আলাপ:ভারত–পাকিস্তান যুদ্ধ ১৯৭১
আলোচনা যোগ করুনএই পাতাটি ভারত–পাকিস্তান যুদ্ধ ১৯৭১ নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
উইকিপ্রকল্প যুদ্ধ | ||||||||||||||
|
india-pakistan war 1971 or Bangladesh-pakistan war 1971?
[সম্পাদনা]We all Bangladeshi people know that we liberated our Bangladesh from a 9 month long war, the liberation war of Bangladesh, between Pakistan and Bnagladesh. Thats how we emerge. Then how come this article says that by only in 13 days lasting war, we get our country as a bi-product of India-Pakistan war 1971? — Ssahmed 1 (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- আমার মনে হচ্ছে, আপনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে এই যুদ্ধ এক করে ফেলেছেন। --Aftab1995 (আলাপ) ১৬:৩১, ২৬ ফেব্রুয়ারি ২০১৪ (ইউটিসি)
ইতিহাসের বিকৃতি
[সম্পাদনা]১৯৭১ কখনোই ভারত-পাকিস্তান যুদ্ধ ছিল না, সেটা ছিল বাংলাদেশ (ততাকালিন পূর্ব পাকিস্তান) ও পাকিস্তানের (ততকালিন পশ্চিম পাকিস্তান) এর মাঝে যুদ্ধ, যেটা শুরু হয়েছিলো ২৬ মার্চ রাত থেকে (যদিও এরো আগের থেকেই চলছিলো অনেক জায়গায়)। এই যুদ্ধের মূল ছিলো বাংলাদেশ কে স্বাধীন করে তোলা, স্বাধীন দেশ হিসেবে পাওয়া। দীর্ঘ নয় মাসের যুদ্ধের অন্তিম কালে ভারত বাংলাদেশ কে ডিসেম্বরের ৩ তারিখ থেকে সাহায্যের জন্য আসে।
লেখক কে অনুরোধ করবো ভালো ভাবে আগে জানুন, আগে জানুন কিভাবে শুরু হয়েছিলো এই যুদ্ধ, কত শহীদের বিনিময়ে পেয়েছিলাম আমরা এই স্বাধীনতা। জানিনা আপনি বাংলাদেশ নাকি ভারতের নাগরিক, তবে একটা দেশের স্বাধীনতার ইতিহাস বিকৃতি করার আগে জেনে নিবেন ইতিহাস। — 115.127.33.6 (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- আগের কমেন্টটি আবার লিখলাম..আমার মনে হচ্ছে, আপনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে এই যুদ্ধ এক করে ফেলেছেন।--নুরুন্নবী চৌধুরী হাছিব • আলাপ • ০৭:১০, ২৭ ফেব্রুয়ারি ২০১৪ (ইউটিসি)
১৯৭১ কখনোই ভারত-পাকিস্তান যুদ্ধ ছিল না, সেটা ছিল বাংলাদেশ (ততাকালিন পূর্ব পাকিস্তান) ও পাকিস্তানের (ততকালিন পশ্চিম পাকিস্তান) এর মাঝে যুদ্ধ, যেটা শুরু হয়েছিলো ২৬ মার্চ রাত থেকে (যদিও এরো আগের থেকেই চলছিলো অনেক জায়গায়)। এই যুদ্ধের মূল ছিলো বাংলাদেশ কে স্বাধীন করে তোলা, স্বাধীন দেশ হিসেবে পাওয়া। দীর্ঘ নয় মাসের যুদ্ধের অন্তিম কালে ভারত বাংলাদেশ কে ডিসেম্বরের ৩ তারিখ থেকে সাহায্যের জন্য আসে। Mfk izaz (আলাপ) ১৮:০০, ১২ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
- Mfk izaz, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে এই যুদ্ধের সাথে এক করে ফেলবেন না। বাংলাদেশ (ততাকালিন পূর্ব পাকিস্তান) ও পাকিস্তানের (ততকালিন পশ্চিম পাকিস্তান) এর মাঝে যুদ্ধকে তথা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কে অস্বীকার করেছে? --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:২৫, ১২ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
নব আবিস্কৃত ইতিহাস
[সম্পাদনা]ভারত ১৯৭১ সনে বাংলাদেশের স্বাধীনতা/মুক্তি যুদ্ধে পুর্ব-পাকিস্তানি-বাঙালিদের স্বাধীনতালাভে সহায়তা দিয়েছিলো। ১৯৬৫ সনের ভারত-পাকিস্তান যুদ্ধের মত এটা কোন ভারত-পাকিস্তান যুদ্ধ ছিলোনা। এই ধরনের একপেশে তথ্যপূর্ণ কোন নিবন্ধ বাংলা উইকিপিডিয়াতে স্থান পাওয়া উচিত বলে মনে করিনা। Syed Nur Kamal (আলাপ) ০৭:৩২, ১৮ মার্চ ২০১৪ (ইউটিসি)
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী নেতাদের ক্রম
[সম্পাদনা]সামরিক দ্বন্দ্বের বিষয় ছকে উল্লেখিত নেতৃত্ব প্রদানকারীদের তালিকার ক্রমে ভারতীয় রাষ্ট্রপতির নাম আগে আসা উচিৎ, যেহেতু নিবন্ধটি ভারত-পাকিস্তান যুদ্ধ শিরোনামে রচিত এবং বিষয়বস্তুর আলোকে এই যুদ্ধে প্রধান পক্ষ ছিল ভারত ও পাকিস্তান (তৎকালীন পশ্চিম পাকিস্তান)। এছাড়াও, পূর্ব বাংলার প্রধান নেতা শেখ মুজিবুর রহমান না হয়ে শেখ মুজিবুর রহমান (রাষ্ট্রপতি (অনুপস্থিত), অস্থায়ী বাংলাদেশ সরকার) শিরোনাম অপেক্ষাকৃত বেশি গ্রহণযোগ্য। ধন্যবাদ। — লাইফবার্গ (নবীশ) • আলাপ∕অবদান ০৩:৫৫, ১৭ জানুয়ারি ২০২২ (ইউটিসি)