও তিনি ১৯৯১ সালে মাদ্রিদ শান্তি আলোচনায় ইসরায়েলি প্রতিনিধি দলের সদস্য ছিলেন।[]

তিনি ১৯৯২ সালে লিকুদ তালিকায় নেসেটে নির্বাচিত হন এবং ১৯৯৬ সালের নির্বাচনে তার আসন হারানো পর্যন্ত বেশ কয়েকটি কমিটিতে বসেছিলেন। অসলো চুক্তির বিরুদ্ধে ভোট না দেওয়া কয়েকজন লিকুদ এমকেদের মধ্যে তিনি ছিলেন একজন।

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]