এই নিবন্ধটি উইকিপ্রকল্প জীবনীর অংশ, যা উইকিপিডিয়ায় জীবনী সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
উইকিপ্রকল্প বাংলাদেশ ভুক্ত এই নিবন্ধটি উইকিপিডিয়ায় বাংলাদেশ বিষয়বস্তু উন্নত করার জন্য একটি সমন্বিত প্রচেষ্টা। আপনি প্রকল্পটিতে অংশগ্রহণ করতে আগ্রহী হলে প্রকল্প পাতায় যান। সেখানে আপনি আলোচনায় যোগদানের পাশাপাশি উন্মুক্ত কাজের তালিকা দেখতে পারেন।বাংলাদেশউইকিপিডিয়া:উইকিপ্রকল্প বাংলাদেশটেমপ্লেট:উইকিপ্রকল্প বাংলাদেশবাংলাদেশ নিবন্ধ
এই নিবন্ধটি উইকিপ্রকল্প চিত্রকর্মের অংশ, যা উইকিপিডিয়ায় চিত্রকর্ম সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
এই পর্যালোচনাটি আলাপ:রশিদ চৌধুরী/ভালো নিবন্ধ ১ থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুচ্ছেদের সম্পাদনা লিঙ্কটি পর্যালোচনাতে মন্তব্য যোগ করতে ব্যবহার করা যেতে পারে।
এই পর্যালোচনাটি আলাপ:রশিদ চৌধুরী/ভালো নিবন্ধ ১ থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুচ্ছেদের সম্পাদনা লিঙ্কটি পর্যালোচনাতে মন্তব্য যোগ করতে ব্যবহার করা যেতে পারে।
বেশ কিছু বানান ভুল চোখে পড়ল, যেমন উর্ত্তীন্ন, কার্পন্য, গ্রহনের, কণ্যাদের, কর্মজীবেরন, সাক্ষ, যক্ষায়
টাইপো ফিক্স করা দরকার - এরইফাঁকে, ট্রাপিস্ট্রিের, চিত্র্রও, চিকিৎসাা
জন্ম বাংলাদেশ না করে ব্রিটিশ ভারত করা দরকার, কারণ ১৯৩২ খ্রিস্টাব্দে বাংলাদেশ রাষ্ট্রের উদ্ভব হয়নি। তথ্যছকেও পরিবর্তন দরকার।
একই কারণে জাতীয়তা ও নাগরিকত্ব ঠিক করা দরকার- ব্রিটিশ ভারতীয় (১৯৩২-১৯৪৭), পাকিস্তানি (১৯৪৭-১৯৭১), বাংলাদেশী (১৯৭১-১৯৮৬)
তথ্যছকে পুরস্কারে একুশে পদকের তলায় যে (আরও) লিঙ্ক রয়েছে, তাতে ক্লিক করলে আবার নিবন্ধতেই ফিরে আসছে, এটি ঠিক করা দরকার।
ভাষা আরেকটু প্রাঞ্জল হলে ভালো হয়, যেমন- তার বড় চাচা আলীমুজ্জামান চৌধুরী; যার নামেই নামকরণ হয়েছে আলীমুজ্জামান সেতু এবং আলীমুজ্জামান হলের। বাক্যটিকে কি তাঁর বড় চাচা আলীমুজ্জামান চৌধুরীর নামে আলীমুজ্জামান সেতু এবং আলীমুজ্জামান হলের নামকরণ হয়েছে। এরকম করা যায়? ভালো কথা ভারতীয় বলে কি না জানি না, আমি ব্যক্তিগত ভাবে আলীমুজ্জামান সেতু এবং আলীমুজ্জামান হলের সঙ্গে পরিচিত নই। এগুলি কোন স্থানের সেতু বা হল উল্লেখ করলে ভালো হয়।
এসময় তাদের বাড়িতে যাতায়াত ছিলো এনামুল হক চৌধুরীর; যাকে হেনা কাকা বলে ডাকা হতো। ভাববাচ্যে না দিয়ে কর্তৃবাচ্যে দিলে ভালো হয়, হেনা কাকা বলে কে ডাকতেন সেটা বলে দিলেও ঠিক হয়।
ঢাবি না লিখে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ করে লিখলে ভালো হয়।
ওই সময় তাকে রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করা হয়। - যদিও পরের উক্তি থেকে বোঝা যাচ্ছে, তবুও এই বাক্যে কোন সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়, তা বললে ভালো হয়।
কর্মজীবন অনুচ্ছেদের প্রথম দিকের বেশ কিছু কথা আগের ১৯৬০-এর দশকে অনুচ্ছেদে বলা হয়ে গেছে, দুইবার বলার দরকার নেই। বলতে গেলে কর্মজীবনের অধিকাংশ কথা গুলি ১৯৬০-এর দশকে অনুচ্ছেদে মার্জ করা যায়। দুটো অনুচ্ছেদের দরকার মনে হয় লাগবে না।
যেহেতু শিল্পের এই শাখায় তিনি গোটা ভারতীয় উপমহাদেশে অন্যতম। npov ও তথ্যসূত্র দেওয়া দরকার।
প্রভাব অনুচ্ছেদের তথ্যসূত্র প্রয়োজন।
প্রদর্শনী অনুচ্ছেদের তথ্যসূত্র প্রয়োজন। তাছাড়া বাক্য হিসেবে সম্পূর্ণ করা প্রয়োজন।
নিবন্ধের আকার অনুযায়ী তথ্যসূত্রের পরিমাণ তুলনামূলক ভাবে কম। প্রথম ও অষ্টম তথ্যসূত্র অধিকাংশ অনুচ্ছেদের সম্পূর্ণ অংশে একমাত্র তথ্যসূত্র হিসেবে দেওয়া হয়েছে। আরো বেশ কিছু ইন-লাইন তথ্যসূত্র দেওয়া সম্ভব হলে ভালো হয়।
নিবন্ধের বেশ কিছু অংশ প্রথম ও অষ্টম তথ্যসূত্রের লেখার সঙ্গে প্রায় হুবহু মিলে যাচ্ছে, নিবন্ধটি যাতে কপিরাইট লঙ্ঘনের দোষে দুষ্ট না হয়, সেই বিষয়ে অবশ্য গুরুত্ব দিয়ে নজর দিতে হবে।
এই পর্যালোচনাটি আলাপ:রশিদ চৌধুরী/ভালো নিবন্ধ ১ থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুচ্ছেদের সম্পাদনা লিঙ্কটি পর্যালোচনাতে মন্তব্য যোগ করতে ব্যবহার করা যেতে পারে।
সর্বশেষ মন্তব্য: ৯ বছর পূর্বে২টি মন্তব্য২ জন ব্যক্তি মন্তব্য করেছেন
মহীন ভাই, নিবন্ধটিতে ব্যবহৃত চিত্রগুলোর ব্যাপারে কিছু করণীয় আছে:
দেখা যাচ্ছে, আপনি সামহোয়্যার ইন ব্লগ থেকে কিছু ছবি নিয়েছেন। ছবিগুলোতে আপনি Non-free use rationale টেমপ্লেট ব্যবহার করেছেন। এসব ক্ষেত্রে আমার মনে হয় [[::commons::Template:PD-Art|PD-Art]] ব্যবহার করা উচিত। কারণগুলো [[::commons::Commons:When_to_use_the_PD-Art_tag#Examples|এখানে]] দেখতে পারেন। ছবিগুলোর কপিরাইট অধিকারী তো ব্লগের লেখক নন, তিনি বিভিন্ন বই/প্রকাশনা থেকে ছবিগুলো নিয়েছেন। তাছাড়া বাংলাদেশে তো জনসম্মুখে প্রদর্শিত দ্বিমাত্রিক ছবির কপিরাইট পাবলিক ডোমেইন-এর আওতায় পড়ে।
সর্বশেষ মন্তব্য: ৮ বছর পূর্বে২টি মন্তব্য২ জন ব্যক্তি মন্তব্য করেছেন
রশিদ হোসেন চৌধুরী, ছিলেন একজন বাংলাদেশী চিত্রশিল্পী, ভাস্কর, লেখক এবং অধ্যাপক। বাংলাদেশে শিল্পচর্চার ক্ষেত্রে শিল্পী জয়নুল আবেদীন প্রবর্তিত উত্তর-উপনিবেশিক পর্বে সৃজনশীল ও মৌলিকত্বে তিনি ছিলেন সর্বজন প্রশংসিত ব্যক্তিত্ব। তিনি স্বাধীন বাংলাদেশের দ্বিতীয় প্রজন্মের শিল্পীদের মধ্যেও অন্যতম ছিলেন এবং পঞ্চাশের দশকে বাংলাদেশের আধুনিক শিল্প-আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবে স্বকীয় শিল্পচর্চার সূচনা করেছিলেন ভারত উপমহাদেশে, বিংশ শতাব্দীর তাপিশ্রী শিল্পী হিসেবে তিনি অন্যতম অগ্রগামী। এ-মাধ্যমেই তিনি সর্বাধিক মৌলিক এবং আধুনিক শিল্পধারার চর্চাকারী হিসেবে অগ্রগণ্য। তাপিশ্রীর পাশাপাশি প্রচলিত তেল রঙ ছাড়াও তিনি কাজ করেছেন টেম্পেরা, গোয়াশ এবং জলরঙ ইত্যাদি অপ্রচলিত মাধ্যমসমূহে। দেশে এবং বিদেশে বিভিন্ন সরকারি, বেসরকারি এবং রাষ্ট্রীয় ও সাধারণ ভবনসমূহে তাপিশ্রী মাধ্যমে বহুসংখ্যক কাজ করেছেন তিনি। এই তাপিশ্রী শিল্পে বিশেষ অবদানের জন্য ১৯৭৭ সালে তাকে বাংলাদেশের জাতীয় এবং সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক এবং ১৯৮০ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার প্রদান করা হয়। (বাকি অংশ পড়ুন...)
সর্বশেষ মন্তব্য: ৪ বছর পূর্বে১টি মন্তব্য১ জন ব্যক্তি মন্তব্য করেছেন
প্রিয় মহীন ভাই, আপনার প্রস্তাবিত নিবন্ধটি ভালো নিবন্ধে উত্তীর্ণ হয়েছে এজন্য অভিনন্দন জানাচ্ছি। কিন্তু পর্যালোচনা পাতায় একাধিক ব্যক্তির পর্যালোচনার কথা দেখা যাচ্ছে। অনুগ্রহপূর্বক যদি একবার পর্যালোচিত হয়, তবে অন্যগুলোকে মতব্য হিসেবে রাখুন। যদি একাধিক পর্যালোচনা করা হয় তবে অনুগ্রহপূর্বক স্বতন্ত্র পর্যালোচনা পাতায় সেগুলোকে স্থানান্তর করুন এবং উপরে {{নিবন্ধ ইতিহাস}} এ স্বতন্ত্রভাবে যোগ করুন। আমায় বার্তা দিতে ভুলবেন না। ধন্যবাদ। নকীব সরকারবলুন...১০:৫২, ২৮ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন